ETV Bharat / city

বিধানসভায় ঢুকতে বাধা রাজ্যপালের ব্যক্তিগত চাপরাশি ও চিত্রগ্রাহককে - বিধানসভা

নিজের মুখেই রাজ্যপাল স্বীকার করলেন, আজ তিনি অপমানিত হয়েছেন । বিধানসভায় রাজ্যপাল প্রবেশ করলেও ঢুকতে দেওয়া হল না রাজভবনের চিত্রগ্রাহক রাজকুমার ঘোষকে । ঢুকতে দেওয়া হয়নি রাজ্যপালের ব্যক্তিগত চাপরাশি তরুণ মণ্ডলকেও ।

Jagdeep Dhankar
বিধানসভা
author img

By

Published : Dec 5, 2019, 10:49 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর : রাজ্য-রাজ্যপাল সংঘাত এখন রোজনামচায় এসে দাঁড়িয়েছে ৷ আজ বিধানসভায় ঢুকতে বাধা দেওয়া হয় রাজ্যপালের ব্যক্তিগত চাপরাশি ও রাজভবনের চিত্রগ্রাহককে ৷ রাজ্যপাল জগদীপ ধনকড় বিধানসভায় ঢোকার সময় অভ্যর্থনা জানাতে আসেননি কেউ ৷ রাজ্যপালের সঙ্গে কথাও বললেন না কেউ ৷ অগত্যা রাজভবনের কয়েকজন কর্মীদের নিয়েই দু'নম্বর গেট দিয়ে বিধানসভায় প্রবেশ করলেন রাজ্যপাল ।

বিধানসভার মার্শাল সঙ্গে থাকলেও কোনওরকম সহায়তা পাওয়া যায়নি তাঁর থেকে । রাজ্যপাল বিধানসভায় প্রবেশ করে সোজা চলে যান লাইব্রেরি ভবনে । সেখানে তালা থাকায় তিনি বেরিয়ে হাঁটতে হাঁটতে অধ্যক্ষের ঘরের কাছে যান । অধ্যক্ষের ঘর বন্ধ থাকায় বিধানসভার দোতালায় সচিব অভিজিৎ সোমের ঘরের দিকে যান রাজ্যপাল । সেই ঘরও বন্ধ ছিল ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন রাজভবনের চিত্রগ্রাহক

রাজ্যপাল বলেন, আজ তিনি অপমানিত হয়েছেন । বিধানসভায় রাজ্যপাল প্রবেশ করলেও ঢুকতে দেওয়া হল না রাজভবনের চিত্রগ্রাহক রাজকুমার ঘোষকে । ঢুকতে দেওয়া হয়নি রাজ্যপালের ব্যক্তিগত চাপরাশি তরুণ মণ্ডলকেও ।

তরুণ মণ্ডল বিধানসভার দু'নম্বর গেটের সামনে রাজ্যপালের চশমা হাতে অপেক্ষা করছেন । তাঁরই পাশে দাঁড়িয়ে রয়েছেন রাজভবনের ব্যক্তিগত চিত্রগ্রাহক । আজকের বিধানসভার বাইরের ছবিটা এরকমই ছিল ৷ দু'জনকেই পুলিশ জোর করে বিধানসভা চত্বর থেকে বার করে দেয় বলে অভিযোগ করেছেন রাজকুমার ঘোষ । পরে অবশ্য অনেক অনুরোধের পর সমগ্র শরীর তল্লাশি করে রাজ্যপালের চাপরাশিকে চশমা পৌঁছে দেওয়ার জন্য বিধানসভার ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয় । বিধানসভায় ঢুকতে পারেননি রাজভবন থেকে আশা বিশেষ এক বার্তাবাহক ।

অতীতেও রাজ্যপালের সঙ্গে সরকারের তিক্ততার সম্পর্ক তৈরি হয়েছিল । কিন্তু আজকের এই ঘটনা রাজ্যের ইতিহাসে নজিরবিহীন বলে মনে করছে বিরোধী শিবির । এই পরিস্থিতি স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে কোনওদিন হয়নি বলেও দাবি করছে ওয়াকিবহাল মহলের একাংশ ৷

কলকাতা, 5 ডিসেম্বর : রাজ্য-রাজ্যপাল সংঘাত এখন রোজনামচায় এসে দাঁড়িয়েছে ৷ আজ বিধানসভায় ঢুকতে বাধা দেওয়া হয় রাজ্যপালের ব্যক্তিগত চাপরাশি ও রাজভবনের চিত্রগ্রাহককে ৷ রাজ্যপাল জগদীপ ধনকড় বিধানসভায় ঢোকার সময় অভ্যর্থনা জানাতে আসেননি কেউ ৷ রাজ্যপালের সঙ্গে কথাও বললেন না কেউ ৷ অগত্যা রাজভবনের কয়েকজন কর্মীদের নিয়েই দু'নম্বর গেট দিয়ে বিধানসভায় প্রবেশ করলেন রাজ্যপাল ।

বিধানসভার মার্শাল সঙ্গে থাকলেও কোনওরকম সহায়তা পাওয়া যায়নি তাঁর থেকে । রাজ্যপাল বিধানসভায় প্রবেশ করে সোজা চলে যান লাইব্রেরি ভবনে । সেখানে তালা থাকায় তিনি বেরিয়ে হাঁটতে হাঁটতে অধ্যক্ষের ঘরের কাছে যান । অধ্যক্ষের ঘর বন্ধ থাকায় বিধানসভার দোতালায় সচিব অভিজিৎ সোমের ঘরের দিকে যান রাজ্যপাল । সেই ঘরও বন্ধ ছিল ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন রাজভবনের চিত্রগ্রাহক

রাজ্যপাল বলেন, আজ তিনি অপমানিত হয়েছেন । বিধানসভায় রাজ্যপাল প্রবেশ করলেও ঢুকতে দেওয়া হল না রাজভবনের চিত্রগ্রাহক রাজকুমার ঘোষকে । ঢুকতে দেওয়া হয়নি রাজ্যপালের ব্যক্তিগত চাপরাশি তরুণ মণ্ডলকেও ।

তরুণ মণ্ডল বিধানসভার দু'নম্বর গেটের সামনে রাজ্যপালের চশমা হাতে অপেক্ষা করছেন । তাঁরই পাশে দাঁড়িয়ে রয়েছেন রাজভবনের ব্যক্তিগত চিত্রগ্রাহক । আজকের বিধানসভার বাইরের ছবিটা এরকমই ছিল ৷ দু'জনকেই পুলিশ জোর করে বিধানসভা চত্বর থেকে বার করে দেয় বলে অভিযোগ করেছেন রাজকুমার ঘোষ । পরে অবশ্য অনেক অনুরোধের পর সমগ্র শরীর তল্লাশি করে রাজ্যপালের চাপরাশিকে চশমা পৌঁছে দেওয়ার জন্য বিধানসভার ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয় । বিধানসভায় ঢুকতে পারেননি রাজভবন থেকে আশা বিশেষ এক বার্তাবাহক ।

অতীতেও রাজ্যপালের সঙ্গে সরকারের তিক্ততার সম্পর্ক তৈরি হয়েছিল । কিন্তু আজকের এই ঘটনা রাজ্যের ইতিহাসে নজিরবিহীন বলে মনে করছে বিরোধী শিবির । এই পরিস্থিতি স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে কোনওদিন হয়নি বলেও দাবি করছে ওয়াকিবহাল মহলের একাংশ ৷

Intro:বিধানসভার ভেতরে ঢুকলেন রাজ্যপাল জগদীপ ধনকার। বিধানসভার কর্মীরা রাজ্যপালের সঙ্গে কথা বললেন না। অগত্যা রাজভবনের কয়েকজন কর্মীদের নিয়েই দু নম্বর গেট দিয়ে বিধানসভায় প্রবেশ করলেন রাজ্যপাল। তাকে অভ্যর্থনা জানাতেও কেউ আসেনি। বিধানসভার মার্শাল সঙ্গে থাকলেও কোন রকম সহায়তা পাওয়া যায়নি তার কাছ থেকে। রাজ্যপাল বিধানসভায় প্রবেশ করে সোজা চলে যান, লাইব্রেরী ভবনে। সেখানে তালা থাকায় তিনি বেরিয়ে হাঁটতে হাঁটতে অধ্যক্ষের ঘরের কাছে যান। অধ্যক্ষের ঘর বন্ধ থাকায়, বিধানসভার দোতালায় সচিব অভিজিৎ সোমের ঘরের দিকে যান। সেই ঘর বন্ধ ছিল।


Body:নিজের মুখেই স্বীকার করলেন রাজ্যপাল, আজ তিনি অপমানিত হলেন। রাজ্যপাল ঢুকলেও ঢুকতে দেওয়া হলো না তার ব্যক্তিগত চিত্রগ্রাহক রাজ কুমার ঘোষকে। ঢুকতে দেওয়া হয়নি রাজ্যপালের একান্ত ব্যক্তিগত চাপরাশি তরুণ মন্ডলকে। তরুণ মন্ডল বিধানসভার দু নম্বর গেটের সামনে রাজ্যপালের চশমা হাতে অপেক্ষা করছেন। তারই পাশে দাঁড়িয়ে রয়েছেন রাজ্যপালের ব্যক্তিগত ফটোগ্রাফার বা চিত্রগ্রাহক। দু'জনকেই পুলিশ জোর করে বিধানসভা চত্বর থেকে বার করে দিয়েছেন বলে অভিযোগ করেন রাজকুমার ঘোষ। অনেক অনুনয় বিনয় এরপর সমগ্র শরীর তল্লাশি করে রাজ্যপালের চাপরাশিকে চশমা পৌঁছে দেওয়ার জন্য বিধানসভার ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়। বিধানসভায় ঢুকতে পারেননি রাজভবন থেকে আশা বিশেষ এক বার্তাবাহক। আজকের এই ঘটনা রাজ্যের ইতিহাসে নজিরবিহীন। অতীতেও রাজ্যপালের সঙ্গে সরকারের তিক্ততার সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু এমন পরিস্থিতি স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে কোন দিন হয়নি বলে জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা।


Conclusion:রাজ্যপাল হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনেক কিছুই করার আছে। তিনি আরো কয়েকদিন দেখতে চান।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.