দার্জিলিং, 4 জানুয়ারি : ফের টুইট পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের ৷ এবার টুইট করে তিনি অভিযোগ করলেন রাজ্যে আইনের শাসন চলছে না ৷ সরকারকে আইনের রাস্তায় ফেরানোর দায়িত্ব রাজ্যপালের ৷ সেই কাজই তিনি করছেন ৷
টুইটারে ভিডিও বার্তায় রাজ্যপাল বলেন, ‘‘2021 আমার কাছে খুব দুঃখজনক বছর ৷ আমার জীবনে দেখা সবচেয়ে ভয়ঙ্কর ভোট-পরবর্তী হিংসার ঘটনা আমি রাজ্যে দেখেছি ৷ রাজ্যপালের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷ আমার কর্তব্য হল, রাজ্য সরকার আইন মোতাবেক কাজ করছে কিনা তা দেখা ৷ না চললে সরকারকে আইনের পথে আনা ৷ এই সরকার আইনের রাস্তা থেকে বহুদূরে সরে গিয়েছে ৷ ফলে তাকে সংবিধানের রাস্তায় আনতে একটু সময় লাগবে ৷’’
-
WB Guv Shri Jagdeep Dhankhar expressed his resolve #Darjeeling to ensure governance @MamataOfficial in 2022 falls in constitutional groove. 2021 Situation was alarming-WB witnessing “Rule of the Ruler and not law” and unprecedented post poll violence & decimation of human rights. pic.twitter.com/KsIL9WLsRV
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">WB Guv Shri Jagdeep Dhankhar expressed his resolve #Darjeeling to ensure governance @MamataOfficial in 2022 falls in constitutional groove. 2021 Situation was alarming-WB witnessing “Rule of the Ruler and not law” and unprecedented post poll violence & decimation of human rights. pic.twitter.com/KsIL9WLsRV
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 4, 2022WB Guv Shri Jagdeep Dhankhar expressed his resolve #Darjeeling to ensure governance @MamataOfficial in 2022 falls in constitutional groove. 2021 Situation was alarming-WB witnessing “Rule of the Ruler and not law” and unprecedented post poll violence & decimation of human rights. pic.twitter.com/KsIL9WLsRV
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 4, 2022
আরও পড়ুন : WB Governor Jagdeep Dhankhar : এখানে শাসকের আইনই আইন, শিক্ষা নিয়ে রাজ্যকে আক্রমণ রাজ্যপালের
রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত নতুন হয় ৷ 2019 সালের মাঝামাঝি পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্বে আসেন জগদীপ ধনকড় ৷ তার পর থেকে একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের সঙ্গে বিবাদ হয়েছে রাজ্যপালের ৷ কখনও তিনি সরকারের সমালোচনা করেছেন ৷ আবার কখনও তাঁকে পালটা কটাক্ষে বিঁধেছে শাসকদল তৃণমূল কংগ্রেস ৷