ETV Bharat / city

টুইটে মহুয়াকে জবাব রাজ্যপালের, স্বজনপোষণের অভিযোগ খারিজ - টুইটার

তৃণমূল সাংসদ মহুয়ার মৈত্রর সঙ্গে টুইট যুদ্ধ রাজ্যপাল জগদীপ ধনকড়ের ৷ রাজভবনে কর্মী নিয়োগের ক্ষেত্রে স্বজনপোষণের অভিযোগ তুলেছিলেন মহুয়া ৷ যা একেবারেই ভুল বলে সোমবার পাল্টা তোপ দাগেন ধনকড় ৷

Governor Jagdeep Dhankhar reply TMC MP Mahua Moitra on tweeter
টুইটে মহুয়াকে জবাব রাজ্যপালের, স্বজনপোষণের অভিযোগ খারিজ
author img

By

Published : Jun 7, 2021, 12:37 PM IST

Updated : Jun 7, 2021, 1:09 PM IST

কলকাতা, 7 জুন : তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra) সঙ্গে সরাসরি টুইট যুদ্ধে জড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar) ৷ রবিবার মহুয়া টুইট করেছিলেন, রাজভবনে কর্মী নিয়োগের ক্ষেত্রে পরিবারতন্ত্র কায়েম করা হচ্ছে ৷ যা সর্বৈব মিথ্যা বলে পাল্টা তোপ দেগেছেন রাজ্যপাল ৷ সোমবার পাল্টা টুইট করে ধনকড় বলেন, রাজভবনের যে ছয় কর্মীর কথা মহুয়া উল্লেখ করেছেন, তাঁরা তিনটি আলাদা রাজ্য এবং চারটি পৃথক জাতির মানুষ ৷ তাঁদের সঙ্গে রাজভবনের অন্য কোনও কর্মী বা আধিকারিকের আত্মীয়তাও নেই ৷

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে টুইট বাণের বিদ্ধ করা মহুয়ার কাছে নতুন নয় ৷ আগেও নানা ইস্যুতে ধনকড়কে সরাসরি আক্রমণ করেছেন তিনি ৷ রবিবার সেই তালিকায় যোগ হয় নতুন সংঘাত ৷ রাজ্য়ের আইন-শৃঙ্খলা নিয়ে ফের একবার মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের সমালোচনা করেন রাজ্যপাল ৷ তলব করেন নয়া মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ৷

এরপরই টুইটারে রাজ্যপালকে নিশানা করেন লোকসভার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ রাজভবনে কর্মী নিয়োগের ক্ষেত্রে তোলেন স্বজনপোষণ ও পরিবারতন্ত্রের অভিযোগ ৷ সাংসদের দাবি, রাজ্য়পালের সরকারি বাসভবনে এমন ছ’জনকে নিয়োগ করা হয়েছে, যাঁরা আদতে রাজ্যপালেরই আত্মীয় !

  • Assertion @MahuaMoitra in tweet & Media that six coterminous appointee OSDs in personal staff are relatives is FACTUALLY WRONG.

    OSDs are from three states and belong to four different castes.

    None of them is part of close family. Four of them are not from my caste or state.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : আঙ্কেলজি, আপনি গেলেই 'উদ্বেগজনক পরিস্থিতির' উন্নতি হবে; রাজ্যপালকে কটাক্ষ মহুয়ার

মহুয়ার তোপ ছিল, ধনকড় যদি পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব ছেড়ে দিল্লিতে ফিরে অন্য় কোনও কাজ খুঁজে নেন, তাহলে রাজ্যের পক্ষে সেটাই সবথেকে মঙ্গলের হবে ৷ পাশাপাশি মহুয়া বলেছিলেন, রাজ্যপাল পশ্চিমবঙ্গ ছাড়ার সময় যেন অতি অবশ্যই নিজের সম্প্রসারিত পরিবারকেও সঙ্গে নিয়ে যান ৷

যার জবাবে সোমবার রাজ্যপাল বলেন, মহুয়ার এই অভিযোগ একেবারে ভুল ৷ কারণ, মহুয়া যে ছয় কর্মীর কথা উল্লেখ করেছেন, তাঁরা তিনটি আলাদা রাজ্য থেকে এসেছেন এবং তাঁরা চারটি পৃথক জাতির মানুষ ৷

কলকাতা, 7 জুন : তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra) সঙ্গে সরাসরি টুইট যুদ্ধে জড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar) ৷ রবিবার মহুয়া টুইট করেছিলেন, রাজভবনে কর্মী নিয়োগের ক্ষেত্রে পরিবারতন্ত্র কায়েম করা হচ্ছে ৷ যা সর্বৈব মিথ্যা বলে পাল্টা তোপ দেগেছেন রাজ্যপাল ৷ সোমবার পাল্টা টুইট করে ধনকড় বলেন, রাজভবনের যে ছয় কর্মীর কথা মহুয়া উল্লেখ করেছেন, তাঁরা তিনটি আলাদা রাজ্য এবং চারটি পৃথক জাতির মানুষ ৷ তাঁদের সঙ্গে রাজভবনের অন্য কোনও কর্মী বা আধিকারিকের আত্মীয়তাও নেই ৷

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে টুইট বাণের বিদ্ধ করা মহুয়ার কাছে নতুন নয় ৷ আগেও নানা ইস্যুতে ধনকড়কে সরাসরি আক্রমণ করেছেন তিনি ৷ রবিবার সেই তালিকায় যোগ হয় নতুন সংঘাত ৷ রাজ্য়ের আইন-শৃঙ্খলা নিয়ে ফের একবার মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের সমালোচনা করেন রাজ্যপাল ৷ তলব করেন নয়া মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ৷

এরপরই টুইটারে রাজ্যপালকে নিশানা করেন লোকসভার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ রাজভবনে কর্মী নিয়োগের ক্ষেত্রে তোলেন স্বজনপোষণ ও পরিবারতন্ত্রের অভিযোগ ৷ সাংসদের দাবি, রাজ্য়পালের সরকারি বাসভবনে এমন ছ’জনকে নিয়োগ করা হয়েছে, যাঁরা আদতে রাজ্যপালেরই আত্মীয় !

  • Assertion @MahuaMoitra in tweet & Media that six coterminous appointee OSDs in personal staff are relatives is FACTUALLY WRONG.

    OSDs are from three states and belong to four different castes.

    None of them is part of close family. Four of them are not from my caste or state.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : আঙ্কেলজি, আপনি গেলেই 'উদ্বেগজনক পরিস্থিতির' উন্নতি হবে; রাজ্যপালকে কটাক্ষ মহুয়ার

মহুয়ার তোপ ছিল, ধনকড় যদি পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব ছেড়ে দিল্লিতে ফিরে অন্য় কোনও কাজ খুঁজে নেন, তাহলে রাজ্যের পক্ষে সেটাই সবথেকে মঙ্গলের হবে ৷ পাশাপাশি মহুয়া বলেছিলেন, রাজ্যপাল পশ্চিমবঙ্গ ছাড়ার সময় যেন অতি অবশ্যই নিজের সম্প্রসারিত পরিবারকেও সঙ্গে নিয়ে যান ৷

যার জবাবে সোমবার রাজ্যপাল বলেন, মহুয়ার এই অভিযোগ একেবারে ভুল ৷ কারণ, মহুয়া যে ছয় কর্মীর কথা উল্লেখ করেছেন, তাঁরা তিনটি আলাদা রাজ্য থেকে এসেছেন এবং তাঁরা চারটি পৃথক জাতির মানুষ ৷

Last Updated : Jun 7, 2021, 1:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.