ETV Bharat / city

শান্তিতে প্যান্ডেল হপিং ? বিশেষ ব্যবস্থা কলকাতা পুলিশের - Google will give traffic information in Puja

ইতিমধ্যেই গুগলের সঙ্গে কথা হয়েছে কলকাতা পুলিশের । গুগলের মাধ্যমে জানা যাবে কোন রাস্তা ওয়ান ওয়ে, কোন রাস্তায় যানজট রয়েছে, কোন রাস্তা খালি রয়েছে ৷

কলকাতা পুলিশ
author img

By

Published : Sep 30, 2019, 6:23 PM IST

Updated : Sep 30, 2019, 10:11 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর : পুজোর কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণে এবার গুগলের সাহায্য নিচ্ছে লালবাজার । ইতিমধ্যেই গুগলের সঙ্গে কথা হয়েছে কলকাতা পুলিশের । গুগলের মাধ্যমে জানা যাবে কোন রাস্তা ওয়ান ওয়ে, কোন রাস্তায় যানজট রয়েছে, কোন রাস্তা খালি রয়েছে ৷

কলকাতা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই পরিকল্পনা করা হয়ে গেছে । কী ভাবে পুজোর সময় যান নিয়ন্ত্রণ করা হবে শহরে সে বিষয়ে লালবাজারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ট্র্যাফিক বিভাগ এবং থানাগুলিকে । সেই অনুযায়ী ডিউটিও দেওয়া হয়ে গেছে পুলিশকর্মীদের । লালবাজার সূত্রে খবর, চতুর্থী থেকেই রাস্তায় নামবে কলকাতা পুলিশ । কারণ গতবছর চতুর্থীতে ব্যাপক ভিড় হয়েছিল শহরের মণ্ডপগুলিতে । ফলে এবার চতুর্থী থেকেই জনতার ঢল এবং যান শাসন করতে পথে নামবে পুলিশ । পাশাপাশি এবার শিশুদের জন্য একটি বিশেষ ব্যাজ তৈরি করেছে পুলিশ । পুজোর দিনগুলিতে জনতার ভিড়ে শিশুদের দলছুট হয়ে যাওয়ার প্রবণতা থাকে । তাদের খুঁজতে রীতিমতো বেগ পেতে হয় আত্মীয় এবং পুলিশকে । এবার কলকাতা পুলিশের পক্ষ থেকে তৈরি করা হয়েছে এক লাখ ব্যাজ । যেখানে ওই শিশুর পরিচয়, যোগাযোগের জন্য ফোন নম্বর, ঠিকানা সবই উল্লেখ করা থাকবে । ফলে পুলিশ দ্রুত হারিয়ে যাওয়া শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবে ।

দেখুন ভিডিয়ো...

পুজোয় প্রতিবারই গাইড ম্যাপ তৈরি করে পুলিশ । এ বছরও তৈরি হয়েছে সেই ম্যাপ । পাশাপাশি এবারেই প্রথম গুগলের সাহায্য নিচ্ছে পুলিশ । এ প্রসঙ্গে DC ট্র্যাফিক সন্তোষ পান্ডে বলেন, "আমাদের সঙ্গে গুগলের কথা হয়ে গেছে । গুগলের মাধ্যমে কলকাতার সবটাই পেয়ে যাবে সাধারণ মানুষ । জানা যাবে কোন রাস্তায় রয়েছে যানজট । পাশাপাশি যানজট সংক্রান্ত তথ্য পাওয়া যাবে গুগুল থেকে । আশা করছি শহরবাসীর পুজো ভালো কাটবে ।"

কলকাতা, 30 সেপ্টেম্বর : পুজোর কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণে এবার গুগলের সাহায্য নিচ্ছে লালবাজার । ইতিমধ্যেই গুগলের সঙ্গে কথা হয়েছে কলকাতা পুলিশের । গুগলের মাধ্যমে জানা যাবে কোন রাস্তা ওয়ান ওয়ে, কোন রাস্তায় যানজট রয়েছে, কোন রাস্তা খালি রয়েছে ৷

কলকাতা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই পরিকল্পনা করা হয়ে গেছে । কী ভাবে পুজোর সময় যান নিয়ন্ত্রণ করা হবে শহরে সে বিষয়ে লালবাজারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ট্র্যাফিক বিভাগ এবং থানাগুলিকে । সেই অনুযায়ী ডিউটিও দেওয়া হয়ে গেছে পুলিশকর্মীদের । লালবাজার সূত্রে খবর, চতুর্থী থেকেই রাস্তায় নামবে কলকাতা পুলিশ । কারণ গতবছর চতুর্থীতে ব্যাপক ভিড় হয়েছিল শহরের মণ্ডপগুলিতে । ফলে এবার চতুর্থী থেকেই জনতার ঢল এবং যান শাসন করতে পথে নামবে পুলিশ । পাশাপাশি এবার শিশুদের জন্য একটি বিশেষ ব্যাজ তৈরি করেছে পুলিশ । পুজোর দিনগুলিতে জনতার ভিড়ে শিশুদের দলছুট হয়ে যাওয়ার প্রবণতা থাকে । তাদের খুঁজতে রীতিমতো বেগ পেতে হয় আত্মীয় এবং পুলিশকে । এবার কলকাতা পুলিশের পক্ষ থেকে তৈরি করা হয়েছে এক লাখ ব্যাজ । যেখানে ওই শিশুর পরিচয়, যোগাযোগের জন্য ফোন নম্বর, ঠিকানা সবই উল্লেখ করা থাকবে । ফলে পুলিশ দ্রুত হারিয়ে যাওয়া শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবে ।

দেখুন ভিডিয়ো...

পুজোয় প্রতিবারই গাইড ম্যাপ তৈরি করে পুলিশ । এ বছরও তৈরি হয়েছে সেই ম্যাপ । পাশাপাশি এবারেই প্রথম গুগলের সাহায্য নিচ্ছে পুলিশ । এ প্রসঙ্গে DC ট্র্যাফিক সন্তোষ পান্ডে বলেন, "আমাদের সঙ্গে গুগলের কথা হয়ে গেছে । গুগলের মাধ্যমে কলকাতার সবটাই পেয়ে যাবে সাধারণ মানুষ । জানা যাবে কোন রাস্তায় রয়েছে যানজট । পাশাপাশি যানজট সংক্রান্ত তথ্য পাওয়া যাবে গুগুল থেকে । আশা করছি শহরবাসীর পুজো ভালো কাটবে ।"

Intro:
কলকাতা, 30 সেপ্টেম্বর: পুজোর কলকাতায় যান শাসন করতে এবার গুগলের সাহায্য নিচ্ছে লালবাজার। ইতিমধ্যেই দলের সঙ্গে কথা হয়েছে কলকাতা পুলিশের। গুগলের মাধ্যমে জানা যাবে কোন রাস্তায় আছে ওয়ান ওয়ে, কোন পথে যানজট, কোন রাস্তা আছে খালি।



Body:কলকাতা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই তৈরী হয়ে গেছে পরিকল্পনা। কিভাবে কলকাতার নিয়ন্ত্রণ হবে পুজোর সময় সে বিষয়ে লালবাজারে জানিয়ে দেওয়া হয়েছে ট্রাফিক বিভাগ এবং থানা গুলিকে। সেই অনুযায়ী ডিউটিও দেওয়া হয়ে গেছে পুলিশকর্মীদের। লালবাজার সূত্রের খবর চতুর্থী থেকেই রাস্তায় নামবে কলকাতা পুলিশ। কারণ গত বছরের অভিজ্ঞতা বলছে, চতুর্থীতে ব্যাপক ভিড় হয়ে গিয়েছিল মন্ডপগুলিতে। ফলে এবার চতুর্থ থেকেই জনতার ঢল এবং যান শাসন করতে পথে নামবে পুলিশ। পাশাপাশি এবার শিশুদের জন্য একটি বিশেষ ব্যাচ তৈরি করেছে পুলিশ। পুজোর দিনগুলিতে জনতার ভিড়ে শিশুদের দলছুট হয়ে যাওয়ার প্রবণতা থাকে। তাদের খুঁজতে রীতিমতো বেগ পেতে হয় আত্মীয় এবং পুলিশকে। এবার কলকাতা পুলিশের পক্ষ থেকে তৈরি করা হয়েছে এক লক্ষ ব্যাচ। যেখানে ওই শিশুর পরিচয় যোগাযোগের ফোন নম্বর ঠিকানা সবই উল্লেখ করা থাকবে। ফলে পুলিশ দ্রুত হারিয়ে যাওয়া শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে।



Conclusion:পুজোয় প্রতিবারই গাইড ম্যাপ তৈরি করে পুলিশ। এ বছরও তৈরি হয়েছে সেই ম্যাপ। পাশাপাশি এবারেই প্রথম গুগলের সাহায্য নিচ্ছে পুলিশ। এ প্রসঙ্গে ডিসি ট্রাফিক সন্তোষ পান্ডে বলেন,“ আমাদের সঙ্গে গুগলের কথা হয়ে গেছে। গুগলের মাধ্যমে কলকাতার সবটাই পেয়ে যাবেন সাধারণ মানুষ। জানা যাবে কোন রাস্তায় রয়েছে যানজট। পাশাপাশি সংক্রান্ত তথ্য পাওয়া যাবে গুগুল থেকেই। আশা করছি শহরবাসীর পুজো ভালো কাটবে।"
Last Updated : Sep 30, 2019, 10:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.