কলকাতা, 30 সেপ্টেম্বর : পুজোর কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণে এবার গুগলের সাহায্য নিচ্ছে লালবাজার । ইতিমধ্যেই গুগলের সঙ্গে কথা হয়েছে কলকাতা পুলিশের । গুগলের মাধ্যমে জানা যাবে কোন রাস্তা ওয়ান ওয়ে, কোন রাস্তায় যানজট রয়েছে, কোন রাস্তা খালি রয়েছে ৷
কলকাতা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই পরিকল্পনা করা হয়ে গেছে । কী ভাবে পুজোর সময় যান নিয়ন্ত্রণ করা হবে শহরে সে বিষয়ে লালবাজারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ট্র্যাফিক বিভাগ এবং থানাগুলিকে । সেই অনুযায়ী ডিউটিও দেওয়া হয়ে গেছে পুলিশকর্মীদের । লালবাজার সূত্রে খবর, চতুর্থী থেকেই রাস্তায় নামবে কলকাতা পুলিশ । কারণ গতবছর চতুর্থীতে ব্যাপক ভিড় হয়েছিল শহরের মণ্ডপগুলিতে । ফলে এবার চতুর্থী থেকেই জনতার ঢল এবং যান শাসন করতে পথে নামবে পুলিশ । পাশাপাশি এবার শিশুদের জন্য একটি বিশেষ ব্যাজ তৈরি করেছে পুলিশ । পুজোর দিনগুলিতে জনতার ভিড়ে শিশুদের দলছুট হয়ে যাওয়ার প্রবণতা থাকে । তাদের খুঁজতে রীতিমতো বেগ পেতে হয় আত্মীয় এবং পুলিশকে । এবার কলকাতা পুলিশের পক্ষ থেকে তৈরি করা হয়েছে এক লাখ ব্যাজ । যেখানে ওই শিশুর পরিচয়, যোগাযোগের জন্য ফোন নম্বর, ঠিকানা সবই উল্লেখ করা থাকবে । ফলে পুলিশ দ্রুত হারিয়ে যাওয়া শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবে ।
পুজোয় প্রতিবারই গাইড ম্যাপ তৈরি করে পুলিশ । এ বছরও তৈরি হয়েছে সেই ম্যাপ । পাশাপাশি এবারেই প্রথম গুগলের সাহায্য নিচ্ছে পুলিশ । এ প্রসঙ্গে DC ট্র্যাফিক সন্তোষ পান্ডে বলেন, "আমাদের সঙ্গে গুগলের কথা হয়ে গেছে । গুগলের মাধ্যমে কলকাতার সবটাই পেয়ে যাবে সাধারণ মানুষ । জানা যাবে কোন রাস্তায় রয়েছে যানজট । পাশাপাশি যানজট সংক্রান্ত তথ্য পাওয়া যাবে গুগুল থেকে । আশা করছি শহরবাসীর পুজো ভালো কাটবে ।"