ETV Bharat / city

Durga Puja 2022: হিন্দুস্তান পার্কের মণ্ডপসজ্জায় এবার আজাদি কা অমৃত মহোৎসব

author img

By

Published : Sep 20, 2022, 11:13 PM IST

স্বাধীনতার 75 বছর উপলক্ষ্যে এবার বিশেষ থিম গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব ৷ এবারের থিম 'স্ব -অধীন দেশ নয় মনে দ্বেষ' (Durga Puja 2022)৷

Durga Puja 2022
আজাদিকা-অমৃত-মহৎসব

কলকাতা, 20 সেপ্টেম্বর: হাতে গোনা আর মাত্র ক'টাদিন (Gariahat Hindustan Club Durgapuja 2022)। আর তারপরেই বাংলা ও বাঙালির মেগা ফেস্টিভ্যাল দুর্গাপুজো। এবারের দুর্গাপুজো অন্যান্য বছরের থেকে অনেকটাই তাৎপর্যপূর্ণ। কারণ একদিকে যেমন দু'বছর করোনার চোখ রাঙানিতে মানুষজন উপভোগ করতে পারেনি পূজো অন্যদিকে এবছর ইউনেস্কোর স্বীকৃতির হাত ধরে বাংলার দুর্গাপুজো পৌঁছে গেছে বিশ্বের দরবারে। তাই এইবছরের দুর্গাপুজো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই এবারের পুজোকে স্মরণীয় করে রাখতে পুজো উদ্যোক্তারাও ব্যতিক্রমী এবং উদ্ভাবনী চিন্তা ভাবনা তুলে ধরছেন মণ্ডপসজ্জায় ৷ যেমনটা প্রকাশ পেয়েছে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের মণ্ডপ সজ্জায় ৷

বহু বছর ধরেই এই ক্লাবের সার্বজনীন পুজোর সঙ্গে যুক্ত রয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচর্য্য। এই বছর 60 বছরে পদার্পণ করছে হিন্দুস্তান ক্লাবের পূজো। একে ক্লাবের 60 বছর অন্যদিকে দেশের 75 তম স্বাধীনতা বছর, এই দুই বিশেষ ঘটনাকে উদযাপন করে ক্লাবের এবারের ভাবনা 'স্ব -অধীন দেশ নয় মনে দ্বেষ ' ৷

আরও পড়ুন: প্রতিমার রূপদানে সনাতন দিন্দা, হারিয়ে যাওয়া পটচিত্রে সেজে উঠছে হাতিবাগান সর্বজনীন

গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব সার্বজনীন দুর্গোৎসবের এবারের পূজোর মূল ভাবনা 'স্ব -অধীন দেশ নয় মনে দ্বেষ '। 200 বছরের সংগ্রামের পর অবশেষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে স্বাধীনতা অর্জন করেছে ভারতবর্ষ। তারপরে কেটে গেছে অনেকগুলো বছর। পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এবং শান্তিপূর্ণ দেশ হিসেবে নিজের অধিকার কায়েম করেছে ভারতবর্ষ ৷ তথাপি কি আমরা মননের দিক থেকে সম্পূর্ণভাবে স্বাধীন হতে পেরেছি কি ? জাতি-বর্ণ-ধর্ম এইসব ভাবের ঊর্ধ্বে উড়তে পেরেছি কি? সেই প্রশ্নই দর্শনার্থীদের সামনে তুলে ধরছে মণ্ডপ শিল্পী অনির্বাণ দাসের ভাবনা।

হিন্দুস্তান পার্কের মণ্ডপসজ্জায় এবার আজাদি কা অমৃত মহোৎসব

আরও পড়ুন: দেবীপক্ষের আগেই পুরুলিয়ার রাজবাড়িতে শুরু পুজো, চলবে 16 দিন

মণ্ডপ শয্যায় অন্যান্য ভাবনার ছোঁয়া থাকলেও মাতৃ প্রতিমার ক্ষেত্রে সেই সাবেকিয়ানা বজায় রেখেছে হিন্দুস্তান ক্লাব। এখানে সাদা - লাল পেড়ে শাড়িতে সাধারণ বাড়ির আটপৌড়ে মায়ের রূপ ফুটিয়ে তোলা হয়েছে। পুরনো টিম কেটে তার উপরে সুন্দর নকশা করে মণ্ডপ সাজানো হয়েছে। এছাড়াও প্লাইউড, বাঁশ, দড়ি ব্যাবহার করা হয়েছে এখানে।

কলকাতা, 20 সেপ্টেম্বর: হাতে গোনা আর মাত্র ক'টাদিন (Gariahat Hindustan Club Durgapuja 2022)। আর তারপরেই বাংলা ও বাঙালির মেগা ফেস্টিভ্যাল দুর্গাপুজো। এবারের দুর্গাপুজো অন্যান্য বছরের থেকে অনেকটাই তাৎপর্যপূর্ণ। কারণ একদিকে যেমন দু'বছর করোনার চোখ রাঙানিতে মানুষজন উপভোগ করতে পারেনি পূজো অন্যদিকে এবছর ইউনেস্কোর স্বীকৃতির হাত ধরে বাংলার দুর্গাপুজো পৌঁছে গেছে বিশ্বের দরবারে। তাই এইবছরের দুর্গাপুজো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই এবারের পুজোকে স্মরণীয় করে রাখতে পুজো উদ্যোক্তারাও ব্যতিক্রমী এবং উদ্ভাবনী চিন্তা ভাবনা তুলে ধরছেন মণ্ডপসজ্জায় ৷ যেমনটা প্রকাশ পেয়েছে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের মণ্ডপ সজ্জায় ৷

বহু বছর ধরেই এই ক্লাবের সার্বজনীন পুজোর সঙ্গে যুক্ত রয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচর্য্য। এই বছর 60 বছরে পদার্পণ করছে হিন্দুস্তান ক্লাবের পূজো। একে ক্লাবের 60 বছর অন্যদিকে দেশের 75 তম স্বাধীনতা বছর, এই দুই বিশেষ ঘটনাকে উদযাপন করে ক্লাবের এবারের ভাবনা 'স্ব -অধীন দেশ নয় মনে দ্বেষ ' ৷

আরও পড়ুন: প্রতিমার রূপদানে সনাতন দিন্দা, হারিয়ে যাওয়া পটচিত্রে সেজে উঠছে হাতিবাগান সর্বজনীন

গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব সার্বজনীন দুর্গোৎসবের এবারের পূজোর মূল ভাবনা 'স্ব -অধীন দেশ নয় মনে দ্বেষ '। 200 বছরের সংগ্রামের পর অবশেষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে স্বাধীনতা অর্জন করেছে ভারতবর্ষ। তারপরে কেটে গেছে অনেকগুলো বছর। পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এবং শান্তিপূর্ণ দেশ হিসেবে নিজের অধিকার কায়েম করেছে ভারতবর্ষ ৷ তথাপি কি আমরা মননের দিক থেকে সম্পূর্ণভাবে স্বাধীন হতে পেরেছি কি ? জাতি-বর্ণ-ধর্ম এইসব ভাবের ঊর্ধ্বে উড়তে পেরেছি কি? সেই প্রশ্নই দর্শনার্থীদের সামনে তুলে ধরছে মণ্ডপ শিল্পী অনির্বাণ দাসের ভাবনা।

হিন্দুস্তান পার্কের মণ্ডপসজ্জায় এবার আজাদি কা অমৃত মহোৎসব

আরও পড়ুন: দেবীপক্ষের আগেই পুরুলিয়ার রাজবাড়িতে শুরু পুজো, চলবে 16 দিন

মণ্ডপ শয্যায় অন্যান্য ভাবনার ছোঁয়া থাকলেও মাতৃ প্রতিমার ক্ষেত্রে সেই সাবেকিয়ানা বজায় রেখেছে হিন্দুস্তান ক্লাব। এখানে সাদা - লাল পেড়ে শাড়িতে সাধারণ বাড়ির আটপৌড়ে মায়ের রূপ ফুটিয়ে তোলা হয়েছে। পুরনো টিম কেটে তার উপরে সুন্দর নকশা করে মণ্ডপ সাজানো হয়েছে। এছাড়াও প্লাইউড, বাঁশ, দড়ি ব্যাবহার করা হয়েছে এখানে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.