ETV Bharat / city

অ্যাপে সমকামের হাতছানি দিয়ে প্রতারণা, গ্রেপ্তার 1 - blackmailing through Social Networking site Grindr

গ্রিন্ডার । সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ । অ্যাপের মাধ্যমে বন্ধুত্ব ৷ পরে অপ্রীতিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইলিং৷ গ্রেপ্তার 1 ৷

প্রতীকী ছবি
author img

By

Published : Aug 29, 2019, 3:26 PM IST

কলকাতা, 29 অগাস্ট : প্রাইভেট কম্পানির এগজ়িকিউটিভ অমিত ( নাম পরিবর্তিত) সমকামী । সম্প্রতি রেজিস্ট্রার করেছিলেন একটি সোশাল নেটওয়ার্কিং অ্যাপে । আর তাতেই বিপত্তি । অপ্রীতিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে হাতিয়ে নেওয়া হয় টাকা । ঘটনায় গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন অমিত । তদন্তে নেমে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ ।

গ্রিন্ডার । সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ । মূলত সমকামীদের জন্য ৷ অন্যান্য অ্যাপের মতই এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হয় ৷ বিরাটির অমিতও ক'দিন আগে সেখানে নিজের নাম রেজিস্ট্রেশন করেন ৷ বন্ধুত্ব হয় তিলজলা থানা এলাকার এক গাড়ি চালকের সঙ্গে । ঘনিষ্ঠতা বাড়ে । আর তারপরই শুরু হয় অমিতকে হুমকি দেওয়া । বলা হয়, দিতে হবে টাকা ৷ না হলে তার অপ্রীতিকর ছবি ছড়িয়ে দেওয়া হবে সোশাল নেটওয়ার্কিং সাইটে । হুমকি দিয়ে অমিতের থেকে পিন নম্বর সহ ATM কার্ড নিয়ে নেয় ওই যুবক । সেই কার্ড দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলে ৷ তারপরেই রাজ্য ছেড়ে পালিয়ে যায় ৷ ঘটনায় 7 তারিখ গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ এরপর তদন্তে নামে পুলিশ ।

গতরাতে অভিযুক্ত যুবককে তিলজলার শিবতলা লেন এলাকায় দেখা যায় । তারপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ । জানা যায়, এই চক্রে সে একা নয়, জড়িত আছে আরও একজন । তারা ওই অ্যাপকে কাজে লাগিয়ে এই ভাবেই প্রতারণার ছক কষে ।

কলকাতা, 29 অগাস্ট : প্রাইভেট কম্পানির এগজ়িকিউটিভ অমিত ( নাম পরিবর্তিত) সমকামী । সম্প্রতি রেজিস্ট্রার করেছিলেন একটি সোশাল নেটওয়ার্কিং অ্যাপে । আর তাতেই বিপত্তি । অপ্রীতিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে হাতিয়ে নেওয়া হয় টাকা । ঘটনায় গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন অমিত । তদন্তে নেমে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ ।

গ্রিন্ডার । সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ । মূলত সমকামীদের জন্য ৷ অন্যান্য অ্যাপের মতই এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হয় ৷ বিরাটির অমিতও ক'দিন আগে সেখানে নিজের নাম রেজিস্ট্রেশন করেন ৷ বন্ধুত্ব হয় তিলজলা থানা এলাকার এক গাড়ি চালকের সঙ্গে । ঘনিষ্ঠতা বাড়ে । আর তারপরই শুরু হয় অমিতকে হুমকি দেওয়া । বলা হয়, দিতে হবে টাকা ৷ না হলে তার অপ্রীতিকর ছবি ছড়িয়ে দেওয়া হবে সোশাল নেটওয়ার্কিং সাইটে । হুমকি দিয়ে অমিতের থেকে পিন নম্বর সহ ATM কার্ড নিয়ে নেয় ওই যুবক । সেই কার্ড দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলে ৷ তারপরেই রাজ্য ছেড়ে পালিয়ে যায় ৷ ঘটনায় 7 তারিখ গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ এরপর তদন্তে নামে পুলিশ ।

গতরাতে অভিযুক্ত যুবককে তিলজলার শিবতলা লেন এলাকায় দেখা যায় । তারপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ । জানা যায়, এই চক্রে সে একা নয়, জড়িত আছে আরও একজন । তারা ওই অ্যাপকে কাজে লাগিয়ে এই ভাবেই প্রতারণার ছক কষে ।

Intro:কলকাতা, ২৯ অগাস্ট: প্রাইভেট কোম্পানির এক্সিকিউটিভ অমিত ( নাম পরিবর্তিত) সমকামে বিশ্বাসী। সম্প্রতি নিজেকে রেজিস্টার্ড করেছিলেন একটি গে অ্যাপে। আর তাতেই বিপত্তি। নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার থেকে হাতিয়ে নেওয়া হয় টাকা। ঘটনায় গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন অমিত। সেই ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতকে আজ আদালতে তোলা হবে।
Body:গ্রিন্ডার। একটি সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ। মূলত সমকামীদের স্বর্গরাজ্য বলা চলে। এখানে নাম রেজিস্টার্ড করে তৈরি করা হয় বন্ধুত্ব, তারপর সমকামিতায় মেতে ওঠা। বিরাটির অমিত সমকামিতায় বিশ্বাসী। কিছুদিন আগে তিনি ওই অ্যাপে নিজের নাম নথিভুক্ত করেন। সেখানে বন্ধুত্ব হয় তিনজলা থানা এলাকার এক ওলা ক্যাব ড্রাইভারের সঙ্গে। তাদের ঘনিষ্ঠতা বাড়ে। আর তখনই নিজের আসল রূপ ধারণ করে তিলজলার ওই যুবক। শুরু করে অমিত কে হুমকি দেওয়া। বলা হয় দিতে হবে টাকা, না হলে তার নগ্ন ছবি ছড়িয়ে দেওয়া হবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। এমনই সব হুমকি দিয়ে অমিতের থেকে এটিএম কার্ড, তার পিন নম্বর সহ সব নিয়ে নেয়। তারপর সেই এটিএম কার্ড থেকে তোলা হয় টাকা। তারপরেই রাজ্য ছেড়ে পালায় ওই যুবক। ঘটনায় গত 7 অগাস্ট গড়িয়াহাট থানায় দায়ের হয় অভিযোগ। তদন্তে নামে পুলিশ।
Conclusion:অভিযুক্ত যুবকের বহু খোঁজখবর করেও পুলিশ টিকিটিও ছুঁতে পারছিল না। তবে হাল ছাড়েননি তদন্তকারীরা। নজর রাখছিলেন তার ওপর। গতরাতে অভিযুক্তকে তিলজলার শিবতলা লেন এলাকায় দেখা যায়। তারপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, এই চক্রে সে একা নয়, জড়িত আছে আরো একজন। তারা ওই অ্যাপকে কাজে লাগিয়ে এই ভাবেই চালায় প্রতারণার ছক। সেই সূত্রে পুলিশ মামলায় ষড়যন্ত্রের ধারা যোগ করে অভিযুক্তকে আজ আদালতে তোলা হচ্ছে। অন্যজনের খোঁজ চলছে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.