কলকাতা, 29 অগাস্ট : প্রাইভেট কম্পানির এগজ়িকিউটিভ অমিত ( নাম পরিবর্তিত) সমকামী । সম্প্রতি রেজিস্ট্রার করেছিলেন একটি সোশাল নেটওয়ার্কিং অ্যাপে । আর তাতেই বিপত্তি । অপ্রীতিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে হাতিয়ে নেওয়া হয় টাকা । ঘটনায় গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন অমিত । তদন্তে নেমে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ ।
গ্রিন্ডার । সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ । মূলত সমকামীদের জন্য ৷ অন্যান্য অ্যাপের মতই এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হয় ৷ বিরাটির অমিতও ক'দিন আগে সেখানে নিজের নাম রেজিস্ট্রেশন করেন ৷ বন্ধুত্ব হয় তিলজলা থানা এলাকার এক গাড়ি চালকের সঙ্গে । ঘনিষ্ঠতা বাড়ে । আর তারপরই শুরু হয় অমিতকে হুমকি দেওয়া । বলা হয়, দিতে হবে টাকা ৷ না হলে তার অপ্রীতিকর ছবি ছড়িয়ে দেওয়া হবে সোশাল নেটওয়ার্কিং সাইটে । হুমকি দিয়ে অমিতের থেকে পিন নম্বর সহ ATM কার্ড নিয়ে নেয় ওই যুবক । সেই কার্ড দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলে ৷ তারপরেই রাজ্য ছেড়ে পালিয়ে যায় ৷ ঘটনায় 7 তারিখ গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ এরপর তদন্তে নামে পুলিশ ।
গতরাতে অভিযুক্ত যুবককে তিলজলার শিবতলা লেন এলাকায় দেখা যায় । তারপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ । জানা যায়, এই চক্রে সে একা নয়, জড়িত আছে আরও একজন । তারা ওই অ্যাপকে কাজে লাগিয়ে এই ভাবেই প্রতারণার ছক কষে ।