ETV Bharat / city

Free Health Check Up: যৌনপল্লির বাচ্চাদের বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা

author img

By

Published : Jun 18, 2022, 5:17 PM IST

কালীঘাট চত্বরের যৌনপল্লির প্রায় 100 জন বাচ্চার(sex workers children) শনিবার বিনামূল্যে ইএনটি পরীক্ষা হয় (Free Health Check Up)। প্রায় 35 জন মহিলারও আজ স্বাস্থ্যপরীক্ষা করা হয়।

Free Health Check Up camp organised for sex workers children
Free Health Check Up

কলকাতা, 18 জুন: কালীঘাটের যৌনপল্লির বাচ্চাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা করা হল শনিবার (Free Health Check Up for sex workers children)। প্রত্যেকের স্বাস্থ্যের পাশাপাশি তাদের ইএনটি পরীক্ষা করানো হল একটি বেসরকারি হাসপাতাল (private hospital) ও সেচ্ছাসেবী সংগঠনের(NGO) সহযোগিতায় ।

কালীঘাট চত্বরের যৌনপল্লির প্রায় 100 জন বাচ্চার শনিবার বিনামূল্যে ইএনটি পরীক্ষা হয় (Free Health Check Up)। যেসব বাচ্চা অসুস্থ থাকবে পরীক্ষার পর তাদের জন্য খোলা থাকবে বেসরকারি হাসপাতাল বলে জানানো হয় । শনিবার সেচ্ছাসেবী সংগঠনের অফিসেই সকাল 11টা থেকে এই স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা করা হয় । সেচ্ছাসেবী সংগঠনের মতে, "এখানে অনেক বাচ্চাই ক্লাস করার সময় একাধিক সমস্যায় পড়ে । কারোর কানে শুনতে সমস্যা হয় । আবার কারোর ক্ষেত্রে কথা বলায় অসুবিধা থাকে । তাদের মা এইসব বিষয়গুলির ব্যাপারে সঠিকভাবে বুঝে উঠতে পারে না । তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।"

বেসরকারি হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টরেট(Medical Directorate) ডা. সৌরভ ঘোষ বলেন, "আমরা উন্নতমানের চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে আজকের এই ক্যাম্প করেছি । শুধু ইএনটি নয়, বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে । প্রায় 100 জনের আজ স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে । স্বাস্থ্যপরীক্ষায় বেশ কিছুজনকে অসুস্থ দেখা গিয়েছে । তাদের জন্য আমাদের হাসপাতাল তৈরি ।"

এই স্বাস্থ্য শিবিরে শুধু বাচ্চারা নয়, কালীঘাট অঞ্চলের মহিলাদেরও স্বাস্থ্য ও ইএনটি পরীক্ষা করা হয় । প্রায় 35 জন মহিলার(sex workers) আজ স্বাস্থ্যপরীক্ষা করা হয় ।

কলকাতা, 18 জুন: কালীঘাটের যৌনপল্লির বাচ্চাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা করা হল শনিবার (Free Health Check Up for sex workers children)। প্রত্যেকের স্বাস্থ্যের পাশাপাশি তাদের ইএনটি পরীক্ষা করানো হল একটি বেসরকারি হাসপাতাল (private hospital) ও সেচ্ছাসেবী সংগঠনের(NGO) সহযোগিতায় ।

কালীঘাট চত্বরের যৌনপল্লির প্রায় 100 জন বাচ্চার শনিবার বিনামূল্যে ইএনটি পরীক্ষা হয় (Free Health Check Up)। যেসব বাচ্চা অসুস্থ থাকবে পরীক্ষার পর তাদের জন্য খোলা থাকবে বেসরকারি হাসপাতাল বলে জানানো হয় । শনিবার সেচ্ছাসেবী সংগঠনের অফিসেই সকাল 11টা থেকে এই স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা করা হয় । সেচ্ছাসেবী সংগঠনের মতে, "এখানে অনেক বাচ্চাই ক্লাস করার সময় একাধিক সমস্যায় পড়ে । কারোর কানে শুনতে সমস্যা হয় । আবার কারোর ক্ষেত্রে কথা বলায় অসুবিধা থাকে । তাদের মা এইসব বিষয়গুলির ব্যাপারে সঠিকভাবে বুঝে উঠতে পারে না । তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।"

বেসরকারি হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টরেট(Medical Directorate) ডা. সৌরভ ঘোষ বলেন, "আমরা উন্নতমানের চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে আজকের এই ক্যাম্প করেছি । শুধু ইএনটি নয়, বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে । প্রায় 100 জনের আজ স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে । স্বাস্থ্যপরীক্ষায় বেশ কিছুজনকে অসুস্থ দেখা গিয়েছে । তাদের জন্য আমাদের হাসপাতাল তৈরি ।"

এই স্বাস্থ্য শিবিরে শুধু বাচ্চারা নয়, কালীঘাট অঞ্চলের মহিলাদেরও স্বাস্থ্য ও ইএনটি পরীক্ষা করা হয় । প্রায় 35 জন মহিলার(sex workers) আজ স্বাস্থ্যপরীক্ষা করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.