কলকাতা, 1 অক্টোবর : পুজোর চারদিন হতে পারে বৃষ্টি ৷ পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস ৷ বড় কোনও ঘূর্ণাবর্ত বা কোনও সিস্টেম না থাকলেও মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে রাজ্যে । সেইসঙ্গে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প রয়েছে । এরফলেই বজ্রগর্ভ মেঘের সঞ্চারে স্বল্পমেয়াদী বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ।
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, টানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । তবে বিক্ষিপ্তভাবে স্বল্পমেয়াদী বৃষ্টি হবে রাজ্যজুড়ে । 1 থেকে 3 তারিখ পর্যন্ত বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে । 4 থেকে 6 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ কিন্তু বৃষ্টির পরিমাণ 7 থেকে 8 তারিখ বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ এই দু'দিন একটু বেশি সময়ের জন্য বৃষ্টি হবে । এবং বৃষ্টির পরিমাণ বাড়বে গত দিনগুলোর তুলনায় । মূলত, উপকূলের জেলাগুলিতে 7 ও 8 তারিখ বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছেন তিনি । ওই সময় সমুদ্রে হাই প্রেসার জ়োন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে । এরই মধ্যে আশার খবর একটাই পুজোর দিনগুলোতে সকালেই মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই । তাই সন্ধ্যায় ঠাকুর দেখার আনন্দ ভাটা পড়ার সম্ভাবনা কম ৷
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এই ক'দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ৷ তবে রাজ্যে প্রচুর জলীয়বাষ্প রয়েছে । সেই সঙ্গে সমুদ্র থেকে যেহেতু প্রচুর পরিমাণে জলীয়বাষ্প রাজ্যে ঢুকছে । যার ফলে বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি রয়েছে রাজ্যে । বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, উত্তরবঙ্গের উপরে যে সিস্টেম ও নিম্নচাপ অক্ষরেখা ছিল সেগুলি আর নেই । আগামী 24 ঘণ্টায় কলকাতার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ।