ETV Bharat / city

Luizinho Faleiro joins TMC : কংগ্রেস পরিবারকে এক করে বিজেপিকে হারাব, তৃণমূলে যোগ দিয়ে লক্ষ্য স্থির ফালেইরোর - Mamata Banerjee

কংগ্রেস পরিবারকে এক করতে চান গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো ৷ সেই কারণেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন ৷ বুধবার কলকাতায় বসে এমনই জানালেন তিনি ৷

former-goa-cm-luizinho-faleiro-joins-tmc
কংগ্রেস পরিবারকে এক করে বিজেপিকে হারাব
author img

By

Published : Sep 29, 2021, 5:03 PM IST

Updated : Sep 29, 2021, 6:28 PM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর : কংগ্রেস (Congress) পরিবারকে এক করতে চান গোয়ার (Goa) প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো (Luizinho Faleiro) ৷ সেই কারণেই তিনি তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগদান করেছেন ৷ বুধবার কলকাতায় বসে এমনই জানালেন তিনি ৷

লুইজিনহো ফালেইরো গোয়ায় দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত ৷ দু’বার মুখ্যমন্ত্রীও ছিলেন ৷ তিনি এবার তৃণমূল কংগ্রেসে শরিক হলেন ৷ ঘাসফুল শিবিরে যোগদান করার আগে নবান্নে গিয়ে তিনি দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ৷

আরও পড়ুন : Congress-TMC : কেন বিজেপিকে এতদিন নিশ্চিন্তে থাকতে দিয়েছ, কংগ্রেসকে প্রশ্ন তৃণমূলের

পরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপস্থিতিতে বঙ্গের শাসক দলের সামিল হলেন ৷ তাঁর সঙ্গে গোয়া থেকে আরও ন’জন তৃণমূলে যোগ দিলেন ৷ সেই সময় তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন যে গোয়ায় এখন চারজন তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায় ও মনোজ তিওয়ারি ৷ গোয়া থেকে তাঁরা জানিয়েছেন যে আগামিকাল, বৃহস্পতিবার আরও অনেকে তৃণমূলে যোগ দিচ্ছেন সেখানে ৷

পশ্চিমবঙ্গের বাইরেও কংগ্রেস এভাবে ভেঙে যাচ্ছে, তা জাতীয় রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ আর সেই বিষয়টিই এদিন ফালেইরোর কথায় ধরা পড়েছে ৷ তিনি জানিয়েছেন, আজ কংগ্রেস পরিবার বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ তৃণমূল কংগ্রেস, ওয়াইএসআর কংগ্রেস, শরদ পাওয়ার কংগ্রেস, ইন্দিরা কংগ্রেস হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন : Luizinho Faleiro : গোয়াতে নতুন ভোরের লড়াই শুরু, মমতা-সাক্ষাৎ শেষে বললেন ফালেইরো

তাছাড়া সবাই একজোট হয়ে বিজেপিকে হারানোও তাঁর উদ্দেশ্য বলেও জানিয়েছেন ফালেইরো৷ তাঁর দাবি, গোটা দেশের মতোই গোয়ায় বিভাজনের রাজনীতি চলছে৷ দেশের মতো গোয়াও অর্থনৈতিক ভাবে খারাপ অবস্থায় রয়েছে ৷ প্রশাসনিক ব্যবস্থাও ভেঙে পড়েছে সেখানে ৷ তাই আগামিদিনে তৃণমূলই গোয়ায় বিজেপিকে হারিয়ে ক্ষমতায় আসবে ৷

আরও পড়ুন : Mehbooba Mufti : আবার আমি ‘গৃহবন্দি’, টুইটারে অভিযোগ মেহবুবার

কলকাতা, 29 সেপ্টেম্বর : কংগ্রেস (Congress) পরিবারকে এক করতে চান গোয়ার (Goa) প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো (Luizinho Faleiro) ৷ সেই কারণেই তিনি তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগদান করেছেন ৷ বুধবার কলকাতায় বসে এমনই জানালেন তিনি ৷

লুইজিনহো ফালেইরো গোয়ায় দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত ৷ দু’বার মুখ্যমন্ত্রীও ছিলেন ৷ তিনি এবার তৃণমূল কংগ্রেসে শরিক হলেন ৷ ঘাসফুল শিবিরে যোগদান করার আগে নবান্নে গিয়ে তিনি দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ৷

আরও পড়ুন : Congress-TMC : কেন বিজেপিকে এতদিন নিশ্চিন্তে থাকতে দিয়েছ, কংগ্রেসকে প্রশ্ন তৃণমূলের

পরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপস্থিতিতে বঙ্গের শাসক দলের সামিল হলেন ৷ তাঁর সঙ্গে গোয়া থেকে আরও ন’জন তৃণমূলে যোগ দিলেন ৷ সেই সময় তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন যে গোয়ায় এখন চারজন তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায় ও মনোজ তিওয়ারি ৷ গোয়া থেকে তাঁরা জানিয়েছেন যে আগামিকাল, বৃহস্পতিবার আরও অনেকে তৃণমূলে যোগ দিচ্ছেন সেখানে ৷

পশ্চিমবঙ্গের বাইরেও কংগ্রেস এভাবে ভেঙে যাচ্ছে, তা জাতীয় রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ আর সেই বিষয়টিই এদিন ফালেইরোর কথায় ধরা পড়েছে ৷ তিনি জানিয়েছেন, আজ কংগ্রেস পরিবার বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ তৃণমূল কংগ্রেস, ওয়াইএসআর কংগ্রেস, শরদ পাওয়ার কংগ্রেস, ইন্দিরা কংগ্রেস হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন : Luizinho Faleiro : গোয়াতে নতুন ভোরের লড়াই শুরু, মমতা-সাক্ষাৎ শেষে বললেন ফালেইরো

তাছাড়া সবাই একজোট হয়ে বিজেপিকে হারানোও তাঁর উদ্দেশ্য বলেও জানিয়েছেন ফালেইরো৷ তাঁর দাবি, গোটা দেশের মতোই গোয়ায় বিভাজনের রাজনীতি চলছে৷ দেশের মতো গোয়াও অর্থনৈতিক ভাবে খারাপ অবস্থায় রয়েছে ৷ প্রশাসনিক ব্যবস্থাও ভেঙে পড়েছে সেখানে ৷ তাই আগামিদিনে তৃণমূলই গোয়ায় বিজেপিকে হারিয়ে ক্ষমতায় আসবে ৷

আরও পড়ুন : Mehbooba Mufti : আবার আমি ‘গৃহবন্দি’, টুইটারে অভিযোগ মেহবুবার

Last Updated : Sep 29, 2021, 6:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.