ETV Bharat / city

বাড়ি ফিরলেন কোভিড মুক্ত প্রাক্তন মুখ্য়মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য - প্রাক্তন মুখ্য়মন্ত্রী

এক সপ্তাহ সেফ হোমে থাকার পর সস্ত্রীক বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ গত 25 মে তিনি দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে কোভিড আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ৷ কোভিড থেকে সুস্থ হয়ে

বাড়ি ফিরলেন কোভিড মুক্ত প্রাক্তন মুখ্য়মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
author img

By

Published : Jun 9, 2021, 3:27 PM IST

Updated : Jun 9, 2021, 9:23 PM IST

কলকাতা, 9 জুন : কোভিড মুক্ত হয়েছিলেন আগেই ৷ তার পর একসপ্তাহ সেফ হোমে থাকার পর বাড়ি ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য । সি আই টি রোডের একটি বেসরকারি নার্সিংহোমের সেফ হোমে সস্ত্রীক তাঁকে রাখা হয়েছিল ৷ সেখানেই তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল ৷ সেখানে তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল ৷ তবে, প্রাক্তন মুখ্য়মন্ত্রীকে ওরালি ওষুধ দেওয়া হচ্ছিল ৷

প্রসঙ্গত, কোভিড আক্রান্ত হওয়ার পর বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি ৷ কিন্তু, গত 25 মে হঠাৎই তাঁর অক্সিজেনের মাত্রা নেমে যায় ৷ তড়িঘড়ি তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় ৷ সেখানে একসপ্তাহের বেশি বুদ্ধদেব ভট্টাচার্য চিকিৎসাধীন ছিলেন ৷ তাঁকে রেমডিসিভিরের ডোজ দেওয়া হয় হাসপাতালে ৷ এর পর গত 2 জুন কোভিড মুক্ত হন তিনি ৷ তারপরেই হাসপাতাল থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷ কিন্তু, সিপিআইএম’র তরফে তাঁকে বাড়িতে না ফিরিয়ে একটি নার্সিংহোমের সেফ হোমে নিয়ে যাওয়া হয় ৷

বাড়ি ফিরলেন বুদ্ধবাবু ৷

আরও পড়ুন : হাসপাতাল থেকে ছাড়া পেলেন কোভিড জয়ী বুদ্ধদেব, থাকবেন সেফ হোমে

তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও কোভিড আক্রান্ত হয়েছিলেন ৷ তাঁকে শ্বাসকষ্টের কারণে দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতালেই ভর্তি করানো হয়েছিল ৷ তিনি কোভিড মুক্ত হয়ে বাড়িও ফিরেছিলেন ৷ কিন্তু, বাড়িতে ফেরার পরেই তাঁর প্যানিক অ্যাটাক হয় এবং ফের তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয় ৷ গত 2 জুন বুদ্ধদেব ভট্টাচার্য এবং তাঁর স্ত্রীকে একসঙ্গেই হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল ৷ আজ সেফ হোম থেকে দু’জনে একসঙ্গে বাড়ি ফিরলেন ৷ তবে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অক্সিজেন সাপোর্টেই রাখা হবে ৷ সেই সঙ্গে কোভিড পরবর্তী সময়ে,বাড়িতেই তাঁদের বিশেষ যত্ন নেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷

কলকাতা, 9 জুন : কোভিড মুক্ত হয়েছিলেন আগেই ৷ তার পর একসপ্তাহ সেফ হোমে থাকার পর বাড়ি ফিরলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য । সি আই টি রোডের একটি বেসরকারি নার্সিংহোমের সেফ হোমে সস্ত্রীক তাঁকে রাখা হয়েছিল ৷ সেখানেই তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল ৷ সেখানে তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল ৷ তবে, প্রাক্তন মুখ্য়মন্ত্রীকে ওরালি ওষুধ দেওয়া হচ্ছিল ৷

প্রসঙ্গত, কোভিড আক্রান্ত হওয়ার পর বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি ৷ কিন্তু, গত 25 মে হঠাৎই তাঁর অক্সিজেনের মাত্রা নেমে যায় ৷ তড়িঘড়ি তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় ৷ সেখানে একসপ্তাহের বেশি বুদ্ধদেব ভট্টাচার্য চিকিৎসাধীন ছিলেন ৷ তাঁকে রেমডিসিভিরের ডোজ দেওয়া হয় হাসপাতালে ৷ এর পর গত 2 জুন কোভিড মুক্ত হন তিনি ৷ তারপরেই হাসপাতাল থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷ কিন্তু, সিপিআইএম’র তরফে তাঁকে বাড়িতে না ফিরিয়ে একটি নার্সিংহোমের সেফ হোমে নিয়ে যাওয়া হয় ৷

বাড়ি ফিরলেন বুদ্ধবাবু ৷

আরও পড়ুন : হাসপাতাল থেকে ছাড়া পেলেন কোভিড জয়ী বুদ্ধদেব, থাকবেন সেফ হোমে

তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও কোভিড আক্রান্ত হয়েছিলেন ৷ তাঁকে শ্বাসকষ্টের কারণে দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতালেই ভর্তি করানো হয়েছিল ৷ তিনি কোভিড মুক্ত হয়ে বাড়িও ফিরেছিলেন ৷ কিন্তু, বাড়িতে ফেরার পরেই তাঁর প্যানিক অ্যাটাক হয় এবং ফের তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয় ৷ গত 2 জুন বুদ্ধদেব ভট্টাচার্য এবং তাঁর স্ত্রীকে একসঙ্গেই হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল ৷ আজ সেফ হোম থেকে দু’জনে একসঙ্গে বাড়ি ফিরলেন ৷ তবে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অক্সিজেন সাপোর্টেই রাখা হবে ৷ সেই সঙ্গে কোভিড পরবর্তী সময়ে,বাড়িতেই তাঁদের বিশেষ যত্ন নেওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷

Last Updated : Jun 9, 2021, 9:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.