কলকাতা, 27 নভেম্বর : নতুন কোনও প্রকল্পের সিদ্ধান্ত নেওয়ার আগে প্রয়োজনীয় জমি চিহ্নিত করতে হবে ৷ রাজ্য সরকারের সমস্ত দপ্তরে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে ৷ এমনই জানানো হচ্ছে নবান্ন সূত্রে ৷
নবান্ন সূত্রে জানানো হয়েছে, নতুন কোনও প্রকল্প শুরুর আগে জমি চিহ্নিত করতে হবে ৷ একমাত্র জমি চিহ্নিতকরণের পরেই নতুন প্রকল্পের নাম মুখ্যমন্ত্রীর দপ্তরে পেশ করা যাবে ৷ সেই প্রকল্প খতিয়ে দেখে তবেই অনুমোদন দেবেন মুখ্যমন্ত্রী ৷ মুখ্যমন্ত্রীর দপ্তরের অনুমোদন পেলে ডিটেল প্রোজেক্ট রিপোর্ট বা DPR তৈরি করে জমা দেবে সংশ্লিষ্ট দপ্তর। স্কুল, কলেজ, হাসপাতাল, শিল্পকেন্দ্র সহ নতুন করে যা কিছু তৈরি হবে, সে সমস্ত কিছুর জন্যই পৃথক DPR তৈরি করতে হবে । প্রতি ক্ষেত্রে DPR কেমন হবে তার ফরম্যাট তৈরি করে দিয়েছে অর্থ দপ্তর । সেই ফরম্যাট মেনেই কাজ হবে ।
সম্প্রতি নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকে পূর্ত দপ্তরের কাজে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী । দেখা গেছে, অধিকাংশ ক্ষেত্রে পূর্ত দপ্তর যে DPR তৈরি করেছে, তা ঠিক হয়নি । একই প্রকল্প বার বার DPR করতে হয়েছে । এতে অর্থের অপচয় হয়েছে । বেড়ে গেছে প্রকল্প তৈরির সময়ও ৷ ফলে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা যায়নি অনেক প্রকল্পেরই । থমকে থাকা প্রকল্পগুলিতে গতি আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর ।