ETV Bharat / city

Garden Reach Fraud Case: 'আমার বিধানসভা এলাকায় টাকা উদ্ধার হলে আমি কী করতে পারি', গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়ি থেকে টাকা উদ্ধারে মন্তব্য ফিরহাদের - ED Raid

গার্ডেনরিচে ইডি'র তল্লাশি অভিযানে ব্যবসায়ী নিসার খানের বেডরুমে খাটের তলা থেকে বান্ডিল বান্ডিল নোট উদ্ধার হয়েছে (Garden Reach Fraud Case) ৷ এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim on Garden Reach Money Recovery case) ৷

Garden Reach Fraud Case
ETV Bharat
author img

By

Published : Sep 10, 2022, 5:08 PM IST

Updated : Sep 10, 2022, 6:00 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর: গার্ডেনরিচে ইডি'র তল্লাশি (ED Raid) অভিযানে নিসার খানের বেডরুমে খাটের তলা থেকে বান্ডিল বান্ডিল নোট উদ্ধার হয়েছে (Money Recovered in ED Raid) ৷ আপাতত উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় 15 কোটি বলে জানা গিয়েছে ৷ টাকা গোনার কাজ এখনও চলছে ৷ এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম শনিবার বলেন, "যদি কারও বাড়ি থেকে টাকা উদ্ধার হয়, তাতে আমি কি করে তার জবাব দেব ৷ আমার বিধানসভা এলাকা দিয়ে টাকা উদ্ধার হলে যদি আমায় বলতে হয়, তাহলে নীরব মোদির বেলায় প্রধানমন্ত্রীর বলা উচিত ৷"

এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগও করেছেন তিনি (Firhad Hakim on Garden Reach Money Recovery case) । ফিরহাদ বলেন, "কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে বাংলার অর্থনীতি ভেঙে ফেলা অপচেষ্টা চলছে ৷" তাঁর কথায়,"কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে বাংলার অর্থনীতি ভেঙে ফেলা অপচেষ্টা চলছে ৷ এত আইটি তল্লাশি, ইডি তল্লাশি বাংলায় কেন, বিরোধী-শাসিত রাজ্যগুলিতে কেন? এগুলো আমাদের ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা, যাতে আমরা বিজেপি'র বিরোধিতা না করি ৷ বিজেপি-শাসিত রাজ্যে কি কেউ বেআইনি কাজ করছে না, সেখানে কেউ কর ফাঁকি দেয় না ? তাহলে এই তল্লাশির ঝাঁঝ এখানে এত বেশি কেন?"

গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারে প্রতিক্রিয়া ফিরহাদের

আরও পড়ুন: নিসার নন, অনলাইন গেমিং প্রতারণায় অভিযুক্ত তাঁর বাবা আমির খান

এরপরেই ফিরহাদের সংযোজন,"আমার ব্যক্তিগত মত, ব্যবসায়ীদের মনে আতঙ্ক তৈরি করা, যাতে এখানে কেউ ব্যাবসা না করতে পারে । সেই কারণে এই সমস্ত তল্লাশি হচ্ছে ৷ আতঙ্ক তৈরি করে বাংলার আর্থিক অবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা চলছে ৷"

কলকাতা, 10 সেপ্টেম্বর: গার্ডেনরিচে ইডি'র তল্লাশি (ED Raid) অভিযানে নিসার খানের বেডরুমে খাটের তলা থেকে বান্ডিল বান্ডিল নোট উদ্ধার হয়েছে (Money Recovered in ED Raid) ৷ আপাতত উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় 15 কোটি বলে জানা গিয়েছে ৷ টাকা গোনার কাজ এখনও চলছে ৷ এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম শনিবার বলেন, "যদি কারও বাড়ি থেকে টাকা উদ্ধার হয়, তাতে আমি কি করে তার জবাব দেব ৷ আমার বিধানসভা এলাকা দিয়ে টাকা উদ্ধার হলে যদি আমায় বলতে হয়, তাহলে নীরব মোদির বেলায় প্রধানমন্ত্রীর বলা উচিত ৷"

এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগও করেছেন তিনি (Firhad Hakim on Garden Reach Money Recovery case) । ফিরহাদ বলেন, "কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে বাংলার অর্থনীতি ভেঙে ফেলা অপচেষ্টা চলছে ৷" তাঁর কথায়,"কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে বাংলার অর্থনীতি ভেঙে ফেলা অপচেষ্টা চলছে ৷ এত আইটি তল্লাশি, ইডি তল্লাশি বাংলায় কেন, বিরোধী-শাসিত রাজ্যগুলিতে কেন? এগুলো আমাদের ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা, যাতে আমরা বিজেপি'র বিরোধিতা না করি ৷ বিজেপি-শাসিত রাজ্যে কি কেউ বেআইনি কাজ করছে না, সেখানে কেউ কর ফাঁকি দেয় না ? তাহলে এই তল্লাশির ঝাঁঝ এখানে এত বেশি কেন?"

গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারে প্রতিক্রিয়া ফিরহাদের

আরও পড়ুন: নিসার নন, অনলাইন গেমিং প্রতারণায় অভিযুক্ত তাঁর বাবা আমির খান

এরপরেই ফিরহাদের সংযোজন,"আমার ব্যক্তিগত মত, ব্যবসায়ীদের মনে আতঙ্ক তৈরি করা, যাতে এখানে কেউ ব্যাবসা না করতে পারে । সেই কারণে এই সমস্ত তল্লাশি হচ্ছে ৷ আতঙ্ক তৈরি করে বাংলার আর্থিক অবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা চলছে ৷"

Last Updated : Sep 10, 2022, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.