ETV Bharat / city

Garden Reach Fraud Case: 'আমার বিধানসভা এলাকায় টাকা উদ্ধার হলে আমি কী করতে পারি', গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়ি থেকে টাকা উদ্ধারে মন্তব্য ফিরহাদের

গার্ডেনরিচে ইডি'র তল্লাশি অভিযানে ব্যবসায়ী নিসার খানের বেডরুমে খাটের তলা থেকে বান্ডিল বান্ডিল নোট উদ্ধার হয়েছে (Garden Reach Fraud Case) ৷ এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim on Garden Reach Money Recovery case) ৷

Garden Reach Fraud Case
ETV Bharat
author img

By

Published : Sep 10, 2022, 5:08 PM IST

Updated : Sep 10, 2022, 6:00 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর: গার্ডেনরিচে ইডি'র তল্লাশি (ED Raid) অভিযানে নিসার খানের বেডরুমে খাটের তলা থেকে বান্ডিল বান্ডিল নোট উদ্ধার হয়েছে (Money Recovered in ED Raid) ৷ আপাতত উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় 15 কোটি বলে জানা গিয়েছে ৷ টাকা গোনার কাজ এখনও চলছে ৷ এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম শনিবার বলেন, "যদি কারও বাড়ি থেকে টাকা উদ্ধার হয়, তাতে আমি কি করে তার জবাব দেব ৷ আমার বিধানসভা এলাকা দিয়ে টাকা উদ্ধার হলে যদি আমায় বলতে হয়, তাহলে নীরব মোদির বেলায় প্রধানমন্ত্রীর বলা উচিত ৷"

এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগও করেছেন তিনি (Firhad Hakim on Garden Reach Money Recovery case) । ফিরহাদ বলেন, "কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে বাংলার অর্থনীতি ভেঙে ফেলা অপচেষ্টা চলছে ৷" তাঁর কথায়,"কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে বাংলার অর্থনীতি ভেঙে ফেলা অপচেষ্টা চলছে ৷ এত আইটি তল্লাশি, ইডি তল্লাশি বাংলায় কেন, বিরোধী-শাসিত রাজ্যগুলিতে কেন? এগুলো আমাদের ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা, যাতে আমরা বিজেপি'র বিরোধিতা না করি ৷ বিজেপি-শাসিত রাজ্যে কি কেউ বেআইনি কাজ করছে না, সেখানে কেউ কর ফাঁকি দেয় না ? তাহলে এই তল্লাশির ঝাঁঝ এখানে এত বেশি কেন?"

গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারে প্রতিক্রিয়া ফিরহাদের

আরও পড়ুন: নিসার নন, অনলাইন গেমিং প্রতারণায় অভিযুক্ত তাঁর বাবা আমির খান

এরপরেই ফিরহাদের সংযোজন,"আমার ব্যক্তিগত মত, ব্যবসায়ীদের মনে আতঙ্ক তৈরি করা, যাতে এখানে কেউ ব্যাবসা না করতে পারে । সেই কারণে এই সমস্ত তল্লাশি হচ্ছে ৷ আতঙ্ক তৈরি করে বাংলার আর্থিক অবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা চলছে ৷"

কলকাতা, 10 সেপ্টেম্বর: গার্ডেনরিচে ইডি'র তল্লাশি (ED Raid) অভিযানে নিসার খানের বেডরুমে খাটের তলা থেকে বান্ডিল বান্ডিল নোট উদ্ধার হয়েছে (Money Recovered in ED Raid) ৷ আপাতত উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় 15 কোটি বলে জানা গিয়েছে ৷ টাকা গোনার কাজ এখনও চলছে ৷ এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম শনিবার বলেন, "যদি কারও বাড়ি থেকে টাকা উদ্ধার হয়, তাতে আমি কি করে তার জবাব দেব ৷ আমার বিধানসভা এলাকা দিয়ে টাকা উদ্ধার হলে যদি আমায় বলতে হয়, তাহলে নীরব মোদির বেলায় প্রধানমন্ত্রীর বলা উচিত ৷"

এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগও করেছেন তিনি (Firhad Hakim on Garden Reach Money Recovery case) । ফিরহাদ বলেন, "কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে বাংলার অর্থনীতি ভেঙে ফেলা অপচেষ্টা চলছে ৷" তাঁর কথায়,"কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে বাংলার অর্থনীতি ভেঙে ফেলা অপচেষ্টা চলছে ৷ এত আইটি তল্লাশি, ইডি তল্লাশি বাংলায় কেন, বিরোধী-শাসিত রাজ্যগুলিতে কেন? এগুলো আমাদের ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা, যাতে আমরা বিজেপি'র বিরোধিতা না করি ৷ বিজেপি-শাসিত রাজ্যে কি কেউ বেআইনি কাজ করছে না, সেখানে কেউ কর ফাঁকি দেয় না ? তাহলে এই তল্লাশির ঝাঁঝ এখানে এত বেশি কেন?"

গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারে প্রতিক্রিয়া ফিরহাদের

আরও পড়ুন: নিসার নন, অনলাইন গেমিং প্রতারণায় অভিযুক্ত তাঁর বাবা আমির খান

এরপরেই ফিরহাদের সংযোজন,"আমার ব্যক্তিগত মত, ব্যবসায়ীদের মনে আতঙ্ক তৈরি করা, যাতে এখানে কেউ ব্যাবসা না করতে পারে । সেই কারণে এই সমস্ত তল্লাশি হচ্ছে ৷ আতঙ্ক তৈরি করে বাংলার আর্থিক অবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা চলছে ৷"

Last Updated : Sep 10, 2022, 6:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.