ETV Bharat / city

Firhad Praises Abhishek নতুন প্রজন্মকে নিয়ে লড়ার প্রশ্নে এবার ফিরহাদের মুখে অভিষেকের প্রশস্তি

অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নতুন প্রজন্মকে নিয়ে লড়াই করবে ৷ এ বার এ ভাবেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রশংসা করলেন ফিরহাদ হাকিম (Firhad Praises Abhishek)৷

Firhad Hakim praises Abhishek Banerjee in TMCP foundation day celebration
নতুন প্রজন্মকে নিয়ে লড়াই করবেন তিনি, এবার ফিরহাদের মুখে অভিষেকের প্রশস্তি
author img

By

Published : Aug 29, 2022, 7:50 PM IST

কলকাতা, 29 অগস্ট: গত দুদিন ধরে জল্পনা চলছিল, ফিরহাদ হাকিম (Firhad Praises Abhishek) কি কোণঠাসা ? আচমকাই নারদ মামলা নিয়ে শুভেন্দুকে সমর্থনের পর দলের অন্দরে তাঁর বক্তব্য নিয়ে প্রশ্ন উঠেছিল । নারদকাণ্ড ষড়যন্ত্র, কোনও অপরাধ নয়, বলেছিলেন শুভেন্দু অধিকারী । বিরোধী দলনেতা যা বলার বলে দিয়েছেন, বলেন ফিরহাদ । তাঁর এই মন্তব্য নিয়ে কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ প্রতিক্রিয়া ছিল, যিনি বলেছেন, তিনিই এর ব্যাখ্যা দিতে পারবেন । এ বিষয়ে দল কোনও মন্তব্য করবে না । রাজনৈতিক মহল মনে করছিল দল ফিরহাদের বক্তব্যে অসন্তুষ্ট । এরপরই সোমবার মেয়ো রোডে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অভিষেকের (Abhishek Banerjee) উপর তাঁর আস্থার কথা শোনালেন ফিরহাদ । আর এতেই অনেকে মনে করছেন, নিজের অবস্থান শক্ত করতেই এ বার অভিষেক বন্দনায় অবতীর্ণ ফিরহাদ (Firhad Hakim)।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হলেও 'এক ব্যক্তি এক পদ' ইস্যুতে ফিরহাদ নিয়ে অভিষেকের অবস্থান সকলেরই জানা । প্রশংসা তো দূরে থাক, কখনওই এই দুই নেতাকে পরস্পরকে নিয়ে বাক্য ব্যয় করতে দেখা যায়নি (TMCP foundation day)। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের জেলযাত্রার পর ফিরহাদের মন্ত্রিসভা থেকে ক্ষমতা কমাকে অনেকেই মনে করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতযশ । এমতাবস্থায় ফিরহাদের মুখে অভিষেকের স্তুতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

এ দিন ঠিক কী বলেছেন ফিরহাদ ? ছাত্র-যুবদের উদ্দেশে ফিরহাদ বলেন, "আপনাদের দেখলে 35 বছর আগের জীবন মনে পড়ে । ছাত্র আন্দোলন কোনও বাধা মানে না, কোনও কিছুকে পরোয়া করে না । ছাত্ররা জানে শুধু এগিয়ে যেতে । তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল ছাত্র-যুবদের অন্য চোখে দেখেন । নীতি আদর্শ নিয়ে এগিয়ে নিয়ে যেতে ছাত্র-যুবদের ভরসা দেন মমতা বন্দ্যোপাধ্যায় ।"

আরও পড়ুন: অভিষেকের দুবছরের ছেলেকেও কি সিবিআই নোটিশ ধরাবে, কটাক্ষের সুরে প্রশ্ন মমতার

তিনি আরও বলেন, "যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, যে ভিত তিনি তৈরি করেছেন, আমরা বিশ্বাস করি আগামিদিনে সেই আন্দোলনকে আপনারা, ছাত্র-যুবরা এগিয়ে নিয়ে যাবেন মানুষের স্বার্থে । আগামিদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন প্রজন্ম লড়াই করবে । যে লড়াই সারাজীবন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন ।"

সভামঞ্চে নিজের বক্তব্যে শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন ফিরহাদ হাকিম । মানুষের স্বার্থে লড়াই করবেন, জীবন দিয়েও তৃণমূলকে রক্ষা করবেন । তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছর বিরোধী দল করেছেন । মাথানত করেননি । আমিও জেলে গিয়েছি । জেলে যেতে ভয় পাই না । মরতেও ভয় পাই না । জীবন দিয়ে তৃণমূলকে রক্ষা করে যাব ।"

এ দিন ফিরহাদ হাকিম বলেন, "বিজেপির বিরুদ্ধে তৃণমূলের নেতাদের লড়াই করতে হচ্ছে বলেই তাঁদের গ্রেফতার করা হচ্ছে, অপমান করা হচ্ছে, লাঞ্ছনা করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে । একটা দিন আসবে যখন নরেন্দ্র মোদি সরকার থাকবে না । তখন সত্য সামনে আসবে ।"

ফিরহাদের কথায়, "আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করছি । তাই আমাদের রাজ্যের তৃণমূল নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে । আমাদের অপমান করা হচ্ছে, লাঞ্ছনা করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে । এক আধ জন অন্যায় করলেও তৃণমূলের সকলে দায়ী নয় । তাঁরা কেউ অনৈতিক কাজ করেন না । কেউ যদি অন্যায় করেন, তাহলে সেই দায় দল নেবে না । কিন্তু অন্যায় ভাবে যদি কাউকে গ্রেফতার করা হয় তা হলে প্রতিবাদ চলবে ।"

কলকাতা, 29 অগস্ট: গত দুদিন ধরে জল্পনা চলছিল, ফিরহাদ হাকিম (Firhad Praises Abhishek) কি কোণঠাসা ? আচমকাই নারদ মামলা নিয়ে শুভেন্দুকে সমর্থনের পর দলের অন্দরে তাঁর বক্তব্য নিয়ে প্রশ্ন উঠেছিল । নারদকাণ্ড ষড়যন্ত্র, কোনও অপরাধ নয়, বলেছিলেন শুভেন্দু অধিকারী । বিরোধী দলনেতা যা বলার বলে দিয়েছেন, বলেন ফিরহাদ । তাঁর এই মন্তব্য নিয়ে কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ প্রতিক্রিয়া ছিল, যিনি বলেছেন, তিনিই এর ব্যাখ্যা দিতে পারবেন । এ বিষয়ে দল কোনও মন্তব্য করবে না । রাজনৈতিক মহল মনে করছিল দল ফিরহাদের বক্তব্যে অসন্তুষ্ট । এরপরই সোমবার মেয়ো রোডে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অভিষেকের (Abhishek Banerjee) উপর তাঁর আস্থার কথা শোনালেন ফিরহাদ । আর এতেই অনেকে মনে করছেন, নিজের অবস্থান শক্ত করতেই এ বার অভিষেক বন্দনায় অবতীর্ণ ফিরহাদ (Firhad Hakim)।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হলেও 'এক ব্যক্তি এক পদ' ইস্যুতে ফিরহাদ নিয়ে অভিষেকের অবস্থান সকলেরই জানা । প্রশংসা তো দূরে থাক, কখনওই এই দুই নেতাকে পরস্পরকে নিয়ে বাক্য ব্যয় করতে দেখা যায়নি (TMCP foundation day)। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের জেলযাত্রার পর ফিরহাদের মন্ত্রিসভা থেকে ক্ষমতা কমাকে অনেকেই মনে করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতযশ । এমতাবস্থায় ফিরহাদের মুখে অভিষেকের স্তুতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

এ দিন ঠিক কী বলেছেন ফিরহাদ ? ছাত্র-যুবদের উদ্দেশে ফিরহাদ বলেন, "আপনাদের দেখলে 35 বছর আগের জীবন মনে পড়ে । ছাত্র আন্দোলন কোনও বাধা মানে না, কোনও কিছুকে পরোয়া করে না । ছাত্ররা জানে শুধু এগিয়ে যেতে । তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল ছাত্র-যুবদের অন্য চোখে দেখেন । নীতি আদর্শ নিয়ে এগিয়ে নিয়ে যেতে ছাত্র-যুবদের ভরসা দেন মমতা বন্দ্যোপাধ্যায় ।"

আরও পড়ুন: অভিষেকের দুবছরের ছেলেকেও কি সিবিআই নোটিশ ধরাবে, কটাক্ষের সুরে প্রশ্ন মমতার

তিনি আরও বলেন, "যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, যে ভিত তিনি তৈরি করেছেন, আমরা বিশ্বাস করি আগামিদিনে সেই আন্দোলনকে আপনারা, ছাত্র-যুবরা এগিয়ে নিয়ে যাবেন মানুষের স্বার্থে । আগামিদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন প্রজন্ম লড়াই করবে । যে লড়াই সারাজীবন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন ।"

সভামঞ্চে নিজের বক্তব্যে শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন ফিরহাদ হাকিম । মানুষের স্বার্থে লড়াই করবেন, জীবন দিয়েও তৃণমূলকে রক্ষা করবেন । তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছর বিরোধী দল করেছেন । মাথানত করেননি । আমিও জেলে গিয়েছি । জেলে যেতে ভয় পাই না । মরতেও ভয় পাই না । জীবন দিয়ে তৃণমূলকে রক্ষা করে যাব ।"

এ দিন ফিরহাদ হাকিম বলেন, "বিজেপির বিরুদ্ধে তৃণমূলের নেতাদের লড়াই করতে হচ্ছে বলেই তাঁদের গ্রেফতার করা হচ্ছে, অপমান করা হচ্ছে, লাঞ্ছনা করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে । একটা দিন আসবে যখন নরেন্দ্র মোদি সরকার থাকবে না । তখন সত্য সামনে আসবে ।"

ফিরহাদের কথায়, "আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করছি । তাই আমাদের রাজ্যের তৃণমূল নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে । আমাদের অপমান করা হচ্ছে, লাঞ্ছনা করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে । এক আধ জন অন্যায় করলেও তৃণমূলের সকলে দায়ী নয় । তাঁরা কেউ অনৈতিক কাজ করেন না । কেউ যদি অন্যায় করেন, তাহলে সেই দায় দল নেবে না । কিন্তু অন্যায় ভাবে যদি কাউকে গ্রেফতার করা হয় তা হলে প্রতিবাদ চলবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.