কলকাতা, 15 জানুয়ারি: মহেশতলা পৌরসভার জল প্রকল্পের শিলান্যাস করলেন ফিরহাদ হাকিম । মহেশতলা পৌরসভার তত্ত্বাবধানে কে এম ডি-এর আর্থিক সহযোগিতায় আকড়া 259 পুরাতন বাস স্ট্যান্ডে গড়ে উঠবে জল প্রকল্পটি ৷ শুক্রবারের শিলান্যাস অনুষ্ঠানের পর সাংবাদিকরা শতাব্দী রায়কে নিয়ে প্রশ্ন করলে ফিরহাদ বলেন, কর্মীরাই দলের সম্পদ ৷
আরও পড়ুন: বিচ্ছেদের পর সব খারাপ হয়ে যায়, শোভনকে কটাক্ষ ফিরহাদের
কে এম ডি এ 398 কোটি টাকা ব্যয়ে নতুন প্রকল্পের কাজ করবে, শুক্রবার জানালেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । জানা গিয়েছে, এই প্রকল্পে প্রতিদিন 4 কোটি গ্যালন পানীয় জল উৎপাদন হবে । ফিরহাদ হাকিম আরও জানান, নয়া প্রকল্পে মেটিয়াব্রুজ, মহেশতলা ও বজবজ বিধানসভার মানুষ উপকৃত হবে । 2022 সালের মার্চে এই প্রকল্পের উদ্বোধন হবে । শুক্রবারের শিলন্যাস অনুষ্ঠানে ফিরহাদ হাকিম ছাড়াও ছিলেন মহেশতলার বিধায়ক দুলাল দাস, মেটিয়াব্রুজের বিধায়ক আব্দুল খালেক মোল্লা, বজবজের বিধায়ক অশোক দেব, বজ বজ পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর ফুলু দে, মহেশতলা পৌরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর আবু তালেব মোল্লা প্রমুখ ।
জল প্রকল্প নিয়ে জানানোর পর শতাব্দী রায়কে নিয়ে প্রশ্ন করা হলে ফিরহাদ বলেন, "আমাদের দল ডিসিপ্লিনের দল ৷ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আমরা সবাই ভালো আছি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন দল তৈরি করেছিলেন সেদিন কোনও নেতা পাশে ছিলেন না, কর্মীরা ছিলেন ৷ সেদিনের পোস্টার মারা কর্মীর নাম ফিরহাদ হাকিম ৷ আজ যাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতা তৈরি করেছে ৷ কর্মীদের মধ্যে থেকেই নেতৃত্ব তৈরি হবে ৷ আমাদের দলে কর্মীরাই সম্পদ ।"