কলকাতা, 17 জুন : কোরোনা আক্রান্ত শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক অশোক ভট্টাচার্য। আজ ফোন করে তাঁর শারীরিক অবস্থার খবরাখবর নেন কলকাতা পৌরনিগমের প্রশাসক ফিরহাদ হাকিম । শিলিগুড়ি হাসপাতালে ফোন করে অশোক ভট্টাচার্যের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। পাশাপাশি তাঁর আরোগ্য কামনা করেন। অশোক ভট্টাচার্য বিরোধী শিবিরের ডাকসাইটে নেতা হলেও সৌজন্য প্রদর্শনের ক্ষেত্রে কোনও প্রকার খামতি রাখলেন না ফিরহাদ হাকিম।
বেশ কয়েকদিন ধরেই অসুস্থতা বোধ করছিলেন শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক তথা CPI(M) নেতা অশোক ভট্টাচার্য। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে লালারসের নমুনা পরীক্ষা করান। সেই নমুনার ফলাফল পজ়িটিভ আসে। এরপর চিকিৎসকদের পরামর্শ মেনে ভরতি হন শিলিগুড়ির হাসপাতালে। তাঁর এই অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন শাসক ও বিরোধী দলের নেতারা।
জানা গেছে, প্রতিমুহূর্তে বাম নেতা-কর্মীরা অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর রাখছেন। চিকিৎসা ব্যবস্থা যাতে যথাযথভাবে হয় তার জন্য তদারকি করছেন। আজ হাসপাতালে গিয়ে তাঁর সাথে দেখা করেন CPI(M)নেতারা । শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের তরফে শংকর ঘোষ জানিয়েছিলেন, নার্সিংহোমে পর্যবেক্ষণে রয়েছেন অশোক ভট্টাচার্য । বুকে সামান্য ব্যথা রয়েছে ৷ এরপর আজ নতুন করে সোয়াব নমুনা পরীক্ষা করা হলে জানা যায়, কোরোনায় আক্রান্ত অশোকবাবু । তাঁর কোরোনা আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেন দার্জিলিঙের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্যও ।