ETV Bharat / state

মণীশ তৃণমূলে ফিরতে চাইছিল তাই হত্যা ? প্রশ্ন ফিরহাদের - প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের

ফিরহাদ হাকিম বলেন, মণীশ শুক্লা BJP ছেড়ে তৃণমূলে ফিরতে চাইছিলেন তার জন্যই কি তাঁকে হত্যা করা হয়েছে ?

Reaction of Firhad Hakim on murder of Manish Shukla
Reaction of Firhad Hakim on murder of Manish Shukla
author img

By

Published : Oct 5, 2020, 10:37 PM IST

Updated : Jul 22, 2022, 3:53 PM IST

কলকাতা, 5 অক্টোবর : "অর্জুন বলতে পারবে শার্প শুটার কে এনেছে" । মণীশ শুক্লা খুনের ঘটনায় এই মন্তব্য করলেন ফিরহাদ হাকিম ৷ তিনি প্রশ্ন তুললেন, মণীশ শুক্লা BJP ছেড়ে তৃণমূলে ফিরতে চাইছিলেন তার জন্যই কি তাঁকে হত্যা করা হয়েছে ? বলেন, "মণীশ শুক্লার হত্যা অত্যন্ত দুঃখজনক ঘটনা । মণীশের সঙ্গে আমার গভীর সম্পর্ক ছিল । তাঁর এভাবে মৃত্যু অপ্রত্যাশিত ছিল ।"

তিনি বলেন, "এই হত্যার পিছনে কারা রয়েছে তাদের সামনে নিয়ে আসা হোক । সত্য ঘটনা সকলের সামনে নিয়ে আসতে হবে । পুলিশ তদন্ত করছে ৷ পুলিশের উপর ভরসা রয়েছে ।"

মণীশ হত্যায় প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের ৷

এরপরই বেশ কিছু প্রশ্ন তোলেন তিনি । বলেন, "হত্যার দিন মণীশ শুক্লা অর্জুন সিংয়ের সঙ্গে একই গাড়িতে ছিল । হঠাৎ কৈলাস বিজয়বর্গীয়র ফোন কেন এল অর্জুনের কাছে ? এবং অর্জুন সিং ফোন পেয়েই গাড়ি থেকে নেমে কলকাতায় চলে আসেন । সেই সময় কেন কোনও নিরাপত্তারক্ষী ছিল না মনীশের সঙ্গে !"

ঘটনার পিছনে ষড়যন্ত্রের তত্ত্ব তুলেছেন ফিরহাদ হাকিম । বলেন, "অর্জুন সিংকে জিজ্ঞাসা করা হোক শার্প শুটার কে নিয়ে এসেছিল । মণীশ BJP ছেড়ে তৃণমূলে ফিরতে চাইছিল তাই কি হত্যা করা হল ।"

কলকাতা, 5 অক্টোবর : "অর্জুন বলতে পারবে শার্প শুটার কে এনেছে" । মণীশ শুক্লা খুনের ঘটনায় এই মন্তব্য করলেন ফিরহাদ হাকিম ৷ তিনি প্রশ্ন তুললেন, মণীশ শুক্লা BJP ছেড়ে তৃণমূলে ফিরতে চাইছিলেন তার জন্যই কি তাঁকে হত্যা করা হয়েছে ? বলেন, "মণীশ শুক্লার হত্যা অত্যন্ত দুঃখজনক ঘটনা । মণীশের সঙ্গে আমার গভীর সম্পর্ক ছিল । তাঁর এভাবে মৃত্যু অপ্রত্যাশিত ছিল ।"

তিনি বলেন, "এই হত্যার পিছনে কারা রয়েছে তাদের সামনে নিয়ে আসা হোক । সত্য ঘটনা সকলের সামনে নিয়ে আসতে হবে । পুলিশ তদন্ত করছে ৷ পুলিশের উপর ভরসা রয়েছে ।"

মণীশ হত্যায় প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের ৷

এরপরই বেশ কিছু প্রশ্ন তোলেন তিনি । বলেন, "হত্যার দিন মণীশ শুক্লা অর্জুন সিংয়ের সঙ্গে একই গাড়িতে ছিল । হঠাৎ কৈলাস বিজয়বর্গীয়র ফোন কেন এল অর্জুনের কাছে ? এবং অর্জুন সিং ফোন পেয়েই গাড়ি থেকে নেমে কলকাতায় চলে আসেন । সেই সময় কেন কোনও নিরাপত্তারক্ষী ছিল না মনীশের সঙ্গে !"

ঘটনার পিছনে ষড়যন্ত্রের তত্ত্ব তুলেছেন ফিরহাদ হাকিম । বলেন, "অর্জুন সিংকে জিজ্ঞাসা করা হোক শার্প শুটার কে নিয়ে এসেছিল । মণীশ BJP ছেড়ে তৃণমূলে ফিরতে চাইছিল তাই কি হত্যা করা হল ।"

Last Updated : Jul 22, 2022, 3:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.