ETV Bharat / city

11 বছর পরও পালটায়নি নন্দরাম মার্কেটের চিত্র, অখুশি দমকল

নন্দরাম মার্কেট পরিদর্শনে যান দমকল ও কলকাতা পৌরনিগমের পদস্থ আধিকারিকরা ৷ সেখানের অগ্নিনির্বাপণ ব্যবস্থা একেবারেই খুশি করতে পারেনি দমকলকে ৷

নন্দরাম মার্কেট
author img

By

Published : Jul 29, 2019, 11:55 PM IST

Updated : Jul 30, 2019, 7:25 AM IST

কলকাতা, 29 জুলাই : শিক্ষা নেয়নি নন্দরাম মার্কেট ! 2008 সালের বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর দমকল বিভাগ এবং কলকাতা পৌরনিগমের তরফে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছিল ৷ মাঝে কেটে গেছে 11 বছর ৷ কিন্তু, সেই ত্রুটিগুলি মেরামত করা হয়নি । আজ দমকল বিভাগ এবং পৌরনিগমের তরফে নন্দরাম মার্কেট পরিদর্শন করা হয় ৷ একগুচ্ছ ক্রটি তুলে ধরা হয় ৷

13 তলার মার্কেট । প্রতিটি তলায় প্রচুর দোকান । তার মধ্যেই আজও জতুগৃহ হয়ে দাঁড়িয়েছিল নন্দরাম মার্কেট । 13 জুলাই ফের এই মার্কেটে ফের আগুন লাগে ৷ যা মার্কেটের অগ্নিনির্বাপণ ব্যবস্থাকে ফের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় ৷ এরপর আজ নন্দরাম মার্কেট পরিদর্শনে যান কলকাতা পৌরনিগম এবং দমকলের পদস্থ আধিকারিকরা ৷ বেসমেন্ট থেকে 13 তলা পর্যন্ত পুরোটাই খতিয়ে দেখা হয় । খতিয়ে দেখেন, 2008 সালের পর তৈরি হওয়া পাম্পিং সিস্টেম । কিন্তু, মার্কেটের অগ্নিনির্বাপণ ব্যবস্থা একেবারেই খুশি করতে পারেনি দমকলকে ৷

পরিদর্শনের সময় মার্কেটের 13 তলায় জলের ট্যাঙ্কে জল প্রায় ছিল না ৷ দমকল বিভাগের নির্দিষ্ট পাইপ লাগিয়ে জল বের করার পর দেখা যায়, তার রং লাল । দমকল কর্তাদের বক্তব্য, নিয়মিতভাবে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক রাখা হত তাহলে এরকম হওয়ার কথা নয় । তাছাড়া পাম্প চালানোর পরে দেখা যায় জলের প্রেসার অত্যন্ত কম । এছাড়াও একগুচ্ছ ত্রুটি খুঁজে পায় পরিদর্শক দল ।

পরিদর্শনের পর DG (দমকল) জগমোহন বলেন, "মার্কেটে কোথাও আগুন লাগলে, ঠিক কোন জায়গায় লেগেছে তা বোঝার উপায় নেই । ফলে আগুন যতক্ষণ পর্যন্ত বড় না হচ্ছে, ততক্ষণ বিষয়টি জানা যাবে না । এত বড় মার্কেটের ক্ষেত্রে যা অত্যন্ত চিন্তার বিষয় । এই মার্কেটে আগুনের বিষয়টি লক্ষ্য রাখার জন্য আলাদা একটি রুম থাকা উচিত । সেটা এখানে নেই । ট্যাঙ্কে জল পাইনি । পরে পাম্প চালিয়ে দেখা গেল, জলের প্রেশার অত্যন্ত কম । বিষয়টি খতিয়ে দেখে আমরা কিছু নোট নিয়ে গেলাম । এরপর মার্কেট কর্তৃপক্ষকে কিছু জরুরি পরামর্শ দেওয়া হবে ।"

কলকাতা, 29 জুলাই : শিক্ষা নেয়নি নন্দরাম মার্কেট ! 2008 সালের বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর দমকল বিভাগ এবং কলকাতা পৌরনিগমের তরফে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছিল ৷ মাঝে কেটে গেছে 11 বছর ৷ কিন্তু, সেই ত্রুটিগুলি মেরামত করা হয়নি । আজ দমকল বিভাগ এবং পৌরনিগমের তরফে নন্দরাম মার্কেট পরিদর্শন করা হয় ৷ একগুচ্ছ ক্রটি তুলে ধরা হয় ৷

13 তলার মার্কেট । প্রতিটি তলায় প্রচুর দোকান । তার মধ্যেই আজও জতুগৃহ হয়ে দাঁড়িয়েছিল নন্দরাম মার্কেট । 13 জুলাই ফের এই মার্কেটে ফের আগুন লাগে ৷ যা মার্কেটের অগ্নিনির্বাপণ ব্যবস্থাকে ফের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় ৷ এরপর আজ নন্দরাম মার্কেট পরিদর্শনে যান কলকাতা পৌরনিগম এবং দমকলের পদস্থ আধিকারিকরা ৷ বেসমেন্ট থেকে 13 তলা পর্যন্ত পুরোটাই খতিয়ে দেখা হয় । খতিয়ে দেখেন, 2008 সালের পর তৈরি হওয়া পাম্পিং সিস্টেম । কিন্তু, মার্কেটের অগ্নিনির্বাপণ ব্যবস্থা একেবারেই খুশি করতে পারেনি দমকলকে ৷

পরিদর্শনের সময় মার্কেটের 13 তলায় জলের ট্যাঙ্কে জল প্রায় ছিল না ৷ দমকল বিভাগের নির্দিষ্ট পাইপ লাগিয়ে জল বের করার পর দেখা যায়, তার রং লাল । দমকল কর্তাদের বক্তব্য, নিয়মিতভাবে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক রাখা হত তাহলে এরকম হওয়ার কথা নয় । তাছাড়া পাম্প চালানোর পরে দেখা যায় জলের প্রেসার অত্যন্ত কম । এছাড়াও একগুচ্ছ ত্রুটি খুঁজে পায় পরিদর্শক দল ।

পরিদর্শনের পর DG (দমকল) জগমোহন বলেন, "মার্কেটে কোথাও আগুন লাগলে, ঠিক কোন জায়গায় লেগেছে তা বোঝার উপায় নেই । ফলে আগুন যতক্ষণ পর্যন্ত বড় না হচ্ছে, ততক্ষণ বিষয়টি জানা যাবে না । এত বড় মার্কেটের ক্ষেত্রে যা অত্যন্ত চিন্তার বিষয় । এই মার্কেটে আগুনের বিষয়টি লক্ষ্য রাখার জন্য আলাদা একটি রুম থাকা উচিত । সেটা এখানে নেই । ট্যাঙ্কে জল পাইনি । পরে পাম্প চালিয়ে দেখা গেল, জলের প্রেশার অত্যন্ত কম । বিষয়টি খতিয়ে দেখে আমরা কিছু নোট নিয়ে গেলাম । এরপর মার্কেট কর্তৃপক্ষকে কিছু জরুরি পরামর্শ দেওয়া হবে ।"

Intro:কলকাতা, ২৯ জুলাই: শিক্ষা নেয়নি নন্দরাম মার্কেট! ২০০৮ সালের বিধ্বংসী অগ্নিকান্ডের পর দমকল বিভাগ এবং কলকাতা পৌর নিগমের পক্ষ থেকে দেওয়া হয়েছিল একগুচ্ছ পরামর্শ। কিন্তু 11 বছরেও ত্রুটি মেরামত হল না। আজ দমকল বিভাগ এবং পৌর নিগমের পক্ষ থেকে নন্দরাম মার্কেট পরিদর্শনের পর একগুচ্ছ ত্রুটির কথা জানালেন DG ফায়ার জগমোহন। Body:13 তলার মার্কেট। প্রতিটি তলায় প্রচুর দোকান। তার মাঝেই আজও জতুগৃহ হয়ে দাঁড়িয়ে রয়েছে নন্দরাম মার্কেট। গত 13 ই জুলাই এই মার্কেটে লাগা আগুন বেআব্রু করে দিল সেই বিষয়টাই। সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জেরে আজ কলকাতা কর্পোরেশন এবং দমকল বিভাগের পক্ষ থেকে উচ্চপদস্থ আধিকারিকরা এই মার্কেট পরিদর্শন করে। বেসমেন্ট থেকে 13 তলা পর্যন্ত পুরোটাই খতিয়ে দেখেন আধিকারিকরা। খতিয়ে দেখেন ২০০৮ সালের পর তৈরি হওয়া পাম্পিং সিস্টেম। 13 তলায় যখন জলের ট্যাঙ্ক পরিদর্শন করছিল পরিদর্শক দল তখন তাতে জল ছিল না বললেই চলে। দমকল বিভাগের নির্দিষ্ট পাইপ লাগিয়ে যখন থেকে জল বের করা হয়, তখন তাতে দেখা যায় লাল জল। দমকল কর্তাদের অভিমত, যদি নিয়মিতভাবে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক রাখা হত, তবে এমটা হওয়ার কথা ছিল না। তাছাড়া পাম্প চালানোর পরেও দেখা যায় জলের প্রেসার অত্যন্ত কম। এছাড়াও একগুচ্ছ ত্রুটি খুঁজে পায় পরিদর্শক দল।
Conclusion:পরিদর্শনের পর জগমোহন বলেন, “ মার্কেটে কোথাও আগুন লাগলে, ঠিক কোন জায়গায় তা লেগেছে তা বোঝার উপায় নেই। ফলে আগুন যতক্ষণ পর্যন্ত বড় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিষয়টি জানা যাবে না। এত বড় মার্কেট এর ক্ষেত্রে যা অত্যন্ত চিন্তার বিষয়। এই মার্কেটে একটা আগুনের বিষয়টি লক্ষ্য রাখার জন্য আলাদা রুম থাকা উচিত। সেই রুম এখানে নেই। ট্যাঙ্কে জল পাইনি। পরে পাম্প চালিয়ে দেখা গেল জলের প্রেশার অত্যন্ত কম। পুরো বিষয়টি খতিয়ে দেখে আমরা কিছু নোট নিয়ে গেলাম। এরপর মার্কেট কর্তৃপক্ষকে কিছু জরুরী পরামর্শ দেওয়া হবে।"
Last Updated : Jul 30, 2019, 7:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.