ETV Bharat / city

কলকাতা মেডিকেলের CCU-তে আচমকা আগুনের ফুলকি-ধোঁয়া, রক্ষা পেলেন রোগীরা

author img

By

Published : Oct 3, 2020, 6:39 AM IST

কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের গ্রিন বিল্ডিংয়ের CCU-এর একটি ভেন্টিলেটর মেশিন থেকে আচমকা আগুনের ফুলকি এবং ধোঁয়া বের হতে থাকে । আতঙ্কিত হয়ে পড়েন রোগীরা ৷

ছবি
ছবি

কলকাতা, 3 অক্টোবর : আগুনের জেরে ঘটে যেতে পারত বড় ধরনের বিপদ । কিন্তু, কর্তৃপক্ষের তৎপরতায় রক্ষা পেলেন CCU-তে COVID-19-এ আক্রান্ত সন্দেহে ভরতি রোগীরা । এড়ানো গেল বড় ধরনের বিপদ । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই ।

কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, এখানকার গ্রিন বিল্ডিংয়ের CCU-র একটি ভেন্টিলেটর মেশিন থেকে আচমকা আগুনের ফুলকি এবং ধোঁয়া বের হতে থাকে । এই ঘটনার জেরে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন আতঙ্ক । কীভাবে রক্ষা পাবেন তাঁদের রোগী, এমন ভাবনায় রোগীর পরিজনদের মধ্যে কার্যত ছুটোছুটি পড়ে যায় । উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁরা । খবর পেয়ে দ্রুত হাসপাতালের পূর্তকর্মীরা ঘটনাস্থানে গিয়ে ওই ভেন্টিলেটরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন । হাসপাতালের আধিকারিক এবং পুলিশ দ্রুত ঘটনাস্থানে পৌঁছে যায় । ততক্ষণে অবশ্য আগুনের আর কোনও ফুলকি এবং ধোঁয়া বের হয়নি । ওই ভেন্টিলেটর মেশিনটিকে CCU থেকে বের করে আনা হয় ।

কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালকে টারশিয়ারি লেভেলের COVID হাসপাতাল হিসাবে চালুর পর থেকে, এখানকার গ্রিন বিল্ডিংয়ে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন (SARI)-এর রোগীদের ভরতি রাখা হয় । COVID-19-এ আক্রান্ত সন্দেহের এই রোগীদের মধ্যে যাঁদের শারীরিক অবস্থা গুরুতর, তাঁদের এই বিল্ডিংয়ের CCU-তে রাখা হয় । ঠিক কোন কারণে ভেন্টিলেটরের ওই মেশিন থেকে আগুনের ফুলকি এবং ধোঁয়া বের হয়েছিল, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে । হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রয়েছে বলেও জানা গিয়েছে ।

কলকাতা, 3 অক্টোবর : আগুনের জেরে ঘটে যেতে পারত বড় ধরনের বিপদ । কিন্তু, কর্তৃপক্ষের তৎপরতায় রক্ষা পেলেন CCU-তে COVID-19-এ আক্রান্ত সন্দেহে ভরতি রোগীরা । এড়ানো গেল বড় ধরনের বিপদ । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই ।

কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, এখানকার গ্রিন বিল্ডিংয়ের CCU-র একটি ভেন্টিলেটর মেশিন থেকে আচমকা আগুনের ফুলকি এবং ধোঁয়া বের হতে থাকে । এই ঘটনার জেরে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন আতঙ্ক । কীভাবে রক্ষা পাবেন তাঁদের রোগী, এমন ভাবনায় রোগীর পরিজনদের মধ্যে কার্যত ছুটোছুটি পড়ে যায় । উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁরা । খবর পেয়ে দ্রুত হাসপাতালের পূর্তকর্মীরা ঘটনাস্থানে গিয়ে ওই ভেন্টিলেটরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন । হাসপাতালের আধিকারিক এবং পুলিশ দ্রুত ঘটনাস্থানে পৌঁছে যায় । ততক্ষণে অবশ্য আগুনের আর কোনও ফুলকি এবং ধোঁয়া বের হয়নি । ওই ভেন্টিলেটর মেশিনটিকে CCU থেকে বের করে আনা হয় ।

কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালকে টারশিয়ারি লেভেলের COVID হাসপাতাল হিসাবে চালুর পর থেকে, এখানকার গ্রিন বিল্ডিংয়ে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন (SARI)-এর রোগীদের ভরতি রাখা হয় । COVID-19-এ আক্রান্ত সন্দেহের এই রোগীদের মধ্যে যাঁদের শারীরিক অবস্থা গুরুতর, তাঁদের এই বিল্ডিংয়ের CCU-তে রাখা হয় । ঠিক কোন কারণে ভেন্টিলেটরের ওই মেশিন থেকে আগুনের ফুলকি এবং ধোঁয়া বের হয়েছিল, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে । হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রয়েছে বলেও জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.