ETV Bharat / city

শহিদ বাবলু, সন্দীপের পরিবারকে আজীবন বিনামূল্যে ওষুধ

পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ এ রাজ্যের দুই জওয়ানের পরিবার বিনামূল্যে ওষুধ পাবে। এই দুই পরিবারের সদস্যরা যতদিন বেঁচে থাকবেন এবং যত রকমের ওষুধের প্রয়োজন দেখা দেবে, তত দিন সেই সব ওষুধ তাঁদের বিনামূল্যে সরবরাহ করবে ওষুধ ব্যবসায়ীদের একটি সংগঠন।

author img

By

Published : Mar 14, 2019, 11:47 PM IST

শহিদ বাবলু, সন্দীপের পরিবারকে আজীবন বিনামূল্যে ওষুধ

কলকাতা, ১৪ মার্চ : পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ এ রাজ্যের দুই জওয়ানের পরিবার বিনামূল্যে ওষুধ পাবে। এই দুই পরিবারের সদস্যরা যতদিন বেঁচে থাকবেন এবং যত রকমের ওষুধের প্রয়োজন দেখা দেবে, তত দিন সেই সব ওষুধ তাঁদের বিনামূল্যে সরবরাহ করবে ওষুধ ব্যবসায়ীদের একটি সংগঠন।

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় শহিদ জওয়ানদের মধ্যে ছিলেন হাওড়ার বাবলু সাঁতরা এবং নদিয়ার সন্দীপ বিশ্বাস। রাজ্যের শহিদ CRPF জওয়ানের পরিবারের সদস্যদের জন্য আজীবন বিনামূল্যে যাবতীয় ওষুধ সরবরাহের কথা বলেছে ওষুধ ব্যবসায়ীদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন।

সংগঠনের সাধারণ সম্পাদক সুবোধকুমার ঘোষ বলেন, "কাশ্মীরে শহিদ জওয়ানদের দুই জন পশ্চিমবঙ্গের। তাঁদের পরিবারের হাতে আমরা ফ্রি মেডিসিন কার্ড তুলে দিয়েছি। এই দু'জনের বাবা-মা, স্ত্রী, মেয়ে যতদিন বেঁচে থাকবেন, তত দিন বিনামূল্যে তাঁরা যে কোনও ধরনের ওষুধ পাবেন।"

তিনি আরও বলেন, "বাড়ির কাছে যে দোকান থেকে ওষুধ নেবেন শহিদ বাবলু সাঁতরা এবং সন্দীপ বিশ্বাসের পরিবারের সদস্যরা, সেই দোকানিদেরও চিঠি দিয়ে আমরা জানিয়ে দিয়েছি বিষয়টি। ওই দোকানে মেডিসিন কার্ড দেখালেই যে কোনও ওষুধ পাবেন এই দুই পরিবারের বর্তমান সদস্যরা।"

মাসের শেষে সংগঠনের রাজ্য অফিসে ওই দোকানিরা ওষুধের জন্য বিল জমা দিলে, ওষুধের জন্য তাঁদের টাকা দিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন এই সংগঠনের সাধারণ সম্পাদক।

কলকাতা, ১৪ মার্চ : পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ এ রাজ্যের দুই জওয়ানের পরিবার বিনামূল্যে ওষুধ পাবে। এই দুই পরিবারের সদস্যরা যতদিন বেঁচে থাকবেন এবং যত রকমের ওষুধের প্রয়োজন দেখা দেবে, তত দিন সেই সব ওষুধ তাঁদের বিনামূল্যে সরবরাহ করবে ওষুধ ব্যবসায়ীদের একটি সংগঠন।

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় শহিদ জওয়ানদের মধ্যে ছিলেন হাওড়ার বাবলু সাঁতরা এবং নদিয়ার সন্দীপ বিশ্বাস। রাজ্যের শহিদ CRPF জওয়ানের পরিবারের সদস্যদের জন্য আজীবন বিনামূল্যে যাবতীয় ওষুধ সরবরাহের কথা বলেছে ওষুধ ব্যবসায়ীদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন।

সংগঠনের সাধারণ সম্পাদক সুবোধকুমার ঘোষ বলেন, "কাশ্মীরে শহিদ জওয়ানদের দুই জন পশ্চিমবঙ্গের। তাঁদের পরিবারের হাতে আমরা ফ্রি মেডিসিন কার্ড তুলে দিয়েছি। এই দু'জনের বাবা-মা, স্ত্রী, মেয়ে যতদিন বেঁচে থাকবেন, তত দিন বিনামূল্যে তাঁরা যে কোনও ধরনের ওষুধ পাবেন।"

তিনি আরও বলেন, "বাড়ির কাছে যে দোকান থেকে ওষুধ নেবেন শহিদ বাবলু সাঁতরা এবং সন্দীপ বিশ্বাসের পরিবারের সদস্যরা, সেই দোকানিদেরও চিঠি দিয়ে আমরা জানিয়ে দিয়েছি বিষয়টি। ওই দোকানে মেডিসিন কার্ড দেখালেই যে কোনও ওষুধ পাবেন এই দুই পরিবারের বর্তমান সদস্যরা।"

মাসের শেষে সংগঠনের রাজ্য অফিসে ওই দোকানিরা ওষুধের জন্য বিল জমা দিলে, ওষুধের জন্য তাঁদের টাকা দিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন এই সংগঠনের সাধারণ সম্পাদক।

কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ, ধৃত ১ বনগাঁ: কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। ধৃতের নাম নৃপেন রায়। বাড়ি স্থানীয় ট্যাংরা কলোনি এলাকায়। সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বনগাঁ থানার ট্যাংরা কলোনি এলাকার প্রতিবেশী কিশোরীকে ভুলিয়ে ভালিয়ে গঙ্গাসাগর এলাকায় নিয়ে যায় নৃপেন। ওই কিশোরীর বাড়ির লোকেরা খোঁজখবর করে জানতে পারে নৃপেন তাদের নাবালিকাকে নিয়ে গিয়েছে। তারপর থানার দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। নৃপেনের নামে অপহরণের অভিযোগ করেনে তাঁরা। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। পুলিশ সূত্র মারফত খবর পায়, গঙ্গাসাগর এলাকায় নৃপেন ওই কিশোরীকে নিয়ে গা-ঢাকা দিয়ে রয়েছে। বুধবার সেখানে হানা দিয়ে নৃপেনকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় নাবালিকা। নাবালিকা অপহরণ করে ধর্ষণের অভিযোগে বৃহস্পাতিবার সকালে ধৃতকে নিজেদের হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠায় পুলিশ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.