ETV Bharat / city

মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে, পরীক্ষা বাতিল ২ পরীক্ষার্থীর

মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ধরা পড়ার পর দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হল।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Feb 28, 2019, 9:35 PM IST

Updated : Feb 28, 2019, 11:18 PM IST

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি : মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ধরা পড়ায় দুই পরীক্ষার্থীর আজকের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। দুই পরীক্ষার্থীর মধ্যে একজন কলকাতার শ্যামবাজারের একটি পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ধরা পড়েছে। অন্যজন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের একটি পরীক্ষাকেন্দ্র থেকে ধরা পড়েছে। অন্যদিকে, দুটি প্রধান পরীক্ষা হয়ে যাওয়ায় পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময়সীমা কিছুটা শিথিল করল সংসদ। পরের পরীক্ষাগুলিতে পরীক্ষার্থীদের সকাল ৯টার পরিবর্তে ৯টা১৫ মিনিটে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করার অনুমতি দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।


প্রথম পরীক্ষার দিন পরীক্ষার হলে মোবাইল ব্যবহার করতে গিয়ে ধরা পড়ায় পাঁচজন পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল। আজ কেন শুধু পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হল? সংসদ সভাপতি মহুয়া দাস বলেন, “ওরা হলে মোবাইল নিয়ে গেছিল। সঙ্গে সঙ্গে তা সিজ় করা হয়েছে। ওরা টুকতে গিয়ে ধরা পড়েনি সেরকমভাবে।”

৯ টার বদলে ৯টা ১৫ মিনিটে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি নিয়ে মহুয়া দাস বলেন, “জেনেরাল পরীক্ষা যেখানে অনেক বেশি পরিমাণে ছাত্র-ছাত্রী উপস্থিত হয়, তাদের খোঁজখবর করতে, রাস্তাঘাট খুঁজতে, পরীক্ষাকেন্দ্র খুঁজতে দেরি হয়। এখন মেজর দুটো পরীক্ষা হয়ে গেছে। এখন কম সংখ্যক পরীক্ষার্থী রোজ রোজ আসবে। সুতরাং, এটা একটু শিথিল করে দেওয়া হয়েছে।”

undefined

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি : মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ধরা পড়ায় দুই পরীক্ষার্থীর আজকের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। দুই পরীক্ষার্থীর মধ্যে একজন কলকাতার শ্যামবাজারের একটি পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ধরা পড়েছে। অন্যজন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের একটি পরীক্ষাকেন্দ্র থেকে ধরা পড়েছে। অন্যদিকে, দুটি প্রধান পরীক্ষা হয়ে যাওয়ায় পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময়সীমা কিছুটা শিথিল করল সংসদ। পরের পরীক্ষাগুলিতে পরীক্ষার্থীদের সকাল ৯টার পরিবর্তে ৯টা১৫ মিনিটে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করার অনুমতি দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।


প্রথম পরীক্ষার দিন পরীক্ষার হলে মোবাইল ব্যবহার করতে গিয়ে ধরা পড়ায় পাঁচজন পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল। আজ কেন শুধু পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হল? সংসদ সভাপতি মহুয়া দাস বলেন, “ওরা হলে মোবাইল নিয়ে গেছিল। সঙ্গে সঙ্গে তা সিজ় করা হয়েছে। ওরা টুকতে গিয়ে ধরা পড়েনি সেরকমভাবে।”

৯ টার বদলে ৯টা ১৫ মিনিটে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি নিয়ে মহুয়া দাস বলেন, “জেনেরাল পরীক্ষা যেখানে অনেক বেশি পরিমাণে ছাত্র-ছাত্রী উপস্থিত হয়, তাদের খোঁজখবর করতে, রাস্তাঘাট খুঁজতে, পরীক্ষাকেন্দ্র খুঁজতে দেরি হয়। এখন মেজর দুটো পরীক্ষা হয়ে গেছে। এখন কম সংখ্যক পরীক্ষার্থী রোজ রোজ আসবে। সুতরাং, এটা একটু শিথিল করে দেওয়া হয়েছে।”

undefined
sample description
Last Updated : Feb 28, 2019, 11:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.