ETV Bharat / city

বিক্ষোভের জেরে আগামীকালও বাতিল একাধিক ট্রেন - পূর্ব রেল

আজ ও কাল বিক্ষোভের জেরে বাতিল একাধিক ট্রেন । আগামীকাল বাতিল ট্রেন 12703 হাওড়া-সেকেন্দরাবাদ ফলকনুমা এক্সপ্রেস, 12665 হাওড়া-কন্যাকুমারী এক্সপ্রেস, 06009 সাঁতরাগাছি-পুদুচেরি স্পেশাল ।

CAB protest
প্রতীকী ছবি
author img

By

Published : Dec 15, 2019, 8:26 PM IST

Updated : Dec 15, 2019, 10:39 PM IST

কলকাতা, 15 ডিসেম্বর : বিক্ষোভের জেরে আজও বাতিল একাধিক ট্রেন । শিয়ালদা ডিভিশনের বারাসত-হাসনাবাদ লাইনে ভ্যাবলা হল্ট স্টেশনে আজ সকালে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা । যার জেরে একটি ডাউন ট্রেন দেরিতে চলে । অন্যদিকে শিয়ালদা ডিভিশনের বারুইপুর-ডায়মন্ড হারবার লাইনের মাঝেরহাট স্টেশনে সকালে বিক্ষোভ দেখায় জনতা । ফলে ওই লাইনের বেশ কয়েকটি লোকাল দেরিতে চলে ।

পূর্ব রেল সূত্রে খবর, নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের বিভিন্ন জায়গায় বহু মানুষ বিক্ষোভ দেখায় ৷ ফলে ব্যাহত হয় ট্রেন চলাচল । বিশেষ করে মালদা টাউন-নিউজলপাইগুড়ি লাইনে বালুকা রোড স্টেশন ও কুমেদপুর স্টেশনে সকাল থেকেই বিক্ষোভ চলে । অন্যদিকে শিয়ালদা দক্ষিণ শাখার আকরা ও নানগি স্টেশনে রেললাইন আটকে বিক্ষোভ দেখায় জনতা । বিক্ষোভের জেরে আটকে যায় পূর্ব রেলের অনেক ট্রেন ।

নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019-র প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ জনতার । শিয়ালদা মেইন লাইনে ও শিয়ালদা দক্ষিণ শাখার বেশ কয়েকটি স্টেশনে গতকাল বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা । সেই সঙ্গে হাওড়া, খড়্গপুর, মালদা ডিভিশন থেকে বিক্ষোভের খবর পাওয়া যায় । ট্রেন লাইনে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখানো হয় । কোথাও সিগনাল রুম, লেভেল ক্রসিংয়ে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা । যার জেরে গতকাল ব্যাহত হয় লোকাল সহ একাধিক দূরপাল্লা ট্রেন ।

আগামীকাল বাতিল ট্রেন :
12703 হাওড়া-সেকেন্দরাবাদ ফলকনুমা এক্সপ্রেস
12665 হাওড়া-কন্যাকুমারী এক্সপ্রেস
06009 সাঁতরাগাছি-পুদুচেরি স্পেশাল

আজ যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে:

12345 আপ হাওড়া-গুয়াহাটি এক্সপ্রেস
13147 আপ শিয়ালদা-বামনঘাটা উত্তরবঙ্গ এক্সপ্রেস
13149 আপ শিয়ালদা-আলিপুরদুয়ার জংশন কাঞ্চনকণ্যা এক্সপ্রেস
13173 আপ শিয়ালদা-আগরতলা এক্সপ্রেস যেটি মালদ টাউন থেকে আজ বেলা 13.55 মিনিটে ছাড়ার কথা ছিল মালদ টাউনে বিক্ষোভের কারণে ট্রেনটি বাতিল করা হয়েছে ।

কলকাতা, 15 ডিসেম্বর : বিক্ষোভের জেরে আজও বাতিল একাধিক ট্রেন । শিয়ালদা ডিভিশনের বারাসত-হাসনাবাদ লাইনে ভ্যাবলা হল্ট স্টেশনে আজ সকালে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা । যার জেরে একটি ডাউন ট্রেন দেরিতে চলে । অন্যদিকে শিয়ালদা ডিভিশনের বারুইপুর-ডায়মন্ড হারবার লাইনের মাঝেরহাট স্টেশনে সকালে বিক্ষোভ দেখায় জনতা । ফলে ওই লাইনের বেশ কয়েকটি লোকাল দেরিতে চলে ।

পূর্ব রেল সূত্রে খবর, নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের বিভিন্ন জায়গায় বহু মানুষ বিক্ষোভ দেখায় ৷ ফলে ব্যাহত হয় ট্রেন চলাচল । বিশেষ করে মালদা টাউন-নিউজলপাইগুড়ি লাইনে বালুকা রোড স্টেশন ও কুমেদপুর স্টেশনে সকাল থেকেই বিক্ষোভ চলে । অন্যদিকে শিয়ালদা দক্ষিণ শাখার আকরা ও নানগি স্টেশনে রেললাইন আটকে বিক্ষোভ দেখায় জনতা । বিক্ষোভের জেরে আটকে যায় পূর্ব রেলের অনেক ট্রেন ।

নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019-র প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ জনতার । শিয়ালদা মেইন লাইনে ও শিয়ালদা দক্ষিণ শাখার বেশ কয়েকটি স্টেশনে গতকাল বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা । সেই সঙ্গে হাওড়া, খড়্গপুর, মালদা ডিভিশন থেকে বিক্ষোভের খবর পাওয়া যায় । ট্রেন লাইনে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখানো হয় । কোথাও সিগনাল রুম, লেভেল ক্রসিংয়ে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা । যার জেরে গতকাল ব্যাহত হয় লোকাল সহ একাধিক দূরপাল্লা ট্রেন ।

আগামীকাল বাতিল ট্রেন :
12703 হাওড়া-সেকেন্দরাবাদ ফলকনুমা এক্সপ্রেস
12665 হাওড়া-কন্যাকুমারী এক্সপ্রেস
06009 সাঁতরাগাছি-পুদুচেরি স্পেশাল

আজ যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে:

12345 আপ হাওড়া-গুয়াহাটি এক্সপ্রেস
13147 আপ শিয়ালদা-বামনঘাটা উত্তরবঙ্গ এক্সপ্রেস
13149 আপ শিয়ালদা-আলিপুরদুয়ার জংশন কাঞ্চনকণ্যা এক্সপ্রেস
13173 আপ শিয়ালদা-আগরতলা এক্সপ্রেস যেটি মালদ টাউন থেকে আজ বেলা 13.55 মিনিটে ছাড়ার কথা ছিল মালদ টাউনে বিক্ষোভের কারণে ট্রেনটি বাতিল করা হয়েছে ।

Intro:শিয়ালদহ ডিভিশনের বারাসতের-হাসনাবাদ সেকশনের ভ্যাবলা হল্ট-রবিবার সকাল 08.17 মিনিট থেকে 08.24 মিনিট পর্যন্ত বিক্ষোভ চলে। এর ফলে একটি ডাউন ই এম ইউ দেরিতে চলে। অন্যদিকে শিয়ালদহ ডিভিশনের বাড়ুইপুর-ডায়েমিন্ড হারবার সেকশনে মাঝেরহাট স্টেশনে সকাল 09.44 মিনিট থেকে 09.53 মিনিট পর্যন্ত বিক্ষোভের ফলে 4টি ই এম ইউ ট্রেন দেরিতে চলে।

পূর্ব রেল সূত্রে খবর নর্থ ইস্ট ফ্রন্টিয়ের রেলওয় কাছে বহু মানুষ বিক্ষোভে ফেটে পড়ে এর ফলে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বিশেষ করে মালদা টাউন নিউ জলপাইগুড়ি সেকশনে বালুকা রোড স্টেশন ও কুমেদপুর স্টেশনে সকাল থেকেই বিক্ষোভ দেখানো চলে। এই বিক্ষোভের জেরে পূর্ব রেলের বহু ট্রেন ওই অঞ্চলে আটকে রয়েছে।
যে ট্রেনগুলো আটকে রয়েছে সেগুলি হল
12364 ডাউন হলদিবাড়ি কলকাতা ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি বাড়ি স্টেশনে আটকে রয়েছে 13174 ডাউন আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি খুরিয়াল স্টেশনে আটকে রয়েছে
02514 ডাউন গৌহাটি সেকেন্দ্রাবাদ স্টেশন ট্রেনটি সুদানি স্টেশনে আটকে রয়েছে।

ওখানে যে ট্রেনগুলি বাতিল করা হল:
12345 আপ হাওড়া গৌহাটি এক্সপ্রেস
13147 আপ শিয়ালদহ বামনঘাটা উত্তর বঙ্গ এক্সপ্রেস
13149 আপ শিয়ালদহ আলিপুরদুয়ার জংশন কাঁচন্যন্য এক্সপ্রেস
অন্যদিকে শিয়ালদা সাউথ সেকশনে আকরা ও নানগি স্টেশনে বিক্ষুব্ধ জনতা রেল লাইন আটকে বিক্ষোভ দেখায়।

13173 আপ শিয়ালদহ-আগরতলা এক্সপ্রেস যেটি মালদ টাউন থেকে আজ বেলা 13.55 মিনিটে ছাড়ার কথা ছিল মালদ টাউনে বিক্ষোভের কারণে ট্রেনটি বাতিল করা হয়েছে।
Body:CopyConclusion:Copy
Last Updated : Dec 15, 2019, 10:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.