ETV Bharat / city

Partha Chatterjee: কলকাতা থেকে শান্তিনিকেতন! পার্থর বিপুল সম্পত্তির 'খোঁজ' পেল ইডি - পার্থর বিপুল পরিমান সম্পত্তির খোঁজ পেল ইডি

বীরভূমে 7টি বাড়ি, 20 বিঘা জমি ৷ দক্ষিণ 24 পরগনায় চার হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট ৷ কলকাতাতে একাধিক ফ্ল্যাট-জমি ৷ পার্থ চট্টোপাধ্যায়ের বিপুল সম্পত্তির হদিশ পেল গোয়েন্দারা (Enforcement Directorate finds huge amount of property of Partha Chatterjee) ৷

Partha Chatterjee Wealth
Partha Chatterjee Wealth
author img

By

Published : Jul 25, 2022, 8:04 PM IST

কলকাতা, 25 জুলাই: পার্থ চট্টোপাধ্যায়ের নামে-বেনামে একাধিক সম্পত্তির হদিশ পাচ্ছেন গোয়েন্দারা । ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা গিয়েছে, হাওড়ার ডোমজুড় এবং দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় প্রায় চার হাজার স্কোয়ার ফিটের জমি রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নামে । পাশাপাশি শান্তিনিকেতনে চার হাজার স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট রয়েছে যার দাম কয়েক কোটি টাকা । এছাড়াও বীরভূমের বিভিন্ন জায়গায় রাজ্যের শিল্পমন্ত্রীর নামে 7টি বাড়ি এবং 20 বিঘা জমি রয়েছে (Enforcement Directorate finds huge amount of property of Partha Chatterjee) ।

তিলোত্তমা এবং তার পার্শ্ববর্তী শহরগুলিতেও একাধিক ফ্ল্যাট-জমি রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর নামে । ইডি সূত্রে খবর, মূলত এই সমস্ত জায়গায় গিয়ে তল্লাশি অভিযান চালানো অত্যন্ত প্রয়োজন বলেই মনে করছেন গোয়েন্দারা ।

আরও পড়ুন : কে কার বন্ধু, আমি কী করে জানব ; অর্পিতার তৃণমূল যোগ নিয়ে মন্তব্য মমতার

নিয়োগ দুর্নীতি-কাণ্ডে তৎকালীন শিক্ষামন্ত্রীকে ইতিমধ্যেই আর্থিক তছরূপের অভিযোগে গ্রেফতার করা হয়েছে । এরপরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে পড়েন পার্থ 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায় । তাঁর দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে প্রায় 22 কোটি টাকা । 79 লক্ষ টাকার সোনার গয়না, বিদেশী মুদ্রা, একাধিক মোবাইল ফোন । গোয়েন্দাদের অনুমান, পার্থ চট্টোপাধ্যায়ের এই বিপুল অংকের সম্পত্তির হদিশ পেতে আরও বেশ কিছুদিন সময় লাগবে ।

কলকাতা, 25 জুলাই: পার্থ চট্টোপাধ্যায়ের নামে-বেনামে একাধিক সম্পত্তির হদিশ পাচ্ছেন গোয়েন্দারা । ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা গিয়েছে, হাওড়ার ডোমজুড় এবং দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় প্রায় চার হাজার স্কোয়ার ফিটের জমি রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নামে । পাশাপাশি শান্তিনিকেতনে চার হাজার স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট রয়েছে যার দাম কয়েক কোটি টাকা । এছাড়াও বীরভূমের বিভিন্ন জায়গায় রাজ্যের শিল্পমন্ত্রীর নামে 7টি বাড়ি এবং 20 বিঘা জমি রয়েছে (Enforcement Directorate finds huge amount of property of Partha Chatterjee) ।

তিলোত্তমা এবং তার পার্শ্ববর্তী শহরগুলিতেও একাধিক ফ্ল্যাট-জমি রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর নামে । ইডি সূত্রে খবর, মূলত এই সমস্ত জায়গায় গিয়ে তল্লাশি অভিযান চালানো অত্যন্ত প্রয়োজন বলেই মনে করছেন গোয়েন্দারা ।

আরও পড়ুন : কে কার বন্ধু, আমি কী করে জানব ; অর্পিতার তৃণমূল যোগ নিয়ে মন্তব্য মমতার

নিয়োগ দুর্নীতি-কাণ্ডে তৎকালীন শিক্ষামন্ত্রীকে ইতিমধ্যেই আর্থিক তছরূপের অভিযোগে গ্রেফতার করা হয়েছে । এরপরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে পড়েন পার্থ 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায় । তাঁর দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে প্রায় 22 কোটি টাকা । 79 লক্ষ টাকার সোনার গয়না, বিদেশী মুদ্রা, একাধিক মোবাইল ফোন । গোয়েন্দাদের অনুমান, পার্থ চট্টোপাধ্যায়ের এই বিপুল অংকের সম্পত্তির হদিশ পেতে আরও বেশ কিছুদিন সময় লাগবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.