ETV Bharat / city

মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

একাধিক বাজারে অভিয়ান চালিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ।

মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কলকাতার বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কলকাতার বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
author img

By

Published : Nov 6, 2020, 9:54 AM IST

Updated : Nov 6, 2020, 11:34 AM IST

কলকাতা, 6 নভেম্বর : আলু, পিঁয়াজ, সবজির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কলকাতার বিভিন্ন বাজারে অভিযান চালাল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ৷ সরকারি টাস্কফোর্স দাম বেঁধে দিলেও ক্রেতাদের থেকে বেশি দাম নেওয়া হচ্ছিল বলে অভিযোগ ৷

কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি দল আজ নিউ মার্কেট এলাকায় অভিযান চালায় । পাইকারি ব্যবসায়ীরা 25 মেট্রিক টন অর্থাৎ 25 হাজার কেজির বেশি পিঁয়াজ মজুত রাখতে পারবেন না । খুচরো ব্যবসায়ীরা 2 মেট্রিক টন অর্থাৎ 2 হাজার কেজির বেশি পিঁয়াজ মজুত রাখতে পারবেন না বলে ব্যবসায়ীদের সতর্ক করেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা ৷ পাশাপাশি যাঁরা কোনও রসিদ ছাড়াই কেনাবেচা করছে তাঁদেরও সতর্ক করা হয় ৷

মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

পাইকারি বাজারে 45 টাকা কেজি দরে পিঁয়াজ বিক্রি করা হচ্ছে । খুচরো বাজারে 50 থেকে 55 টাকা কেজি দরে পিঁয়াজ বিক্রি হওয়ার কথা । কিন্তু কোথাও কোথাও তা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে ৷ গতকাল কলকাতা এবং সংলগ্ন এলাকায় জ্যোতি আলু বিক্রি হয়েছে 40 টাকা কেজি দরে । চন্দ্রমুখীর দাম ঘোরাফেরা করেছে 46 থেকে 50 টাকার আশপাশে । তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সবজির দাম । কোথাও কোথাও পটলের দাম কিলো প্রতি 80 টাকা ছুঁয়েছে । টম্যাটো বিক্রি হচ্ছে কেজি প্রতি 80 টাকায় ৷ কাঁচা লঙ্কার দাম কোথাও 200 টাকা কোথাও আবার 250 টাকা ৷ ‌ঢ্যাড়স বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 টাকা থেকে 60 টাকা দরে ৷

কলকাতা, 6 নভেম্বর : আলু, পিঁয়াজ, সবজির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কলকাতার বিভিন্ন বাজারে অভিযান চালাল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ৷ সরকারি টাস্কফোর্স দাম বেঁধে দিলেও ক্রেতাদের থেকে বেশি দাম নেওয়া হচ্ছিল বলে অভিযোগ ৷

কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের একটি দল আজ নিউ মার্কেট এলাকায় অভিযান চালায় । পাইকারি ব্যবসায়ীরা 25 মেট্রিক টন অর্থাৎ 25 হাজার কেজির বেশি পিঁয়াজ মজুত রাখতে পারবেন না । খুচরো ব্যবসায়ীরা 2 মেট্রিক টন অর্থাৎ 2 হাজার কেজির বেশি পিঁয়াজ মজুত রাখতে পারবেন না বলে ব্যবসায়ীদের সতর্ক করেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা ৷ পাশাপাশি যাঁরা কোনও রসিদ ছাড়াই কেনাবেচা করছে তাঁদেরও সতর্ক করা হয় ৷

মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

পাইকারি বাজারে 45 টাকা কেজি দরে পিঁয়াজ বিক্রি করা হচ্ছে । খুচরো বাজারে 50 থেকে 55 টাকা কেজি দরে পিঁয়াজ বিক্রি হওয়ার কথা । কিন্তু কোথাও কোথাও তা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে ৷ গতকাল কলকাতা এবং সংলগ্ন এলাকায় জ্যোতি আলু বিক্রি হয়েছে 40 টাকা কেজি দরে । চন্দ্রমুখীর দাম ঘোরাফেরা করেছে 46 থেকে 50 টাকার আশপাশে । তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সবজির দাম । কোথাও কোথাও পটলের দাম কিলো প্রতি 80 টাকা ছুঁয়েছে । টম্যাটো বিক্রি হচ্ছে কেজি প্রতি 80 টাকায় ৷ কাঁচা লঙ্কার দাম কোথাও 200 টাকা কোথাও আবার 250 টাকা ৷ ‌ঢ্যাড়স বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 টাকা থেকে 60 টাকা দরে ৷

Last Updated : Nov 6, 2020, 11:34 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.