ETV Bharat / city

জনতা কারফিউ, শুনশান কলকাতা - coronavirus precautions

কলকাতা ছিল শুনশান

coronavirus precautions
কলকাতা ছিল শুনশান
author img

By

Published : Mar 23, 2020, 3:04 AM IST

কলকাতা, 23 মার্চ : রবিবার ব্যস্ত কলকাতা ছিল শুনশান। কোরোনার মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 14 ঘণ্টা জনতা কারফিউয়ের ডাক দিয়েছিলেন । তাই রাজ্যের অন্যান্য জায়গার মতো কলকাতায় মানুষজন সকাল থেকে গৃহবন্দী । টলিপাড়াকে অচেনা লাগছিল ।

ধর্মতলা , সেন্ট্রাল অ্যাভিনিউ, শ্যামবাজার, ময়দান, শিয়ালদা, প্রতিটি জায়গা জনশূণ্য। রাস্তায় মানুষজন ছিল না বললেই চলে । বিশেষ প্রয়োজন ছাড়া কেউই রাস্তায় বের হয়নি।

সকাল 7 টা থেকে রাত 9 টা অবদি ঘরবন্দী ছিল মানুষ । রাজ্যসরকার রেস্তোঁরা, বার, নাইটক্লাব, পার্ক, মিউজিয়াম থেকে শুরু করে এমনকি আলিপুর চিড়িয়াখানাও ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ।

কলকাতা, 23 মার্চ : রবিবার ব্যস্ত কলকাতা ছিল শুনশান। কোরোনার মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 14 ঘণ্টা জনতা কারফিউয়ের ডাক দিয়েছিলেন । তাই রাজ্যের অন্যান্য জায়গার মতো কলকাতায় মানুষজন সকাল থেকে গৃহবন্দী । টলিপাড়াকে অচেনা লাগছিল ।

ধর্মতলা , সেন্ট্রাল অ্যাভিনিউ, শ্যামবাজার, ময়দান, শিয়ালদা, প্রতিটি জায়গা জনশূণ্য। রাস্তায় মানুষজন ছিল না বললেই চলে । বিশেষ প্রয়োজন ছাড়া কেউই রাস্তায় বের হয়নি।

সকাল 7 টা থেকে রাত 9 টা অবদি ঘরবন্দী ছিল মানুষ । রাজ্যসরকার রেস্তোঁরা, বার, নাইটক্লাব, পার্ক, মিউজিয়াম থেকে শুরু করে এমনকি আলিপুর চিড়িয়াখানাও ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.