কলকাতা, 25 জুলাই: এবার শিক্ষক দুর্নীতি কাণ্ডে(SSC recruitment scam) শুধু পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) এবং তার 'ঘনিষ্ঠ' নয়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(Enforcement Directorate)নজরে অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Mukherjee)মামার বাড়ির বেশ কয়েকজন আত্মীয় । ইডি সূত্রের খবর, অর্পিতার মামার বাড়ি-সহ তাঁর একাধিক আত্মীয়র বিস্তারিত বিবরণ ইতিমধ্যেই সংগ্রহ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । পাশাপাশি অর্পিতা মুখোপাধ্যায়ের হুগলির জাঙ্গিপাড়ায় মাথুয়াবাটিতে তাঁর মামার বাড়ির বেশ কয়েকজনকে সরাসরি জিজ্ঞাসাবাদ(interrogation) করতে চান ইডি(ED)।
জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় বেশ কয়েকবার অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে হুগলির জাঙ্গিপাড়ায় তাঁর মামার বাড়িতে গিয়েছিলেন । পার্থর সঙ্গে আলাপ হওয়ার পরেই অর্পিতার বেশ কয়েকজন আত্মীয় সরকারি চাকরি পেয়েছেন । ফলে এবার প্রশ্ন উঠেছে কীভাবে অর্পিতার বেশ কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় আচমকাই চাকরি-সহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পেয়ে গেলেন ।
আরও পড়ুন: জাঙ্গিপাড়াতেও বাড়ি আছে অর্পিতার, স্থানীয়দের দাবি যেতেন পার্থও
তাই এই ঘটনায় শুধুমাত্র অর্পিতা মুখোপাধ্যায় নয় বরং তাঁর মামার বাড়ি এবং বেশ কয়েকজন আত্মীয়-স্বজন ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর নজরে রয়েছে । ফলে এবার তাঁদের জিজ্ঞাসাবাদ করে এই যাবতীয় ঘটনার রহস্য উন্মোচন করতে চান ইডির গোয়েন্দারা ।