কলকাতা, 31 অগস্ট : নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Bengal Recruitment Scam) আরও বিপাকে পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) ৷ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর নামে নতুন একটি কোম্পানির হদিশ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ বুধবার আদালতে ইডির তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে এখন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ৷ তাঁর ঠিকানা এখন প্রেসিডেন্সি সংশোধনাগার ৷ এদিন সেখান থেকেই তাঁকে ভার্চুয়ালি আদালতে পেশ করে ইডি (ED) ৷ তার পর শুনানিতে পার্থ চট্টোপাধ্য়ায়ের বিরুদ্ধে তদন্তে কী কী তথ্য উঠে এসেছে, তা তুলে ধরে আর্থিক দুর্নীতির তদন্তকারী এই কেন্দ্রীয় সংস্থা ৷
সেই তথ্যের মধ্যেই ছিল পার্থ চট্টোপাধ্যায়ের নামে নতুন কোম্পানির বিষয়টি ৷ ইডি সূত্রে খবর, ওই কোম্পানির নাম সিমবায়োসিস মার্চেন্ট প্রাইভেট লিমিটেড ৷ প্রথমে ওই কোম্পানির একটি শেয়ারের দাম ছিল 10 টাকা ৷ পরে তা বেড়ে হয়ে যায় এক হাজার টাকা ৷ গোয়েন্দাদের সন্দেহ, নিয়োগ দুর্নীতি থেকে পাওয়া কোটি কোটি কালো টাকা সাদা করতেই ওই কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি করা হয়েছিল ৷ ওই টাকার পরিমাণ 2 কোটি 70 লক্ষ ৷ পুরো বিষয়টিই পার্থ চট্টোপাধ্যায়ের মদতে হয়েছে বলে ইডির গোয়েন্দারা মনে করছে ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে জুলাইয়ের শেষে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি ৷ সেদিনই আরও অনেক জায়গায় তল্লাশি চলে ৷ তার মধ্যে একটি ছিল পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) দক্ষিণ কলকাতার ফ্ল্যাট ৷ সেই ফ্ল্যাট থেকে প্রায় 22 কোটি টাকা উদ্ধার করে ইডি ৷ তার পরই পার্থ ও অর্পিতাকে গ্রেফতার করা হয় ৷
এর পর তদন্ত যত এগিয়েছে পার্থ ও অর্পিতার সম্পত্তির একাধিক নথি মিলেছে ৷ অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে প্রায় 28 কোটি টাকা, কয়েক কোটি টাকার গয়না উদ্ধার হয় ৷ এবার পার্থর নামে নতুন একটি কোম্পানির হদিশ মিলল ৷ ওয়াকিবহাল মহলের মতে, এই সব তথ্য নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের সমস্যা আরও বাড়াবে ৷
আরও পড়ুন : যে কোনও শর্তে পার্থকে জামিন দেওয়া হোক, ভার্চুয়াল শুনানিতে দাবি আইনজীবীর