ETV Bharat / city

Bikash Mishra's Income Source : বিকাশ মিশ্রের আয়ের হিসেব মেলাতে গিয়ে নাজেহাল ইডির গোয়েন্দারা

কয়লা ও গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র ৷ তাঁর সম্পত্তি ও আয়ের হিসেব করতে গিয়ে নাকানি-চোবানি খেতে হচ্ছে ইডির গোয়েন্দাদের (ED officials puzzle over how to calculate Bikash Mishra source of income) ৷

ed-officials-puzzle-over-how-to-calculate-bikash-mishra-source-of-income
Bikash Mishra's Income Source : বিকাশ মিশ্রের আয়ের হিসেব মেলাত গিয়ে নাজেহাল ইডির গোয়েন্দারা
author img

By

Published : Apr 21, 2022, 7:15 PM IST

Updated : Apr 21, 2022, 7:34 PM IST

কলকাতা, 21 এপ্রিল : গরুপাচার থেকে কয়লাপাচার কাণ্ড (Coal Smuggling Case) । প্রথম থেকেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আতস কাচের তলায় ছিলেন বিনয় মিশ্র (Binay Mishra) এবং তাঁর ভাই বিকাশ মিশ্র (Bikash Mishra) ।

বর্তমানে বিনয় মিশ্র আন্দামানের কাছে ভানুয়াতুর দ্বীপপুঞ্জের নাগরিকত্ব নিয়ে আত্মগোপন করে রয়েছেন বলে সিবিআই সূত্রের খবর । আর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হেফাজতে রয়েছেন ভাই বিকাশ মিশ্র । তদন্ত করতে গিয়ে সিবিআইয়ের আধিকারিকরা জানতে পেরেছেন যে গত পাঁচ থেকে আট বছরের মধ্যে রাতারাতি চালচলনে বদল হয় এই বিকাশ মিশ্রের । মূলত 2010 থেকে 2019 সালের মধ্যে বিকাশ মিশ্রের চরম গতিতে উত্থান হয় । সময়ের সঙ্গে সঙ্গে তাঁর সম্পত্তির পরিমাণের পাহাড় আরও উচ্চ হয় ৷ ফলে সম্পত্তি ও তাঁর আয়ের হিসেব পেতে গিয়ে রীতিমতো হাঁপিয়ে উঠেছেন আর্থিক তছরূপ কাণ্ডের তদন্তে সিদ্ধহস্ত ইডির দুঁদে গোয়েন্দারাও (ED officials puzzle over how to calculate Bikash Mishra source of income) ৷

সিবিআই সূত্রে জানা গিয়েছে, 2010 সালের আগে বিকাশ মিশ্র যেভাবে জীবনযাপন করতেন, 2019 সালের পর সেই জীবনযাপনের ধরন উল্কার গতিতে পরিবর্তন হয়। একেবারে শিল্পপতি ভাবমূর্তি ধারণ করে বসেন বিকাশ মিশ্র। ইতিমধ্যেই রাজ্যে কয়লা এবং গরু পাচার (Cattle Smuggling Case), এই দুটি কাণ্ডেই পৃথক পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিকাশকে। পাশাপাশি কয়লা এবং গরু পাচারে বিকাশের আয়ের উৎস এবং সম্পত্তির হিসেব মেলাতেই পারছেন না গোয়েন্দারা ।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, প্রাথমিক তদন্তে এখনও পর্যন্ত আসানসোল এবং দুর্গাপুরের বিপুল পরিমাণের জমির হদিশ পাওয়া গিয়েছে । ওই জমিগুলির সমস্ত কিছুই বিকাশের নামে নথিভুক্ত করা রয়েছে । পাশাপাশি একাধিক বেসরকারি সংস্থার খোঁজ মিলেছে, যার মধ্যে ন’টি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত বিকাশ ।

ইডি সূত্রের খবর, এই বেসরকারি সংস্থাগুলির মধ্যে 7 টি বেসরকারি সংস্থার ডিরেক্টর পদে নাম রয়েছে বিকাশের । আর বাকি দু’টি সংস্থার অতিরিক্ত ডিরেক্টর পদে এখনও পর্যন্ত নাম রয়েছে ধৃত বিকাশ মিশ্রের । যা দেখে চোখ কপালে ওঠার জোগাড় গোয়েন্দাদের । ইতিমধ্যেই সেই সব বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে বলে সূত্রের খবর ।

শুধু বিকাশ মিশ্রই নয়, একাধিক বেসরকারি সংস্থার ডিরেক্টর পদে ছিলেন তাঁর দাদা বিনয় মিশ্র ৷ কিন্তু ভারতের নাগরিকত্ব ছাড়ার সময় বেশ কিছু বেসরকারি সংস্থার ডিরেক্টর পদ থেকে নিজের নাম তুলে দিয়েছেন পলাতক বিনয় মিশ্র ।

ইডি সূত্রের খবর, 2020 সাল থেকে বিকাশের উত্থান হয় উল্কার গতিতে । একাধিক জায়গায় বিশেষ করে আসানসোল এবং দুর্গাপুরের বিলাসবহুল বাড়ি বানিয়েছিলেন বিকাশ ৷ সেখানে চলমান সিঁড়িও ছিল । আসানসোল আদালতের অনুমতিতে সেই সব বাড়িতে তল্লাশি অভিযান করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সেই কারণে বছর দেড়েক আগে দিল্লি থেকে গ্রেফতার হয় বিকাশের সম্পত্তির মোট হিসেব পাওয়া জরুরি বলে মনে করছেন গোয়েন্দারা ৷

আরও পড়ুন : গরু পাচারকাণ্ডে দিল্লি থেকে গ্রেফতার বিকাশ মিশ্র

কলকাতা, 21 এপ্রিল : গরুপাচার থেকে কয়লাপাচার কাণ্ড (Coal Smuggling Case) । প্রথম থেকেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আতস কাচের তলায় ছিলেন বিনয় মিশ্র (Binay Mishra) এবং তাঁর ভাই বিকাশ মিশ্র (Bikash Mishra) ।

বর্তমানে বিনয় মিশ্র আন্দামানের কাছে ভানুয়াতুর দ্বীপপুঞ্জের নাগরিকত্ব নিয়ে আত্মগোপন করে রয়েছেন বলে সিবিআই সূত্রের খবর । আর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হেফাজতে রয়েছেন ভাই বিকাশ মিশ্র । তদন্ত করতে গিয়ে সিবিআইয়ের আধিকারিকরা জানতে পেরেছেন যে গত পাঁচ থেকে আট বছরের মধ্যে রাতারাতি চালচলনে বদল হয় এই বিকাশ মিশ্রের । মূলত 2010 থেকে 2019 সালের মধ্যে বিকাশ মিশ্রের চরম গতিতে উত্থান হয় । সময়ের সঙ্গে সঙ্গে তাঁর সম্পত্তির পরিমাণের পাহাড় আরও উচ্চ হয় ৷ ফলে সম্পত্তি ও তাঁর আয়ের হিসেব পেতে গিয়ে রীতিমতো হাঁপিয়ে উঠেছেন আর্থিক তছরূপ কাণ্ডের তদন্তে সিদ্ধহস্ত ইডির দুঁদে গোয়েন্দারাও (ED officials puzzle over how to calculate Bikash Mishra source of income) ৷

সিবিআই সূত্রে জানা গিয়েছে, 2010 সালের আগে বিকাশ মিশ্র যেভাবে জীবনযাপন করতেন, 2019 সালের পর সেই জীবনযাপনের ধরন উল্কার গতিতে পরিবর্তন হয়। একেবারে শিল্পপতি ভাবমূর্তি ধারণ করে বসেন বিকাশ মিশ্র। ইতিমধ্যেই রাজ্যে কয়লা এবং গরু পাচার (Cattle Smuggling Case), এই দুটি কাণ্ডেই পৃথক পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিকাশকে। পাশাপাশি কয়লা এবং গরু পাচারে বিকাশের আয়ের উৎস এবং সম্পত্তির হিসেব মেলাতেই পারছেন না গোয়েন্দারা ।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, প্রাথমিক তদন্তে এখনও পর্যন্ত আসানসোল এবং দুর্গাপুরের বিপুল পরিমাণের জমির হদিশ পাওয়া গিয়েছে । ওই জমিগুলির সমস্ত কিছুই বিকাশের নামে নথিভুক্ত করা রয়েছে । পাশাপাশি একাধিক বেসরকারি সংস্থার খোঁজ মিলেছে, যার মধ্যে ন’টি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত বিকাশ ।

ইডি সূত্রের খবর, এই বেসরকারি সংস্থাগুলির মধ্যে 7 টি বেসরকারি সংস্থার ডিরেক্টর পদে নাম রয়েছে বিকাশের । আর বাকি দু’টি সংস্থার অতিরিক্ত ডিরেক্টর পদে এখনও পর্যন্ত নাম রয়েছে ধৃত বিকাশ মিশ্রের । যা দেখে চোখ কপালে ওঠার জোগাড় গোয়েন্দাদের । ইতিমধ্যেই সেই সব বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে বলে সূত্রের খবর ।

শুধু বিকাশ মিশ্রই নয়, একাধিক বেসরকারি সংস্থার ডিরেক্টর পদে ছিলেন তাঁর দাদা বিনয় মিশ্র ৷ কিন্তু ভারতের নাগরিকত্ব ছাড়ার সময় বেশ কিছু বেসরকারি সংস্থার ডিরেক্টর পদ থেকে নিজের নাম তুলে দিয়েছেন পলাতক বিনয় মিশ্র ।

ইডি সূত্রের খবর, 2020 সাল থেকে বিকাশের উত্থান হয় উল্কার গতিতে । একাধিক জায়গায় বিশেষ করে আসানসোল এবং দুর্গাপুরের বিলাসবহুল বাড়ি বানিয়েছিলেন বিকাশ ৷ সেখানে চলমান সিঁড়িও ছিল । আসানসোল আদালতের অনুমতিতে সেই সব বাড়িতে তল্লাশি অভিযান করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সেই কারণে বছর দেড়েক আগে দিল্লি থেকে গ্রেফতার হয় বিকাশের সম্পত্তির মোট হিসেব পাওয়া জরুরি বলে মনে করছেন গোয়েন্দারা ৷

আরও পড়ুন : গরু পাচারকাণ্ডে দিল্লি থেকে গ্রেফতার বিকাশ মিশ্র

Last Updated : Apr 21, 2022, 7:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.