ETV Bharat / city

Arpita Mukherjee Arrested: গ্রেফতার অর্পিতা, ফ্ল্যাট থেকে উদ্ধার উচ্চশিক্ষা পর্ষদ ও এসএসসি’র নথি - Arpita Mukherjee Arrested

অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হল এসএসসি-র একাধিক নথি (ED Officers Recover SSC Documents from Arpita Mukherjee Haridevpur Flat) ৷ পাওয়া গিয়েছে বিদেশি মুদ্রাও ৷ ইতিমধ্যেই, তাঁকে গ্রেফতার করেছেন ইডি আধিকারিকরা ৷ ফলে উদ্ধার হওয়া কোটি কোটি টাকার সঙ্গে এসএসসি দুর্নীতির যোগ আরও পোক্ত হচ্ছে বলেই মনে করছেন তদন্তকারীরা ৷

ed-officers-recover-ssc-documents-in-arpita-mukherjee-haridevpur-flat
ed-officers-recover-ssc-documents-in-arpita-mukherjee-haridevpur-flat
author img

By

Published : Jul 23, 2022, 2:19 PM IST

Updated : Jul 23, 2022, 4:09 PM IST

কলকাতা, 23 জুলাই: পার্থ চট্টোপাধ্যায়ের 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করল ইডি ৷ তাঁর বাড়ি থেকে মিলল উচ্চশিক্ষা দফতরের নথি। পাশাপাশি এসএসসি-র একাধিক নথিপত্রও বাজেয়াপ্ত হয়েছে বলে খবর (ED Officers Recover SSC Documents in Arpita Mukherjee Haridevpur Flat) ৷ ইডি সূত্রে খবর, বিদেশি মুদ্রাও ছিল অভিনেত্রীর বাড়িতে ৷ প্রথম থেকেই তদন্তকারীরা সন্দেহ প্রকাশ করছিলেন যে, এসএসসি নিয়োগ দুর্নীতি-কাণ্ডের সঙ্গে উদ্ধার হওয়া 21 কোটি টাকার যোগ রয়েছে ৷ এবার তাঁদের সেই সন্দেহ আরও জোরালো হল ৷ ফলে এসএসসি দুর্নীতি মামলায় তদন্ত সঠিক পথেই যাচ্ছে বলে মনে করছেন ইডি’র আধিকারিকরা ৷

গতকাল সকাল থেকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছিল ইডি ৷ প্রায় 27 ঘণ্টা পর আজ সকাল দশটা নাগাদ নাকতলার বাড়ি থেকে রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রীকে গ্রেফতার করে ইডি ৷ পরে তাঁকে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় ৷ গতকাল পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক নথিপত্র পেয়েছিলেন তদন্তকারীরা ৷ সেখান থেকেই খোঁজ মেলে অর্পিতা মুখোপাধ্যায় নামে এক অভিনেত্রীর ৷

ব্যাঙ্কশাল আদালতে পার্থ

এরপর হরিদেবপুরের একটি অভিজাত আবাসনে অর্পিতার (Arrpieta) ফ্ল্যাটে হানা হেয় ইডি ৷ ফ্ল্য়াটের বেডরুমে একটি ওয়ারড্রপ থেকে উদ্ধার হয় প্রায় 21 কোটি টাকা সহ 79 লক্ষ টাকার সোনার গয়না ৷ একাধিক বিদেশি মুদ্রাও তাঁর ফ্ল্যাটের আলমারি থেকে পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর ৷ আরও অন্য কয়েকটি নথিপত্রও হয়েছে ৷

আরও পড়ুন: Partha Chatterjee Arrested: এসএসসি দুর্নীতিতে গ্রেফতার পার্থ, কীভাবে গোটানো হল তদন্তের জাল ?

অর্পিতার ফ্ল্যাটে ব্যাংক কর্মীদের নিয়ে গিয়ে উদ্ধার হওয়া টাকা গুনতে শুরু করে ইডি ৷ পাশাপাশি, আজ সকালে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে উচ্চশিক্ষা দফতরের একাধিক খাম এবং নথিপত্র ৷ তদন্তকারীদের অনুমান এসএসসি দুর্নীতিকাণ্ডের সঙ্গে উদ্ধার হওয়া এই কোটি কোটি টাকার যোগ রয়েছে ৷

কলকাতা, 23 জুলাই: পার্থ চট্টোপাধ্যায়ের 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করল ইডি ৷ তাঁর বাড়ি থেকে মিলল উচ্চশিক্ষা দফতরের নথি। পাশাপাশি এসএসসি-র একাধিক নথিপত্রও বাজেয়াপ্ত হয়েছে বলে খবর (ED Officers Recover SSC Documents in Arpita Mukherjee Haridevpur Flat) ৷ ইডি সূত্রে খবর, বিদেশি মুদ্রাও ছিল অভিনেত্রীর বাড়িতে ৷ প্রথম থেকেই তদন্তকারীরা সন্দেহ প্রকাশ করছিলেন যে, এসএসসি নিয়োগ দুর্নীতি-কাণ্ডের সঙ্গে উদ্ধার হওয়া 21 কোটি টাকার যোগ রয়েছে ৷ এবার তাঁদের সেই সন্দেহ আরও জোরালো হল ৷ ফলে এসএসসি দুর্নীতি মামলায় তদন্ত সঠিক পথেই যাচ্ছে বলে মনে করছেন ইডি’র আধিকারিকরা ৷

গতকাল সকাল থেকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছিল ইডি ৷ প্রায় 27 ঘণ্টা পর আজ সকাল দশটা নাগাদ নাকতলার বাড়ি থেকে রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রীকে গ্রেফতার করে ইডি ৷ পরে তাঁকে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় ৷ গতকাল পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক নথিপত্র পেয়েছিলেন তদন্তকারীরা ৷ সেখান থেকেই খোঁজ মেলে অর্পিতা মুখোপাধ্যায় নামে এক অভিনেত্রীর ৷

ব্যাঙ্কশাল আদালতে পার্থ

এরপর হরিদেবপুরের একটি অভিজাত আবাসনে অর্পিতার (Arrpieta) ফ্ল্যাটে হানা হেয় ইডি ৷ ফ্ল্য়াটের বেডরুমে একটি ওয়ারড্রপ থেকে উদ্ধার হয় প্রায় 21 কোটি টাকা সহ 79 লক্ষ টাকার সোনার গয়না ৷ একাধিক বিদেশি মুদ্রাও তাঁর ফ্ল্যাটের আলমারি থেকে পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর ৷ আরও অন্য কয়েকটি নথিপত্রও হয়েছে ৷

আরও পড়ুন: Partha Chatterjee Arrested: এসএসসি দুর্নীতিতে গ্রেফতার পার্থ, কীভাবে গোটানো হল তদন্তের জাল ?

অর্পিতার ফ্ল্যাটে ব্যাংক কর্মীদের নিয়ে গিয়ে উদ্ধার হওয়া টাকা গুনতে শুরু করে ইডি ৷ পাশাপাশি, আজ সকালে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকেই উদ্ধার হয়েছে উচ্চশিক্ষা দফতরের একাধিক খাম এবং নথিপত্র ৷ তদন্তকারীদের অনুমান এসএসসি দুর্নীতিকাণ্ডের সঙ্গে উদ্ধার হওয়া এই কোটি কোটি টাকার যোগ রয়েছে ৷

Last Updated : Jul 23, 2022, 4:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.