ETV Bharat / city

Bengal Recruitment Scam: মানিকের সম্পত্তির পরিমাণ দু’কোটি টাকারও বেশি, দাবি ইডির

সোমবার গভীর রাতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Bengal Recruitment Scam) মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি (ED) ৷ তদন্তকারীদের সূত্রে খবর, মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) মোট সম্পত্তির পরিমাণ 2 কোটি টাকারও বেশি ।

ed-claims-manik-bhattacharya-total-assets-amount-more-than-2-crore
Bengal Recruitment Scam: মানিকের সম্পত্তির পরিমাণ দু’কোটি টাকারও বেশি, দাবি ইডির
author img

By

Published : Oct 11, 2022, 4:34 PM IST

কলকাতা, 11 অক্টোবর : নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Bengal Recruitment Scam) ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) এই বিধায়কের সম্পত্তির পরিমাণ জেনে রীতিমতো বিস্মিত তদন্তকারীরা ৷ ইডি (ED) সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে ৷

সূত্রের দাবি, মানিক ভট্টাচার্যের একাধিক ফ্ল্যাট, জমি, বসতভিটে এবং ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় টাকা মিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ 2 কোটি টাকারও বেশি । মানিক ভট্টাচার্যের নামে দু’টি ফ্ল্যাট রয়েছে ৷ যার মূল্য প্রায় 66 লক্ষ টাকা ৷ মানিক ভট্টাচার্য মূলত অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ৷ তার পেনশন পেতেন ৷ এছাড়া কিছু কাজের জন্য সাম্মানিক পেতেন ৷ এছাড়া প্রবীণ নাগরিকদের একটি প্রকল্প থেকেও টাকা পেতেন তিনি ৷ এছাড়া বিধায়ক হওয়ার পর সেই টাকাও পেতেন ৷ তার পরও তিনি কীভাবে দু’কোটি টাকার সম্পত্তি করলেন, সেটাই এখন ইডির প্রশ্ন ৷

ইতিমধ্যেই আজ মানিক ভট্টাচার্যকে আদালতে পেশ করেছে ইডি ৷ হেফাজতে নিয়ে তাঁকে জেরা করতে চান তদন্তকারীরা ৷ তাঁদের অনুমান, মানিক ভট্টাচার্যের তরফে তাঁর যে সম্পত্তির হদিস পেয়েছেন গোয়েন্দারা, তার থেকেও বিপুল পরিমাণে সম্পত্তি রয়েছে । আর কারা কারা যুক্ত রয়েছেন এর সঙ্গে, তা জানার জন্য মানিক ভট্টাচার্যকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা অত্যন্ত প্রয়োজন বলে মনে করছে ইডি ৷

এদিকে এদিন আদালতে পেশ করার সময় মানিক ভট্টাচার্যকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয় ৷ আদালত চত্বরে বিজেপির তরফে বিক্ষোভও দেখানো হয় ৷ ফলে সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷

আরও পড়ুন : 'গ্রেফতার হচ্ছেন', রাত 1টায় মানিককে জানিয়েছিল ইডি

কলকাতা, 11 অক্টোবর : নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Bengal Recruitment Scam) ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) এই বিধায়কের সম্পত্তির পরিমাণ জেনে রীতিমতো বিস্মিত তদন্তকারীরা ৷ ইডি (ED) সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে ৷

সূত্রের দাবি, মানিক ভট্টাচার্যের একাধিক ফ্ল্যাট, জমি, বসতভিটে এবং ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় টাকা মিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ 2 কোটি টাকারও বেশি । মানিক ভট্টাচার্যের নামে দু’টি ফ্ল্যাট রয়েছে ৷ যার মূল্য প্রায় 66 লক্ষ টাকা ৷ মানিক ভট্টাচার্য মূলত অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ৷ তার পেনশন পেতেন ৷ এছাড়া কিছু কাজের জন্য সাম্মানিক পেতেন ৷ এছাড়া প্রবীণ নাগরিকদের একটি প্রকল্প থেকেও টাকা পেতেন তিনি ৷ এছাড়া বিধায়ক হওয়ার পর সেই টাকাও পেতেন ৷ তার পরও তিনি কীভাবে দু’কোটি টাকার সম্পত্তি করলেন, সেটাই এখন ইডির প্রশ্ন ৷

ইতিমধ্যেই আজ মানিক ভট্টাচার্যকে আদালতে পেশ করেছে ইডি ৷ হেফাজতে নিয়ে তাঁকে জেরা করতে চান তদন্তকারীরা ৷ তাঁদের অনুমান, মানিক ভট্টাচার্যের তরফে তাঁর যে সম্পত্তির হদিস পেয়েছেন গোয়েন্দারা, তার থেকেও বিপুল পরিমাণে সম্পত্তি রয়েছে । আর কারা কারা যুক্ত রয়েছেন এর সঙ্গে, তা জানার জন্য মানিক ভট্টাচার্যকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা অত্যন্ত প্রয়োজন বলে মনে করছে ইডি ৷

এদিকে এদিন আদালতে পেশ করার সময় মানিক ভট্টাচার্যকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয় ৷ আদালত চত্বরে বিজেপির তরফে বিক্ষোভও দেখানো হয় ৷ ফলে সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷

আরও পড়ুন : 'গ্রেফতার হচ্ছেন', রাত 1টায় মানিককে জানিয়েছিল ইডি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.