ETV Bharat / city

WB Election : তিন কেন্দ্রেই বাড়ানো হচ্ছে নিরাপত্তা, রাজ্যে আরও 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী - WB Election : তিন কেন্দ্রেই বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা

আগামিকাল তিনটি কেন্দ্রেই কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়াল নির্বাচন কমিশন ৷ বর্তমানে রাজ্যে 52 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে । আগামিকাল তার সঙ্গেই যোগ হচ্ছে আরও 20 বাহিনী ৷ প্রতিটি বুথেই বাহিনী মোতায়েন থাকার সঙ্গে সঙ্গেই চলবে ওয়েবকাস্টিং ৷

তিন কেন্দ্রেই বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা
তিন কেন্দ্রেই বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা
author img

By

Published : Sep 29, 2021, 6:46 PM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর : বাড়ানো হল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা । আরও 20 কোম্পানি বাহিনী আসছে রাজ্যে ৷ এমনই খবর নির্বাচন কমিশন সূত্রে । তিন কেন্দ্রেই বাড়ানো হচ্ছে বাহিনীর সংখ্যা । বর্তমানে তিন কেন্দ্র মিলিয়ে রাজ্যে রয়েছে 52 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ।

জানা গিয়েছে, আরও 20 কোম্পানি বাহিনী আসছে ৷ ইতিমধ্যেই রাজ্যে 10 কোম্পানি বাহিনী এসে গিয়েছে ৷ আরও 10 কোম্পানি বুধবার রাত 9টার মধ্যে এসে পড়বে ৷ এই 20 কোম্পানি বাহিনীকেই ভবানীপুর কেন্দ্রের জন্য ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে । তবে কীভাবে বণ্টন হবে তা এখনও স্থির করা হয়নি ৷

অন্যদিকে আগামিকাল নির্বাচনের দিন ভবানীপুরের 287টি বুথেই থাকছে মাইক্রো অবজার্ভার । এই মাইক্রো অবজার্ভাররা প্রত্যেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী । 100 শতাংশ বুথেই হবে ওয়েবকাস্টিং ও থাকবে কেন্দ্রীয় বাহিনী । পাশাপাশি থাকবে ক্যুইক রেসপন্স টিম ( QRT) । বুথের বাইরে ও পুরো কেন্দ্রেই থাকবে কলকাতা পুলিশ ।

এছাড়াও জানা গিয়েছে, ভোটদাতাদের জন্য চালু করা হয়েছে একটি টোল-ফ্রি নম্বর, 1950 ৷ প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি কোনও ভোটদাতাকে বুথে আসতে সমস্যায় পড়তে হয়, সেক্ষেত্রে 1950 টোল ফ্রি নম্বরে ফোন করলে দ্রুত সমস্যার সমাধান করার ব্যবস্থা করা হবে । এই টোল ফ্রি নম্বরে ফোন করে তাঁর সমস্যার কথা জানালে সেই ব্যক্তিকে তাঁর বাড়ি থেকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে । তারপর তাঁকে বাড়ি ফিরিয়েও দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন । অন্যদিকে বিপর্যয় মোকাবিলা দফতরকেও সবরকম ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : Luizinho Faleiro joins TMC : কংগ্রেস পরিবারকে এক করে বিজেপিকে হারাব, তৃণমূলে যোগ দিয়ে লক্ষ্য স্থির ফালেইরোর

কলকাতা, 29 সেপ্টেম্বর : বাড়ানো হল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা । আরও 20 কোম্পানি বাহিনী আসছে রাজ্যে ৷ এমনই খবর নির্বাচন কমিশন সূত্রে । তিন কেন্দ্রেই বাড়ানো হচ্ছে বাহিনীর সংখ্যা । বর্তমানে তিন কেন্দ্র মিলিয়ে রাজ্যে রয়েছে 52 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ।

জানা গিয়েছে, আরও 20 কোম্পানি বাহিনী আসছে ৷ ইতিমধ্যেই রাজ্যে 10 কোম্পানি বাহিনী এসে গিয়েছে ৷ আরও 10 কোম্পানি বুধবার রাত 9টার মধ্যে এসে পড়বে ৷ এই 20 কোম্পানি বাহিনীকেই ভবানীপুর কেন্দ্রের জন্য ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে । তবে কীভাবে বণ্টন হবে তা এখনও স্থির করা হয়নি ৷

অন্যদিকে আগামিকাল নির্বাচনের দিন ভবানীপুরের 287টি বুথেই থাকছে মাইক্রো অবজার্ভার । এই মাইক্রো অবজার্ভাররা প্রত্যেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী । 100 শতাংশ বুথেই হবে ওয়েবকাস্টিং ও থাকবে কেন্দ্রীয় বাহিনী । পাশাপাশি থাকবে ক্যুইক রেসপন্স টিম ( QRT) । বুথের বাইরে ও পুরো কেন্দ্রেই থাকবে কলকাতা পুলিশ ।

এছাড়াও জানা গিয়েছে, ভোটদাতাদের জন্য চালু করা হয়েছে একটি টোল-ফ্রি নম্বর, 1950 ৷ প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি কোনও ভোটদাতাকে বুথে আসতে সমস্যায় পড়তে হয়, সেক্ষেত্রে 1950 টোল ফ্রি নম্বরে ফোন করলে দ্রুত সমস্যার সমাধান করার ব্যবস্থা করা হবে । এই টোল ফ্রি নম্বরে ফোন করে তাঁর সমস্যার কথা জানালে সেই ব্যক্তিকে তাঁর বাড়ি থেকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে । তারপর তাঁকে বাড়ি ফিরিয়েও দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন । অন্যদিকে বিপর্যয় মোকাবিলা দফতরকেও সবরকম ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : Luizinho Faleiro joins TMC : কংগ্রেস পরিবারকে এক করে বিজেপিকে হারাব, তৃণমূলে যোগ দিয়ে লক্ষ্য স্থির ফালেইরোর

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.