ETV Bharat / city

Train Cancel-Route Change : ট্রেন বাতিল ও যাত্রাপথের পরিবর্তনের ঘোষণা পূর্ব রেলের

কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল ও কয়েকটির যাত্রাপথের পরিবর্তন করার ঘোষণা করা হল পূর্ব রেলের তরফে (eastern railways cancel some train and change some train route) । নর্দান রেলওয়ের আলমনগর স্টেশনে রেলের লাইনে জরুরি ভিত্তিতে কাজের জন্য এই সিদ্ধান্ত ৷

author img

By

Published : Jan 15, 2022, 8:26 PM IST

eastern railways cancel some train and change some train route
Train Cancel-Route Change : ট্রেন বাতিল ও যাত্রাপথের পরিবর্তনের ঘোষণা পূর্ব রেলের

কলকাতা, 15 জানুয়ারি : কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল ও কয়েকটির যাত্রাপথের পরিবর্তন করল পূর্ব রেল (eastern railways cancel some train and change some train route) । নর্দান রেলওয়ের আলমনগর স্টেশনে রেলের লাইনে জরুরি ভিত্তিতে কাজ হবে, তাই কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল ঘোষণা করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ ।

15 জানুয়ারি থেকে 23 জানুয়ারি পর্যন্ত কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল (Eastern Railways Cancel Trains) । তারা জানিয়েছে, 13005 হাওড়া-অমৃতসর এক্সপ্রেস 15-22 পর্যন্ত বাতিল থাকবে ৷ 13006 অমৃতসর-হাওড়া এক্সপ্রেস 17-24 জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে । 13151 কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস 19-22 জানুয়ারি পর্যন্ত বাতিল ৷ 13152 জম্মু তাওয়াই এক্সপ্রেস 21-24 জানুয়ারি পর্যন্ত বাতিল ঘোষণা করল পূর্ব রেল ।

বাতিলের পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়ার কথাও জানানো হয়েছে পূর্ব রেলের তরফে (Eastern Railways Change Route of Some Train) । এর মধ্যে অন্যতম 00464 অমৃতসর-হাওড়া কোভিড-19 পার্সেল এক্সপ্রেস (যাত্রা তারিখ 22 জানুয়ারি) ৷ ওই ট্রেনটি দিল্লি-কানপুর সেন্ট্রাল-লখনউ হয়ে যাবে ৷ এই ট্রেনটি অমৃতসর-দিল্লি-মোরাদাবাদ-লখনউ হয়ে যাতায়াত করে ৷ 00470 নিউ দিল্লি-হাওড়া পার্সেল এক্সপ্রেস স্পেশাল (যাত্রা তারিখ 22 জানুয়ারি) অমৃতসর-দিল্লি-মোরাদাবাদ-লখনউয়ের পরিবর্তে দিল্লি-কানপুর সেন্ট্রাল-লখনউ পথে যাত্রা করবে ।

এছাড়াও রেল জানিয়েছে, 12332 জম্মু তাওয়াই এক্সপ্রেস 17-20 জানুয়ারি, 13151 কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস 17 জানুয়ারি থেকে ও 15098 জম্মু তাওয়াই-ভাগলপুর এক্সপ্রেস 18 জানুয়ারি সুবিধা মতো যাত্রাপথে বদল করা হবে ।

আরও পড়ুন : Gaisal Train Accident : ময়নাগুড়ির রেল দুর্ঘটনা উসকে দিল গাইসালের স্মৃতি

কলকাতা, 15 জানুয়ারি : কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল ও কয়েকটির যাত্রাপথের পরিবর্তন করল পূর্ব রেল (eastern railways cancel some train and change some train route) । নর্দান রেলওয়ের আলমনগর স্টেশনে রেলের লাইনে জরুরি ভিত্তিতে কাজ হবে, তাই কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল ঘোষণা করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ ।

15 জানুয়ারি থেকে 23 জানুয়ারি পর্যন্ত কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল (Eastern Railways Cancel Trains) । তারা জানিয়েছে, 13005 হাওড়া-অমৃতসর এক্সপ্রেস 15-22 পর্যন্ত বাতিল থাকবে ৷ 13006 অমৃতসর-হাওড়া এক্সপ্রেস 17-24 জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে । 13151 কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস 19-22 জানুয়ারি পর্যন্ত বাতিল ৷ 13152 জম্মু তাওয়াই এক্সপ্রেস 21-24 জানুয়ারি পর্যন্ত বাতিল ঘোষণা করল পূর্ব রেল ।

বাতিলের পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়ার কথাও জানানো হয়েছে পূর্ব রেলের তরফে (Eastern Railways Change Route of Some Train) । এর মধ্যে অন্যতম 00464 অমৃতসর-হাওড়া কোভিড-19 পার্সেল এক্সপ্রেস (যাত্রা তারিখ 22 জানুয়ারি) ৷ ওই ট্রেনটি দিল্লি-কানপুর সেন্ট্রাল-লখনউ হয়ে যাবে ৷ এই ট্রেনটি অমৃতসর-দিল্লি-মোরাদাবাদ-লখনউ হয়ে যাতায়াত করে ৷ 00470 নিউ দিল্লি-হাওড়া পার্সেল এক্সপ্রেস স্পেশাল (যাত্রা তারিখ 22 জানুয়ারি) অমৃতসর-দিল্লি-মোরাদাবাদ-লখনউয়ের পরিবর্তে দিল্লি-কানপুর সেন্ট্রাল-লখনউ পথে যাত্রা করবে ।

এছাড়াও রেল জানিয়েছে, 12332 জম্মু তাওয়াই এক্সপ্রেস 17-20 জানুয়ারি, 13151 কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস 17 জানুয়ারি থেকে ও 15098 জম্মু তাওয়াই-ভাগলপুর এক্সপ্রেস 18 জানুয়ারি সুবিধা মতো যাত্রাপথে বদল করা হবে ।

আরও পড়ুন : Gaisal Train Accident : ময়নাগুড়ির রেল দুর্ঘটনা উসকে দিল গাইসালের স্মৃতি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.