কলকাতা, 29 এপ্রিল : সিপিএমের যুব সংগঠনের সাধারণ সম্পাদক ফের হতে চলেছে বাংলা থেকেই (DYFI going to Select New General Secretary from Bengal) । ডিওয়াইএফআই (DYFI) সূত্রে নাম উঠে আসছে হিমঘ্নরাজ ভট্টাচার্যের । বর্তমান পরিস্থিতিতে এই পদের জন্য দ্বিতীয় কোনও নাম আর নেই বলেই খবর ৷ তাই অভয় মুখোপাধ্যায়ের পর ফের পশ্চিমবঙ্গ থেকেই সিপিএমের যুব সংগঠনের (CPIM's Youth Wing) শীর্ষ পদে বসতে চলেছেন কোনও নেতা । ফলে দেশের বাম যুব আন্দোলনে নেতৃত্বর রাশ থাকছে বাংলার হাতেই ।
এবার ডিওয়াইএফআই-এর 11তম সর্বভারতীয় সম্মেলন হতে চলেছে পশ্চিমবঙ্গে । বিধাননগরে ইজেডসিসি হলে ওই সম্মেলন হবে । ডিওয়াইএফআই সূত্রে জানা যাচ্ছে, বর্তমান সাধারণ সম্পাদক অভয় মুখোপাধ্যায় এবার যুব থেকে বিদায় নিচ্ছেন । তিনি গত দু’বার এই পদে নির্বাচিত হয়েছিলেন ।
অন্যদিকে ঝাড়খণ্ড, ত্রিপুরায় নবারুণ দেবের মতো যে সব যুব নেতা রয়েছেন, তাঁদের 40 বছর বয়স অতিক্রান্ত হওয়ায় তাঁরাও যুব থেকে সরে দাঁড়াবেন । এদিকে কেরল সংগঠনের সভাপতি পাবে । এই সমস্ত সাংগঠনিক হিসেবে প্রায় বিনা বাধায় পশ্চিমবঙ্গের থেকে সাধারণ সম্পাদক হওয়া চূড়ান্ত । ইতিমধ্যেই মীনাক্ষী মুখোপাধ্যায় রাজ্যের সম্পাদিকা হয়েছেন । সায়নদীপ মিত্র এবার বয়সের কারণে সরে যাচ্ছেন । ফলে এক্সিকিউটিভ কমিটিতে থাকা হিমঘ্নরাজ ভট্টাচার্য ওই পদে বসতে চলেছেন বলে খবর ।
কে এই যুব নেতা যিনি আগামিদিনে ডিওয়াইএফএই সাধারণ সম্পাদকের দায়িত্ব নিচ্ছেন ?
বাম সূত্র থেকে জানা গিয়েছে, বামপন্থী ছাত্র আন্দোলন দিয়ে রাজনীতি শুরু হিমঘ্নরাজের । ছাত্র আন্দোলনে এসএফআই যাদবপুর-2 জোনাল কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেছেন । দক্ষিণ 24 পরগনা জেলার যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন । তারপর 2010 সালে যুব আন্দোলনে প্রবেশ । ডিওয়াইএফআই যাদবপুর-2 জোনাল কমিটির সম্পাদক । তারপর দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেছেন । রাজ্য কমিটির যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালনও করেছেন তিনি ।
বর্তমানে ডিওয়াইএফআই-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য । সিপিএমের সর্বশেষ রাজ্য কমিটিতে তাঁর গুরুত্বপূর্ণ পদে নাম না থাকায় সম্মেলনে অসন্তোষ প্রকাশ করেন একাংশ । তখনই সিপিএম নেতৃত্ব সরাসরি না হলেও পরোক্ষে তাঁকে আরও বড় দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছিল ।
হিমঘ্নরাজ ভট্টাচার্য এখন সিপিএমের দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির সদস্য । 2011 সালের পরে তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছিল অনেকবার । 2011 সালের 12 ডিসেম্বর তৃণমূলের হাতে গুরুতর ভাবে জখম হন তিনি । মধ্যবিত্ত পরিবার ছেলে । বাবা রেলে চাকরি করতেন । কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়াশোনা করেছেন ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সফটওয়্যার টেকনোলজি ও বিআইটি, মেশ্রা (বিড়লা ইন্সটিটিউট অফ টেকনোলজি, মেসরা)-তে । বর্তমানে তিনি দলের সর্বক্ষণের কর্মী হিসেবে 8 হাজার টাকা ভাতা পান । তিনি সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (CPIM State Secretary Md Selim), সুজন চক্রবর্তীর ঘনিষ্ঠ বলেই শোনা যায় ।
আরও পড়ুন : Minakshi Mukherjee : মমতা বন্দ্যোপাধ্যায়কে 'টেম্পোরারি মুখ্যমন্ত্রী' বলে কটাক্ষ মীনাক্ষীর