ETV Bharat / city

Durga Puja : রাতে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় চায় না দুর্গোৎসব ফোরাম - Durga Puja

দুর্গাপুজোর সময় যাতে রাতে মণ্ডপে ভিড় না হয় তা সুনিশ্চিত করতে হবে ৷ এমনই নির্দেশিকা জারি করল কলকাতা ও তার আশেপাশের সাড়ে পাঁচশো দুর্গাপুজো কমিটিকে নিয়ে তৈরি দুর্গোৎসব ফোরাম ৷ অতিমারি পরিস্থিতিতে সংক্রমণ রোধ করতেই এই নির্দেশিকার জারি করা হয়েছে ৷ সেই সঙ্গে পুরোহিত, মণ্ডপ সজ্জা-সহ পুজোর সকল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভ্যাকসিনেশন বাধ্যতামূলক করেছে ফোরাম ৷

durga-puja-forum-against-overcrowding-before-pandals-in-evening-hours-in-kolkata-and-surroundings
রাতে মণ্ডপের সামনে দর্শনার্থীদের ভিড়ের বিরুদ্ধে দুর্গোৎসব ফোরাম
author img

By

Published : Aug 23, 2021, 1:22 PM IST

কলকাতা, 23 অগস্ট : রাতে দুর্গাপুজোর মণ্ডপের বাইরে যেন দর্শনার্থীদের ভিড় না হয়, কলকাতা এবং তাঁর আশেপাশের মোট 550টি পুজো কমিটির কাছে এমনটাই অনুরোধ করল দুর্গোৎসব ফোরাম (Durga Puja Forum) ৷ করোনা অতিমারি পরিস্থিতিতে সংক্রমণের কথা মাথায় রেখে পুজো কমিটিগুলির কাছে এই অনুরোধ করেছে ফোরাম ৷ জুলাই মাসেই প্রথম দফায় কলকাতা এবং তার আশেপাশের পুজো কমিটিগুলির উদ্দেশ্যে কোভিড সংক্রান্ত একাধিক নিয়মাবলী ঘোষণা করেছে দুর্গোৎসব ফোরাম ৷ যেখানে বলা হয়েছিল, দিনের বেলাতেই যাতে দর্শনার্থীরা প্রতিমা দর্শনে যান, সেইভাবে মণ্ডপ সজ্জার পরিকল্পনা করতে হবে ৷

কলকাতার সমাজসেবী সঙ্ঘের সদস্য, যিনি দুর্গোৎসব ফোরামের অন্যতম সদস্যও বটে, তিনি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘‘আমরা যেটা চাই, সেটা হল ভিড় যাতে না বাড়ে ৷ আসল উদ্দেশ্য হল দুর্গাপুজোর উৎসব এবং অতিমারির বিধিনিষেধের মধ্যে ভারসাম্য বজায় রাখতে ৷’’ তিনি আরও জানিয়েছেন, দুর্গাপুজোর আয়োজনের ক্ষেত্রে দুর্গোৎসব ফোরামের আরও একটি আগাম শর্ত হল সকল পুজোর সঙ্গে যুক্ত সকল সদস্যের সম্পূর্ণ ভ্যাকসিনেশন ৷ সেক্ষেত্রে বিদ্যুতের দায়িত্বে থাকা কর্মী, ঢাকি, মণ্ডপ সজ্জায় যুক্ত কর্মী এবং পুরোহিত সবার ভ্যাকসিনেশন হওয়া প্রয়োজন ৷

আরও পড়ুন : কলকাতায় দুর্গাপুজোর প্রস্তুতি, পুজোর সঙ্গে যুক্তদের 3 মাসের মধ্যে ভ্যাকসিনেশন

অন্যান্য নির্দেশিকাগুলির মধ্যে রয়েছে, প্রতিমা যাতে দূর থেকে স্পষ্টভাবে দেখা যায়, তার জন্য সরল এবং স্বচ্ছ রং ব্যবহার করতে হবে ৷ সেই সঙ্গে আচার অনুষ্ঠানের সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ৷ 12 অক্টোবর থেকে শুরু হচ্ছে এ বছরের দুর্গাপুজো ৷ তবে, রাজ্য সরকারের তরফে বাংলার সবচেয়ে বড় উৎসব নিয়ে কোনও নির্দেশিকা জারি করা হয়নি ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বহুবার সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করেছেন ৷ আর তার জন্য সবাইকে ভ্যাকসিন নেওয়ার জন্য অনুরোধ করেছেন ৷

কলকাতা, 23 অগস্ট : রাতে দুর্গাপুজোর মণ্ডপের বাইরে যেন দর্শনার্থীদের ভিড় না হয়, কলকাতা এবং তাঁর আশেপাশের মোট 550টি পুজো কমিটির কাছে এমনটাই অনুরোধ করল দুর্গোৎসব ফোরাম (Durga Puja Forum) ৷ করোনা অতিমারি পরিস্থিতিতে সংক্রমণের কথা মাথায় রেখে পুজো কমিটিগুলির কাছে এই অনুরোধ করেছে ফোরাম ৷ জুলাই মাসেই প্রথম দফায় কলকাতা এবং তার আশেপাশের পুজো কমিটিগুলির উদ্দেশ্যে কোভিড সংক্রান্ত একাধিক নিয়মাবলী ঘোষণা করেছে দুর্গোৎসব ফোরাম ৷ যেখানে বলা হয়েছিল, দিনের বেলাতেই যাতে দর্শনার্থীরা প্রতিমা দর্শনে যান, সেইভাবে মণ্ডপ সজ্জার পরিকল্পনা করতে হবে ৷

কলকাতার সমাজসেবী সঙ্ঘের সদস্য, যিনি দুর্গোৎসব ফোরামের অন্যতম সদস্যও বটে, তিনি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘‘আমরা যেটা চাই, সেটা হল ভিড় যাতে না বাড়ে ৷ আসল উদ্দেশ্য হল দুর্গাপুজোর উৎসব এবং অতিমারির বিধিনিষেধের মধ্যে ভারসাম্য বজায় রাখতে ৷’’ তিনি আরও জানিয়েছেন, দুর্গাপুজোর আয়োজনের ক্ষেত্রে দুর্গোৎসব ফোরামের আরও একটি আগাম শর্ত হল সকল পুজোর সঙ্গে যুক্ত সকল সদস্যের সম্পূর্ণ ভ্যাকসিনেশন ৷ সেক্ষেত্রে বিদ্যুতের দায়িত্বে থাকা কর্মী, ঢাকি, মণ্ডপ সজ্জায় যুক্ত কর্মী এবং পুরোহিত সবার ভ্যাকসিনেশন হওয়া প্রয়োজন ৷

আরও পড়ুন : কলকাতায় দুর্গাপুজোর প্রস্তুতি, পুজোর সঙ্গে যুক্তদের 3 মাসের মধ্যে ভ্যাকসিনেশন

অন্যান্য নির্দেশিকাগুলির মধ্যে রয়েছে, প্রতিমা যাতে দূর থেকে স্পষ্টভাবে দেখা যায়, তার জন্য সরল এবং স্বচ্ছ রং ব্যবহার করতে হবে ৷ সেই সঙ্গে আচার অনুষ্ঠানের সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ৷ 12 অক্টোবর থেকে শুরু হচ্ছে এ বছরের দুর্গাপুজো ৷ তবে, রাজ্য সরকারের তরফে বাংলার সবচেয়ে বড় উৎসব নিয়ে কোনও নির্দেশিকা জারি করা হয়নি ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বহুবার সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করেছেন ৷ আর তার জন্য সবাইকে ভ্যাকসিন নেওয়ার জন্য অনুরোধ করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.