ETV Bharat / city

Durand Cup 2022 ডুরান্ড কাপের বোধন জয় দিয়ে সারতে চায় মহমেডান - Durand Cup opening

মঙ্গলবার ডুরান্ড কাপের (Durand Cup) উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মহমেডান স্পোর্টিং ও এফসি গোয়া ৷

Durand Cup Tournament
ডুরান্ড কাপের বোধন
author img

By

Published : Aug 15, 2022, 11:09 PM IST

Updated : Aug 16, 2022, 9:30 AM IST

কলকাতা, 15 অগস্ট: 'ফুটবল প্রেমী দিবস' এখন 'খেলা হবে' দিবস । আইএফএ গত চল্লিশ বছর ধরে রক্তদান উৎসবের মধ্যে দিয়ে দুঃস্বপ্নের ডার্বিতে নিহত সমর্থকদের শ্রদ্ধাজ্ঞাপন করত। কিন্তু সেসব চলতি বছর থেকে অতীত । কারণ 16 অগস্ট এখন রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় 'খেলা হবে দিবস' । আর এই দিনেই শুরু হচ্ছে ডুরান্ড কাপ (Durand cup to kick off from tomorrow) ৷

নেতাজি ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার কমনওয়েলথ গেমসে সোনা এবং ব্রোঞ্জ পদক জয়ী বাংলার ক্রীড়াবিদ অচিন্ত্য শিউলি এবং সৌরভ ঘোষালকে সংবর্ধিত করবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । খেলা হবে দিবসের বিকেলে শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর হাতেই হবে বোধন । মহমেডান স্পোর্টিং বনাম এফসি গোয়া ম্যাচ দিয়ে কুড়ি দলের এই টুর্নামেন্ট শুরু হচ্ছে মঙ্গলবার ।

প্রথম ম্যাচে মাঠে নামার আগে মহমেডান স্পোর্টিং (mohammedan sporting club) কোচ আন্দ্রে চেরনিশভ জানিয়েছেন,তাঁদের কাছে এই ম্যাচটির বিশেষ গুরুত্ব রয়েছে । কারণ প্রতিযোগিতার প্রথম ম্যাচ সবসময় কঠিন । প্রতিপক্ষ হিসেবে এফসি গোয়া শক্তিশালী । তাই তাদের বিরুদ্ধে সতর্ক হয়ে খেলতে হবে । মঙ্গলবারের ডুরান্ড কাপের ম্যাচ দিয়ে ভারতীয় ক্লাব ফুটবলের মরশুমও শুরু হচ্ছে । ফলে আইএসএলে নামার আগে প্রতিটি দলই নিজেদের দক্ষতা দেখে নিতে চাইছে । সেদিক থেকে মরশুমের প্রথম টুর্নামেন্ট ঘিরে অংশগ্রহণকারী দলগুলি সচেতন ।

আরও পড়ুন: তুললেন পতাকা, বহুবছর পর স্বাধীনতা দিবসে সিএবিতে সৌরভ ছড়ালেন দাদা

এখন দেখার শেষ হাসি কোন দল হাসে মরশুম শুরুর প্রতিযোগিতায় । মহমেডান স্পোর্টিং শক্তিশালী দল গড়েছে এবার । কলকাতা লিগ ছাড়াও সর্বভারতীয় টুর্নামেন্টে ভালো ফল করতে মরিয়া তারা । গত বছর ডুরান্ড কাপে এফসি গোয়ার কাছে ফাইনালে পরাজিত হতে হয়েছিল সাদা-কালো শিবিরকে । এই বছর তারা মধুর প্রতিশোধ নিয়ে মরশুমটা শুরু করতে চায় তারা । ডুরান্ড কাপের প্রস্তুতির ফাঁকেই স্বাধীনতা দিবসে কমনওয়েলথ গেমসে সোনা জয়ী ভারোত্তোলক অচিন্ত্য শিউলিকে সংবর্ধিত করেছে মহমেডান স্পোর্টিং ।

কলকাতা, 15 অগস্ট: 'ফুটবল প্রেমী দিবস' এখন 'খেলা হবে' দিবস । আইএফএ গত চল্লিশ বছর ধরে রক্তদান উৎসবের মধ্যে দিয়ে দুঃস্বপ্নের ডার্বিতে নিহত সমর্থকদের শ্রদ্ধাজ্ঞাপন করত। কিন্তু সেসব চলতি বছর থেকে অতীত । কারণ 16 অগস্ট এখন রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় 'খেলা হবে দিবস' । আর এই দিনেই শুরু হচ্ছে ডুরান্ড কাপ (Durand cup to kick off from tomorrow) ৷

নেতাজি ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার কমনওয়েলথ গেমসে সোনা এবং ব্রোঞ্জ পদক জয়ী বাংলার ক্রীড়াবিদ অচিন্ত্য শিউলি এবং সৌরভ ঘোষালকে সংবর্ধিত করবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । খেলা হবে দিবসের বিকেলে শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর হাতেই হবে বোধন । মহমেডান স্পোর্টিং বনাম এফসি গোয়া ম্যাচ দিয়ে কুড়ি দলের এই টুর্নামেন্ট শুরু হচ্ছে মঙ্গলবার ।

প্রথম ম্যাচে মাঠে নামার আগে মহমেডান স্পোর্টিং (mohammedan sporting club) কোচ আন্দ্রে চেরনিশভ জানিয়েছেন,তাঁদের কাছে এই ম্যাচটির বিশেষ গুরুত্ব রয়েছে । কারণ প্রতিযোগিতার প্রথম ম্যাচ সবসময় কঠিন । প্রতিপক্ষ হিসেবে এফসি গোয়া শক্তিশালী । তাই তাদের বিরুদ্ধে সতর্ক হয়ে খেলতে হবে । মঙ্গলবারের ডুরান্ড কাপের ম্যাচ দিয়ে ভারতীয় ক্লাব ফুটবলের মরশুমও শুরু হচ্ছে । ফলে আইএসএলে নামার আগে প্রতিটি দলই নিজেদের দক্ষতা দেখে নিতে চাইছে । সেদিক থেকে মরশুমের প্রথম টুর্নামেন্ট ঘিরে অংশগ্রহণকারী দলগুলি সচেতন ।

আরও পড়ুন: তুললেন পতাকা, বহুবছর পর স্বাধীনতা দিবসে সিএবিতে সৌরভ ছড়ালেন দাদা

এখন দেখার শেষ হাসি কোন দল হাসে মরশুম শুরুর প্রতিযোগিতায় । মহমেডান স্পোর্টিং শক্তিশালী দল গড়েছে এবার । কলকাতা লিগ ছাড়াও সর্বভারতীয় টুর্নামেন্টে ভালো ফল করতে মরিয়া তারা । গত বছর ডুরান্ড কাপে এফসি গোয়ার কাছে ফাইনালে পরাজিত হতে হয়েছিল সাদা-কালো শিবিরকে । এই বছর তারা মধুর প্রতিশোধ নিয়ে মরশুমটা শুরু করতে চায় তারা । ডুরান্ড কাপের প্রস্তুতির ফাঁকেই স্বাধীনতা দিবসে কমনওয়েলথ গেমসে সোনা জয়ী ভারোত্তোলক অচিন্ত্য শিউলিকে সংবর্ধিত করেছে মহমেডান স্পোর্টিং ।

Last Updated : Aug 16, 2022, 9:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.