ETV Bharat / city

Sovan-Baisakhi : গোলপার্কের ফ্ল্যাটে ব্যাভিচার করেন শোভন, অভিযোগ শ্বশুর দুলালের - sovan baisakhi ratna

শোভন চট্টোপাধ্যায় গোলপার্কে যে ফ্ল্যাটে বৈশাখী বন্দ্য়োপাধ্যায়কে নিয়ে থাকেন, সেই ফ্ল্যাট খালি করতে বলেছেন তাঁর শ্বশুর দুলাল দাস ৷

father in law dulal das slam sovan chatterjee and baisakhi banerjee
Sovan-Baisakhi : গোলপার্কের ফ্ল্যাটে ব্যাভিচার করেন শোভন, অভিযোগ শ্বশুর দুলালের
author img

By

Published : Jun 17, 2021, 8:47 PM IST

কলকাতা, 17 জুন : গোলপার্কের ফ্ল্যাটে বেল্লেলাপনা করেন শোভন চট্টোপাধ্যায় ৷ কলকাতার প্রাক্তন মেয়র ব্যাভিচারী ৷ বৃহস্পতিবার এভাবেই চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক দুলাল দাস ৷ স্পষ্ট জানালেন, বেল্লেলাপনা, ব্যাভিচার করতে গোলপার্কের ফ্ল্যাটে থাকতে দেওয়া হয়নি শোভনকে ৷

দক্ষিণ 24 পরগনার মহেশতলার বিধায়ক দুলাল দাস শোভন চট্টোপাধ্যায়ের শ্বশুর ৷ তাঁর কন্যা রত্না চট্টোপাধ্য়ায় শোভনের স্ত্রী ৷ সেই দুলাল দাসই এদিন সরাসরি জামাইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ৷

আরও পড়ুন : Sovan-Baisakhi : শোভনের দানের সম্পত্তি নিয়ে বিপদে পড়তে পারেন বৈশাখীও, মত আইনজীবীদের

আসলে এখন শোভন চট্টোপাধ্যায় যেখানে থাকেন, কলকাতার গোলপার্কের সেই ফ্ল্যাটটি দুলালবাবুর ছেলে শুভাশিসের ৷ তিনিই শোভনবাবুকে ওই ফ্ল্যাটে থাকার অনুমতি দিয়েছিলেন ৷ এদিন সেকথা জানিয়েছেন দুলাল দাস ৷

তাঁর কথায়, ওই ফ্ল্যাটে তো শোভন চট্টোপাধ্যায়কে একা থাকতে দেওয়া হয়েছিল ৷ ভাড়া দেওয়া হয়নি ৷ অন্য কাউকে সঙ্গে নিয়ে থাকতে বলা হয়নি ৷ সেখানে শোভনকে বেল্লেলাপনা, ব্যাভিচার করতে থাকতে দেওয়া হয়নি ৷ তাই ওই ফ্ল্যাট খালি করতে নির্দেশ দিয়েছেন তাঁর ছেলে ৷ একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, সাতদিনের মধ্যে ফ্ল্যাট খালি করা না হলে আইনি সাহায্য নেওয়া হবে ৷

আরও পড়ুন : বৈশাখীর সাহসকে কুর্নিশ অনুরাগীর, বোল্ড ম্য়াডোনার সঙ্গে তুলনা বাঙালি বধূর

প্রসঙ্গত, শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর শ্বশুরের সম্পর্ক একেবারেই ভাল নয় ৷ কারণ, শোভন এখন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে থাকেন না ৷ তাঁদের মধ্যে ডিভোর্সের মামলা চলছে ৷ অন্যদিকে গোলপার্কের ফ্ল্যাটে শোভন প্রথমে একা থাকলেও পরে সেখানে থাকতে শুরু করেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় ৷

তাঁকে নিয়েই সমস্ত বিতর্কের সূত্রপাত ৷ সম্প্রতি বৈশাখী নিজের ফেসবুক অ্যাকাউন্টটি শোভনের সঙ্গে জয়েন্ট করে নিয়েছেন ৷ তার পর শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি তাঁর সমস্ত সম্পত্তি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দান করেছেন ৷ এর পরই শোনা যায় শোভনকে ফ্ল্যাট খালি করা সংক্রান্ত আইনি নোটিশের বিষয়টি সামনে আসে ৷

যে নোটিশের পর বৈশাখী বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে ওই ফ্ল্যাটে তাঁরা ভাড়া থাকেন ৷ কিন্তু ভাড়া নেওয়া হয় না ৷ বহুবার ভাড়া পাঠানো হলেও তা নেওয়া হয়নি ৷

আরও পড়ুন : Ratna-Sovan-Baishakhi : রত্নার ‘মার’ থেকে বাঁচতে পুলিশ কমিশনারকে চিঠি বৈশাখীর

এর প্রেক্ষিতে দুলাল দাস প্রশ্ন তুলেছেন, ফ্ল্যাটে থাকতে দেওয়া হয়েছিল শোভন চট্টোপাধ্য়ায়কে ৷ সেখানে বৈশাখী এসব বলার কে ? এখনও পর্যন্ত এই নিয়ে বৈশাখী কোনও প্রতিক্রিয়া দেননি ৷ তবে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে আগামিদিনে এই সংঘাত প্রবল হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

কলকাতা, 17 জুন : গোলপার্কের ফ্ল্যাটে বেল্লেলাপনা করেন শোভন চট্টোপাধ্যায় ৷ কলকাতার প্রাক্তন মেয়র ব্যাভিচারী ৷ বৃহস্পতিবার এভাবেই চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক দুলাল দাস ৷ স্পষ্ট জানালেন, বেল্লেলাপনা, ব্যাভিচার করতে গোলপার্কের ফ্ল্যাটে থাকতে দেওয়া হয়নি শোভনকে ৷

দক্ষিণ 24 পরগনার মহেশতলার বিধায়ক দুলাল দাস শোভন চট্টোপাধ্যায়ের শ্বশুর ৷ তাঁর কন্যা রত্না চট্টোপাধ্য়ায় শোভনের স্ত্রী ৷ সেই দুলাল দাসই এদিন সরাসরি জামাইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ৷

আরও পড়ুন : Sovan-Baisakhi : শোভনের দানের সম্পত্তি নিয়ে বিপদে পড়তে পারেন বৈশাখীও, মত আইনজীবীদের

আসলে এখন শোভন চট্টোপাধ্যায় যেখানে থাকেন, কলকাতার গোলপার্কের সেই ফ্ল্যাটটি দুলালবাবুর ছেলে শুভাশিসের ৷ তিনিই শোভনবাবুকে ওই ফ্ল্যাটে থাকার অনুমতি দিয়েছিলেন ৷ এদিন সেকথা জানিয়েছেন দুলাল দাস ৷

তাঁর কথায়, ওই ফ্ল্যাটে তো শোভন চট্টোপাধ্যায়কে একা থাকতে দেওয়া হয়েছিল ৷ ভাড়া দেওয়া হয়নি ৷ অন্য কাউকে সঙ্গে নিয়ে থাকতে বলা হয়নি ৷ সেখানে শোভনকে বেল্লেলাপনা, ব্যাভিচার করতে থাকতে দেওয়া হয়নি ৷ তাই ওই ফ্ল্যাট খালি করতে নির্দেশ দিয়েছেন তাঁর ছেলে ৷ একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, সাতদিনের মধ্যে ফ্ল্যাট খালি করা না হলে আইনি সাহায্য নেওয়া হবে ৷

আরও পড়ুন : বৈশাখীর সাহসকে কুর্নিশ অনুরাগীর, বোল্ড ম্য়াডোনার সঙ্গে তুলনা বাঙালি বধূর

প্রসঙ্গত, শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর শ্বশুরের সম্পর্ক একেবারেই ভাল নয় ৷ কারণ, শোভন এখন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে থাকেন না ৷ তাঁদের মধ্যে ডিভোর্সের মামলা চলছে ৷ অন্যদিকে গোলপার্কের ফ্ল্যাটে শোভন প্রথমে একা থাকলেও পরে সেখানে থাকতে শুরু করেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় ৷

তাঁকে নিয়েই সমস্ত বিতর্কের সূত্রপাত ৷ সম্প্রতি বৈশাখী নিজের ফেসবুক অ্যাকাউন্টটি শোভনের সঙ্গে জয়েন্ট করে নিয়েছেন ৷ তার পর শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি তাঁর সমস্ত সম্পত্তি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দান করেছেন ৷ এর পরই শোনা যায় শোভনকে ফ্ল্যাট খালি করা সংক্রান্ত আইনি নোটিশের বিষয়টি সামনে আসে ৷

যে নোটিশের পর বৈশাখী বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে ওই ফ্ল্যাটে তাঁরা ভাড়া থাকেন ৷ কিন্তু ভাড়া নেওয়া হয় না ৷ বহুবার ভাড়া পাঠানো হলেও তা নেওয়া হয়নি ৷

আরও পড়ুন : Ratna-Sovan-Baishakhi : রত্নার ‘মার’ থেকে বাঁচতে পুলিশ কমিশনারকে চিঠি বৈশাখীর

এর প্রেক্ষিতে দুলাল দাস প্রশ্ন তুলেছেন, ফ্ল্যাটে থাকতে দেওয়া হয়েছিল শোভন চট্টোপাধ্য়ায়কে ৷ সেখানে বৈশাখী এসব বলার কে ? এখনও পর্যন্ত এই নিয়ে বৈশাখী কোনও প্রতিক্রিয়া দেননি ৷ তবে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে আগামিদিনে এই সংঘাত প্রবল হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.