কলকাতা, 5 জানুয়ারি : কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের পাশাপাশি এবার করোনা থাবা সিবিআই দফতরেও । সল্টলেকের সিজিও কমপ্লেক্স এবং কলকাতার নিজাম প্যালেস মিলিয়ে এই মুহূর্তে করোনা আক্রান্ত সিবিআইয়ের মোট 13 জন আধিকারিক । সিবিআই সূত্রে খবর, তাঁরা ইতিমধ্যেই হোম আইসোলেশনে চলে গিয়েছেন (CBI will now work with 40 percent capacity due to covid )। ফলত এবার 40 শতাংশ কর্মী নিয়ে কাজ করবে সিবিআই ।
13 জন আধিকারিক একইসঙ্গে করোনা আক্রান্ত হওয়ায় তাঁদের সংস্পর্শে আসা সমস্ত আধিকারিকদেরও আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷ পাশাপাশি দফতরের সামনে নিয়োজিত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও থার্মাল স্ক্রিনিং এবং অন্যান্য শারীরিক পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : করোনায় কাবু কলকাতা পুলিশ, আক্রান্ত 121 জন কর্মী
মাত্র 40 শতাংশ কর্মী নিয়ে কাজ করায় সিবিআইয়ের বেশকিছু তদন্তের গতিও অনেকটাই মন্থর হয়ে যেতে পারে বলেই ধারণা বিশেষজ্ঞেদের ৷ সারদা, নারদা, গরু-পাচার, কয়লা পাচার-সহ একাধিক তদন্ত রয়েছে সিবিআইয়ের হাতে ৷ কয়লা পাচার কাণ্ডে বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই । আগামিদিনে তাঁকে আরও ভাল করে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এখন করোনাকালে সেই সব তদন্তের গতিও মন্থর হয়ে যেতে পারে ৷