ETV Bharat / city

CBI work with 40 percent capacity: করোনার জেরে 40 শতাংশ কর্মী নিয়ে কাজ করবে সিবিআই - করোনার জেরে 40 শতাংশ কর্মী নিয়ে কাজ করবে সিবিআই

করোনা আক্রান্ত হয়েছেন সিবিআইয়ের মোট 13 জন আধিকারিক । ফলত এবার 40 শতাংশ কর্মী নিয়ে কাজ করবে সিবিআই (CBI will now work with 40 percent capacity due to covid )।

due to covid effect cbi will now work with 40 percent capacity
করোনার জের 40 শতাংশ কর্মী নিয়ে কাজ করবে সিবিআই
author img

By

Published : Jan 5, 2022, 9:23 PM IST

কলকাতা, 5 জানুয়ারি : কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের পাশাপাশি এবার করোনা থাবা সিবিআই দফতরেও । সল্টলেকের সিজিও কমপ্লেক্স এবং কলকাতার নিজাম প্যালেস মিলিয়ে এই মুহূর্তে করোনা আক্রান্ত সিবিআইয়ের মোট 13 জন আধিকারিক । সিবিআই সূত্রে খবর, তাঁরা ইতিমধ্যেই হোম আইসোলেশনে চলে গিয়েছেন (CBI will now work with 40 percent capacity due to covid )। ফলত এবার 40 শতাংশ কর্মী নিয়ে কাজ করবে সিবিআই ।

13 জন আধিকারিক একইসঙ্গে করোনা আক্রান্ত হওয়ায় তাঁদের সংস্পর্শে আসা সমস্ত আধিকারিকদেরও আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷ পাশাপাশি দফতরের সামনে নিয়োজিত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও থার্মাল স্ক্রিনিং এবং অন্যান্য শারীরিক পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : করোনায় কাবু কলকাতা পুলিশ, আক্রান্ত 121 জন কর্মী

মাত্র 40 শতাংশ কর্মী নিয়ে কাজ করায় সিবিআইয়ের বেশকিছু তদন্তের গতিও অনেকটাই মন্থর হয়ে যেতে পারে বলেই ধারণা বিশেষজ্ঞেদের ৷ সারদা, নারদা, গরু-পাচার, কয়লা পাচার-সহ একাধিক তদন্ত রয়েছে সিবিআইয়ের হাতে ৷ কয়লা পাচার কাণ্ডে বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই । আগামিদিনে তাঁকে আরও ভাল করে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এখন করোনাকালে সেই সব তদন্তের গতিও মন্থর হয়ে যেতে পারে ৷

কলকাতা, 5 জানুয়ারি : কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের পাশাপাশি এবার করোনা থাবা সিবিআই দফতরেও । সল্টলেকের সিজিও কমপ্লেক্স এবং কলকাতার নিজাম প্যালেস মিলিয়ে এই মুহূর্তে করোনা আক্রান্ত সিবিআইয়ের মোট 13 জন আধিকারিক । সিবিআই সূত্রে খবর, তাঁরা ইতিমধ্যেই হোম আইসোলেশনে চলে গিয়েছেন (CBI will now work with 40 percent capacity due to covid )। ফলত এবার 40 শতাংশ কর্মী নিয়ে কাজ করবে সিবিআই ।

13 জন আধিকারিক একইসঙ্গে করোনা আক্রান্ত হওয়ায় তাঁদের সংস্পর্শে আসা সমস্ত আধিকারিকদেরও আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷ পাশাপাশি দফতরের সামনে নিয়োজিত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও থার্মাল স্ক্রিনিং এবং অন্যান্য শারীরিক পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : করোনায় কাবু কলকাতা পুলিশ, আক্রান্ত 121 জন কর্মী

মাত্র 40 শতাংশ কর্মী নিয়ে কাজ করায় সিবিআইয়ের বেশকিছু তদন্তের গতিও অনেকটাই মন্থর হয়ে যেতে পারে বলেই ধারণা বিশেষজ্ঞেদের ৷ সারদা, নারদা, গরু-পাচার, কয়লা পাচার-সহ একাধিক তদন্ত রয়েছে সিবিআইয়ের হাতে ৷ কয়লা পাচার কাণ্ডে বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই । আগামিদিনে তাঁকে আরও ভাল করে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এখন করোনাকালে সেই সব তদন্তের গতিও মন্থর হয়ে যেতে পারে ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.