কলকাতা, 1 নভেম্বর : লোকাল ট্রেন চালু করা নিয়ে আজ রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করবে পূর্ব রেল কর্তৃপক্ষ । আর এনিয়ে রাজ্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠনের বক্তব্য, লোকাল ট্রেন চালু করা প্রয়োজন । তবে এর জন্য যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে । পাশাপাশি ভিড় যাতে কম হয় তার জন্য যত বেশি সংখ্যক সম্ভব লোকাল ট্রেন চালানোর প্রয়োজন ।
কোরোনা পরিস্থিতি মোকাবিলার জন্য মার্চ মাসের শেষে দেশজুড়ে জারি হয়েছিল লকডাউন । সেই সময় থেকেই বন্ধ লোকাল ট্রেন পরিষেবা । এদিকে ইতিমধ্যেই বেসরকারি বাসের পাশাপাশি মেট্রো পরিষেবাও চালু করা হয়েছে। এই অবস্থায় কেন ফের লোকাল ট্রেন চালু হচ্ছে না,তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে। এই প্রসঙ্গে রাজ্যের সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম-এর বক্তব্য, আনলক পর্বে দরিদ্র, খেটে খাওয়া মানুষের কথা ভেবে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে লোকাল ট্রেন চালানো দরকার। এর জন্য বেশ কিছু বিষয় গুরুত্ব দিয়ে দেখা দরকার বলেও তাদের বক্তব্য।
যেসব বিষয়ে গুরুত্ব দিতে হবে-
1. একসঙ্গে যত বেশি সংখ্যক সম্ভব ট্রেন চালু করা হোক, যাতে প্রতিটি ট্রেনে ভিড় কম হয়।
2. প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার থেকে শুরু করে ট্রেন পর্যন্ত সর্বত্র যাতে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীরা চলতে পারেন তার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে এবং কর্তৃপক্ষকে তা দেখভাল করতে হবে ।
3. এর জন্য ট্রেনের সংখ্যা বাড়াতে হবে ।
কবে, কীভাবে লোকাল ট্রেন পরিষেবা ফের চালু করা যেতে পারে, তার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করতে চেয়ে শনিবার চিঠি দিয়েছিল রাজ্য সরকার । সকাল এবং সন্ধেয় লোকাল ট্রেন চালাতে চায় বলে চিঠিতে জানানো হয়েছে ।