ETV Bharat / city

সৌমিত্র চট্টোপাধ্যায়ের কোমর্বিডিটি নিয়ে চিন্তায় চিকিৎসকরা

তাঁর কোরোনা রিপোর্ট নেগেটিভ এসেছে । কিন্তু, এখনও সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে চিন্তায় চিকিৎসকরা ।

সৌমিত্র চট্টোপাধ্যায়
সৌমিত্র চট্টোপাধ্যায়
author img

By

Published : Oct 24, 2020, 10:18 PM IST

কলকাতা, 24 অক্টোবর : আজ 19 দিন হয়ে গেল সৌমিত্র চট্টোপাধ্যায় হাসপাতাল ভরতি । 6 অক্টোবর তাঁকে ভরতি করা হয় মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে । হাসপাতাল কর্তৃপক্ষ আজ জানিয়েছে, 19 দিন কেটে গেছে । তাই অন্য সিদ্ধান্ত নিতে চলেছে হাসপাতাল কর্তৃপক্ষ । সৌমিত্রবাবুর পরিবারের অনুমতি নিয়েই সেই পদক্ষেপ করবে তারা ।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসক বলেছেন, " 2-3 টি উন্নতি লক্ষ্য করছি আমরা । হাত-পা কাঁপা ও ইনভল্যান্টারি মুভমেন্টগুলি কম হচ্ছে সৌমিত্রবাবুর । CSF রিপোর্ট আমরা পেয়েছি । COVID 19-এর এনকেফ্যালোপ্যাথির দিকে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে ।"

আরও পড়ুন : চিকিৎসায় সামান্য সাড়া দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়

তিনি আরও বলেন, "স্টেরয়েড ও ইমিউনোগ্লোবিউলিন দেওয়াতে খুব একটা সাড়া দেননি সৌমিত্রবাবু । আমাদের অন্য কোনও সিদ্ধান্ত নিতে হবে । এগুলি তাঁর পরিবারের সঙ্গে আমরা কথা বলে নিয়েছি । সৌমিত্রবাবুর প্লেটলেট কাউন্ট কমে গেছে । রক্তে ইউরিয়া কমে গেছে । সব থেকে বড় ব্যাপার, সৌমিত্রবাবুর মতো এরকম একজন মানুষ, যাঁর এত কোমর্বিডিটি রয়েছে, তিনি যদি 19 দিন হাসপাতালে থেকেও শারীরিকভাবে সেরকম উন্নতি না করেন, আমাদের অন্য কোনও সিদ্ধান্ত নিতে হবে । অবশ্যই পরিবারের অনুমতি নিয়ে ।"

কলকাতা, 24 অক্টোবর : আজ 19 দিন হয়ে গেল সৌমিত্র চট্টোপাধ্যায় হাসপাতাল ভরতি । 6 অক্টোবর তাঁকে ভরতি করা হয় মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে । হাসপাতাল কর্তৃপক্ষ আজ জানিয়েছে, 19 দিন কেটে গেছে । তাই অন্য সিদ্ধান্ত নিতে চলেছে হাসপাতাল কর্তৃপক্ষ । সৌমিত্রবাবুর পরিবারের অনুমতি নিয়েই সেই পদক্ষেপ করবে তারা ।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসক বলেছেন, " 2-3 টি উন্নতি লক্ষ্য করছি আমরা । হাত-পা কাঁপা ও ইনভল্যান্টারি মুভমেন্টগুলি কম হচ্ছে সৌমিত্রবাবুর । CSF রিপোর্ট আমরা পেয়েছি । COVID 19-এর এনকেফ্যালোপ্যাথির দিকে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে ।"

আরও পড়ুন : চিকিৎসায় সামান্য সাড়া দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়

তিনি আরও বলেন, "স্টেরয়েড ও ইমিউনোগ্লোবিউলিন দেওয়াতে খুব একটা সাড়া দেননি সৌমিত্রবাবু । আমাদের অন্য কোনও সিদ্ধান্ত নিতে হবে । এগুলি তাঁর পরিবারের সঙ্গে আমরা কথা বলে নিয়েছি । সৌমিত্রবাবুর প্লেটলেট কাউন্ট কমে গেছে । রক্তে ইউরিয়া কমে গেছে । সব থেকে বড় ব্যাপার, সৌমিত্রবাবুর মতো এরকম একজন মানুষ, যাঁর এত কোমর্বিডিটি রয়েছে, তিনি যদি 19 দিন হাসপাতালে থেকেও শারীরিকভাবে সেরকম উন্নতি না করেন, আমাদের অন্য কোনও সিদ্ধান্ত নিতে হবে । অবশ্যই পরিবারের অনুমতি নিয়ে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.