ETV Bharat / city

রোগীর মৃত্যু ঘিরে SSKM-এ ধুন্ধুমার, চিকিৎসকদের নিগ্রহের অভিযোগ - DC সাউথ মিরাজ খালিদ

রোগী মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার SSKM-এ ৷ আজ ভোররাতে মৃত্যু হয় মহম্মদ সাকির নামে এক যুবকের । তারপরই উত্তপ্ত হয়ে ওঠে SSKM হাসপাতাল চত্বর । অভিযোগ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মৃতের আত্মীয়রা ভাঙচুর চালায় হাসপাতালে । কর্তব্যরত চিকিৎসকদের উপর চড়াও হয় তারা । ঘটনায় মৃতের ভাই মহম্মদ সাজিদকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 12, 2019, 5:29 PM IST

কলকাতা, 12 অগাস্ট : রোগী মৃত্যুকে ঘিরে এবার SSKM-এ ধুন্ধুমার ৷ চিকিৎসক নিগ্রহের অভিযোগ উঠল রোগীর পরিবারের লোকজনের বিরুদ্ধে ৷ হাসপাতাল সূত্রে খবর, একাধিক কর্তব্যরত চিকিৎসককে নিগ্রহ করা হয় ৷ ভাঙচুরও চালানো হয় হাসপাতালেও ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসেন DC সাউথ মিরাজ খালিদ । ঘটনায় মৃতের ভাই মহম্মদ সাজিদকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

আজ ভোররাতে মৃত্যু হয় মহম্মদ সাকির নামে এক যুবকের । তিনি মোমিনপুরের বাসিন্দা ৷ তারপরই উত্তপ্ত হয়ে ওঠে SSKM হাসপাতাল চত্বর । অভিযোগ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মৃতের আত্মীয়রা ভাঙচুর চালায় হাসপাতালে । কর্তব্যরত চিকিৎসকদের উপর চড়াও হয় তারা । সেই সময় ওয়ার্ডে ছিলেন মৃতের ভাই মহম্মদ সাজিদ । চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সেই প্রথম চড়াও হয় চিকিৎসকদের উপর । এমন কী কর্তব্যরত নার্সদেরও হেনস্থা করা হয় বলে অভিযোগ ৷

15 জুলাই কিডনির সমস্যা নিয়ে নেফ্রলজি বিভাগে ভরতি হন সাকির । ওই যুবকের কিডনি প্রায় বিকল হয়ে গেছিল । চিকিৎসকরা জানাচ্ছেন, ভরতি হওয়ার দিন থেকেই রোগীর অবস্থা আশঙ্কাজনক ছিল । তার চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় সব তথ্য জানানো হত পরিবারেল সদস্যদের । কিন্তু তারপরও আজ চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলে তারা । নিগ্রহের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থানে আসেন DC সাউথ মিরাজ খালিদ । ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে মৃতের ভাই ৷ পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ৷

কলকাতা, 12 অগাস্ট : রোগী মৃত্যুকে ঘিরে এবার SSKM-এ ধুন্ধুমার ৷ চিকিৎসক নিগ্রহের অভিযোগ উঠল রোগীর পরিবারের লোকজনের বিরুদ্ধে ৷ হাসপাতাল সূত্রে খবর, একাধিক কর্তব্যরত চিকিৎসককে নিগ্রহ করা হয় ৷ ভাঙচুরও চালানো হয় হাসপাতালেও ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসেন DC সাউথ মিরাজ খালিদ । ঘটনায় মৃতের ভাই মহম্মদ সাজিদকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

আজ ভোররাতে মৃত্যু হয় মহম্মদ সাকির নামে এক যুবকের । তিনি মোমিনপুরের বাসিন্দা ৷ তারপরই উত্তপ্ত হয়ে ওঠে SSKM হাসপাতাল চত্বর । অভিযোগ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মৃতের আত্মীয়রা ভাঙচুর চালায় হাসপাতালে । কর্তব্যরত চিকিৎসকদের উপর চড়াও হয় তারা । সেই সময় ওয়ার্ডে ছিলেন মৃতের ভাই মহম্মদ সাজিদ । চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সেই প্রথম চড়াও হয় চিকিৎসকদের উপর । এমন কী কর্তব্যরত নার্সদেরও হেনস্থা করা হয় বলে অভিযোগ ৷

15 জুলাই কিডনির সমস্যা নিয়ে নেফ্রলজি বিভাগে ভরতি হন সাকির । ওই যুবকের কিডনি প্রায় বিকল হয়ে গেছিল । চিকিৎসকরা জানাচ্ছেন, ভরতি হওয়ার দিন থেকেই রোগীর অবস্থা আশঙ্কাজনক ছিল । তার চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় সব তথ্য জানানো হত পরিবারেল সদস্যদের । কিন্তু তারপরও আজ চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলে তারা । নিগ্রহের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থানে আসেন DC সাউথ মিরাজ খালিদ । ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে মৃতের ভাই ৷ পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ৷

Intro:কলকাতা, ১২ অগাস্ট: রোগী মৃত্যুর জেরে ফের ভাঙচুর সরকারি হাসপাতালে। এবার এস এস কে এম হাসপাতাল। ঘটনায় চিকিৎসকদের নিগ্রহের অভিযোগ উঠল রোগীর পরিবার এবং আত্মীয়দের বিরুদ্ধে। হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসক নিগ্রহ খবর পেয়ে ঘটনাস্থলে যান সাউথ মিরাজ খালিদ । ঘটনার জেরে মৃতের ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।


Body:হাসপাতাল সূত্রে খবর, আজ ভোর রাতে মৃত্যু হয় মহম্মদ সাকির নামে 30 বছরের এক যুবকের। তিনি মমিনপুরের বাসিন্দা ছিলেন। তার মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এসএসকেএম হাসপাতাল চত্বর। অভিযোগ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মৃতের আত্মীয়রা ভাঙচুর চালায় হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকদের উপরেও চড়াও হয় তারা। সেই সময় ওয়ার্ডে ছিলেন মৃতের ভাই মহম্মদ সাজিদ। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে তিনিই প্রথম চড়াও হন চিকিৎসকদের ওপর। এমনটাই অভিযোগ উঠেছে। আরো অভিযোগ, তিনি কর্তব্যরত নার্সদের উপরে চড়াও হন।


Conclusion:জানা গেছে, গত 15 জুলাই কিডনিতে সমস্যা নিয়ে নেফ্রলজি বিভাগে ভর্তি হন সাকির। ওই যুবকের কিডনি প্রায় বিকল হয়ে গিয়েছিল। ডায়ালাইসিস চলছিল তাঁর। চিকিৎসকরা জানাচ্ছেন, ভর্তি হওয়ার দিন থেকেই রোগীর অবস্থা আশঙ্কাজনক ছিল। তার চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় সব তথ্য জানানো হতো পরিবারকে। কিন্তু তার পরেও আজ চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলে পরিবার। তার জেরেই এই ঘটে চিকিৎসক নিগ্রহের ঘটনা। যদিও নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ঘটনার পর থেকে চিকিৎসক নিগ্রহ নিয়ে কড়া পদক্ষেপ করছে পুলিশ। নিয়োগ করা হয়েছে নোডাল অফিসার। চালু করা হয়েছে টোল ফ্রি নাম্বার। লালবাজারের সাফ কথা, চিকিৎসক নিগ্রহ বরদাস্ত করা হবে না। হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসক নিগ্রহের খবর পেয়ে এসএসকেএম হাসপাতালে সাত সকালেই ছুটে যান ডিসি সাউথ মিরাজ খালিদ। পরে চিকিৎসকদের মারধরের অপরাধে গ্রেপ্তার করা হয় সাজিদকে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.