কলকাতা, 12 অগাস্ট : রোগী মৃত্যুকে ঘিরে এবার SSKM-এ ধুন্ধুমার ৷ চিকিৎসক নিগ্রহের অভিযোগ উঠল রোগীর পরিবারের লোকজনের বিরুদ্ধে ৷ হাসপাতাল সূত্রে খবর, একাধিক কর্তব্যরত চিকিৎসককে নিগ্রহ করা হয় ৷ ভাঙচুরও চালানো হয় হাসপাতালেও ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসেন DC সাউথ মিরাজ খালিদ । ঘটনায় মৃতের ভাই মহম্মদ সাজিদকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
আজ ভোররাতে মৃত্যু হয় মহম্মদ সাকির নামে এক যুবকের । তিনি মোমিনপুরের বাসিন্দা ৷ তারপরই উত্তপ্ত হয়ে ওঠে SSKM হাসপাতাল চত্বর । অভিযোগ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মৃতের আত্মীয়রা ভাঙচুর চালায় হাসপাতালে । কর্তব্যরত চিকিৎসকদের উপর চড়াও হয় তারা । সেই সময় ওয়ার্ডে ছিলেন মৃতের ভাই মহম্মদ সাজিদ । চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সেই প্রথম চড়াও হয় চিকিৎসকদের উপর । এমন কী কর্তব্যরত নার্সদেরও হেনস্থা করা হয় বলে অভিযোগ ৷
15 জুলাই কিডনির সমস্যা নিয়ে নেফ্রলজি বিভাগে ভরতি হন সাকির । ওই যুবকের কিডনি প্রায় বিকল হয়ে গেছিল । চিকিৎসকরা জানাচ্ছেন, ভরতি হওয়ার দিন থেকেই রোগীর অবস্থা আশঙ্কাজনক ছিল । তার চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় সব তথ্য জানানো হত পরিবারেল সদস্যদের । কিন্তু তারপরও আজ চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলে তারা । নিগ্রহের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থানে আসেন DC সাউথ মিরাজ খালিদ । ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে মৃতের ভাই ৷ পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ৷