কলকাতা, 19 ফেব্রুয়ারি : ফের রোগী হেনস্থার অভিযোগ কলকাতার নামী সরকারি হাসপাতালে । NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে এক রোগীকে হেনস্থার অভিযোগ উঠল । গতকালের এই ঘটনায় অভিযোগ করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে । স্থানীয় থানায়ও অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আর্জিও জানান অভিযোগকারী অলোক প্রসাদ ।
হিন্দি ভাষায় একটি সংবাদমাধ্যমের সাংবাদিক অলোক প্রসাদ কোমরে ব্যথা নিয়ে গত 11 ফেব্রুয়ারি NRS-এর অর্থোপেডিক বিভাগের আউটডোরে যান । এক্স-রে করিয়ে সপ্তাহ খানেক বাদে তাঁকে ফের আউটডোরে যেতে বলেছিলেন চিকিৎসকরা । সেই মতো গতকাল তিনি আবার অর্থোপেডিক বিভাগের আউটডোরে যান । অভিযোগকারী জানিয়েছেন, কোমরে ব্যথা হওয়ার কারণে কোনও সাপোর্ট নিয়ে তিনি দাঁড়ান । এই কারণে অর্থোপেডিক বিভাগের আউটডোরের এক চিকিৎসকের চেয়ারের পিছনে হাত রেখে তিনি দাঁড়িয়ে ছিলেন । ওই চেয়ারে বসেছিলেন ওই চিকিৎসক । কেন তিনি ওই চিকিৎসকের গায়ের উপরে উঠে পড়ছেন, এমন কথা বলে ওই চিকিৎসক তাঁকে সরে দাঁড়াতে বলেন । এই নিয়ে উভয়-পক্ষের মধ্যে বচসা বাধে । অভিযোগ, অলোকবাবু নিজের পেশাগত পরিচয় জানালে তাঁর পেশা নিয়েও কটু কথা বলেন ওই চিকিৎসক । এই অবস্থায় অভিযোগকারীকে আবার ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ । অভিযোগকারী জানান, এর মধ্যে হাসপাতালের একজন ভলান্টিয়ার এসে তাঁকে ওখান থেকে বের করে নিয়ে যান ।
ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন অভিযোগকারী । স্থানীয় থানায়ও লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি । আইন অনুযায়ী এই চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি আর্জি জানিয়েছেন । এই বিষয়ে NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপারিন্টেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) সৌরভ চট্টোপাধ্যায়ের বক্তব্য জানতে চেয়ে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।