কলকাতা, 6 মার্চ: কলকাতা পৌরনিগমে তৈরি হবে আলাদা বিপর্যয় মোকাবিলা বিভাগ (Disaster Management Department)। যাতে সব কর্মী প্রশিক্ষিত থাকবেন বলে বাজেটের উপর আলোচনায় জানান মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বেশ কয়েকবছর ধরেই ফনি, আমফান, বুলবুলের মত একাধিক প্রাকৃতিক বিপর্যয়ে মুখ পড়েছে রাজ্য। বাদ যাচ্ছে না মহানগরও। তাই এমন বিপর্যয় ঘটলে যাতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বা রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর মুখাপেক্ষী হয়ে না থাকতে হয় তাই আগামী অর্থবর্ষে পৌরসভার নিজস্ব বিপর্যয় মোকাবিলা বিভাগ খুলতে চলেছে কলকাতা পৌরনিগম ৷
শনিবার কলকাতা পৌরনিগমের 2022-23 অর্থবছরের বাজেট শেষে এমনটাই ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম। বিপর্যয় মোকাবিলা বিভাগে যাঁদের নেওয়া হবে তাঁদের আগের থেকে প্রশিক্ষণ দেবে কলকাতা পৌরনিগম। যাতে চাকরিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে যেকোনও দুর্যোগে কাজে লাগানো যায় ওই ফোর্সকে। এছাড়াও এদিন তিনি বাজেট আলোচনায় জোর দেন পরিবেশ রক্ষা, বিজ্ঞাপন আইন ও বেআইনি পার্কিং রোখার উপর। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ধাপার জঞ্জালের পাহাড় আর থাকবে না বলে আশ্বাস দেন মেয়র।
আরও পড়ুন: পৌরভোটে হেরে যাওয়া বিজেপি বিধায়কদের পদত্যাগ করা উচিত, কটাক্ষ মন্ত্রী ফিরহাদের
তিনি আরও বলেন, "টক-টু-মেয়র অনুষ্ঠানের মত অ্যাপ এবং টোল-ফ্রি নম্বর খোলা হবে, যাতে সকল নাগরিকের যখন মনে হবে অভিযোগ জানাতে পারবেন।" উল্লেখ্য, 2022-23 অর্থবর্ষে 177 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছেন কলকাতা মেয়র ফিরহাদ হাকিম। নতুন অর্থবর্ষে 6 হাজার কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। কর, রাজস্ব বিভাগ থেকে আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 1 হাজার 312.44 কোটি টাকা। কর ব্যাতিত রাজস্ব খাতে আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 616 কোটি টাকা। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব ক্ষেত্রে আয়ের লক্ষ্যমাত্রা 50 কোটি টাকা। সাসপেন্স খাতে আয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে 1 হাজার 767.44 কোটি টাকা।