ETV Bharat / city

টুইটার থেকে মমতার ছবি সরালেন দীনেশ ত্রিবেদী - টুইটার

রাজ্যসভার সাংসদ পদ ও তৃণমূল কংগ্রেস ছাড়ার পর দীনেশ ত্রিবেদী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও সরিয়ে দিলেন টুইটার থেকে৷ পরিবর্তে স্বামী বিবেকানন্দের ছবি কভারে আনলেন৷

দীনেশ ত্রিবেদী
দীনেশ ত্রিবেদী
author img

By

Published : Feb 12, 2021, 8:45 PM IST

কলকাতা, 12 ফেব্রুয়ারি : রাজ্যসভায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে দেওয়ার ঘোষণা করেছিলেন সাংসদ দীনেশ ত্রিবেদী৷ তার পর টুইটার থেকেই সরিয়ে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি৷ তার বদলে এখন তাঁর টুইটারের কভার ছবিতে জ্বলজ্বল করছেন স্বামী বিবেকানন্দ৷

যদিও তিনি দিন দুয়েক আগেই টুইটারের প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ প্রধানমন্ত্রীর লোকসভায় দেওয়া ভাষণের বিভিন্ন অংশের ভিডিও টুইটারে পোস্ট করা হয়েছিল৷ তার একটি তিনি রিটুইট করেন৷ আর ওই বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত ভাবে সহমত পোষণ করেন বলেও জানিয়েছিলেন৷

  • I am personally in agreement with this. The way forward is to let our young talented mind innovate, create and distribute wealth. Pay Govt levies, create jobs. For that, our Govt officers (babus) too, need to encourage the youth . https://t.co/iyDIP6NR4D

    — Dinesh Trivedi (@DinTri) February 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিন্তু সাম্প্রতিক অতীতে যেহেতু তিনি নীরব ছিলেন৷ তাঁর নাম তৃণমূল কংগ্রেসের ‘বেসুরো’দের তালিকায় ছিল না৷ তাই তাঁর দিকে নজর ছিল না তৃণমূল কংগ্রেস-সহ অন্য কারও৷ তাই বিষয়টি নজরে পড়ে তাঁর পদত্যাগের পরে৷

উল্লেখ্য, শুক্রবার রাজ্যসভায় আচমকা কিছু বলার অনুমতি চান দীনেশ ত্রিবেদী৷ তার পর পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা নিয়ে মুখ খোলেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন৷ তৃণমূল কংগ্রেসে তাঁর দমবন্ধ হয়ে আসছে বলেও তিনি দাবি করেন৷ পরে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই তিনি ওই দলে যোগ দিয়েছিলেন৷ কিন্তু এখন আর তৃণমূলের নিয়ন্ত্রণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই৷

আরও পড়ুন : সংসদে দাঁড়িয়ে কি মমতাকে 9 বছর আগের ‘অপমান’ ফেরালেন দীনেশ ত্রিবেদী ?

এর আগে অনেকেই তৃণমূল কংগ্রেসে থেকেই বিদ্রোহ করেছিলেন৷ তাঁদের মধ্যে অনেকেই বিজেপিতে যোগদান করেছেন৷ তার মধ্যে অন্যতম শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ বেশ কয়েকজন৷ এখন দেখার দীনেশ ত্রিবেদীও কি সেই পথে পা বাড়াবেন?

কলকাতা, 12 ফেব্রুয়ারি : রাজ্যসভায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে দেওয়ার ঘোষণা করেছিলেন সাংসদ দীনেশ ত্রিবেদী৷ তার পর টুইটার থেকেই সরিয়ে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি৷ তার বদলে এখন তাঁর টুইটারের কভার ছবিতে জ্বলজ্বল করছেন স্বামী বিবেকানন্দ৷

যদিও তিনি দিন দুয়েক আগেই টুইটারের প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ প্রধানমন্ত্রীর লোকসভায় দেওয়া ভাষণের বিভিন্ন অংশের ভিডিও টুইটারে পোস্ট করা হয়েছিল৷ তার একটি তিনি রিটুইট করেন৷ আর ওই বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত ভাবে সহমত পোষণ করেন বলেও জানিয়েছিলেন৷

  • I am personally in agreement with this. The way forward is to let our young talented mind innovate, create and distribute wealth. Pay Govt levies, create jobs. For that, our Govt officers (babus) too, need to encourage the youth . https://t.co/iyDIP6NR4D

    — Dinesh Trivedi (@DinTri) February 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিন্তু সাম্প্রতিক অতীতে যেহেতু তিনি নীরব ছিলেন৷ তাঁর নাম তৃণমূল কংগ্রেসের ‘বেসুরো’দের তালিকায় ছিল না৷ তাই তাঁর দিকে নজর ছিল না তৃণমূল কংগ্রেস-সহ অন্য কারও৷ তাই বিষয়টি নজরে পড়ে তাঁর পদত্যাগের পরে৷

উল্লেখ্য, শুক্রবার রাজ্যসভায় আচমকা কিছু বলার অনুমতি চান দীনেশ ত্রিবেদী৷ তার পর পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা নিয়ে মুখ খোলেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন৷ তৃণমূল কংগ্রেসে তাঁর দমবন্ধ হয়ে আসছে বলেও তিনি দাবি করেন৷ পরে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই তিনি ওই দলে যোগ দিয়েছিলেন৷ কিন্তু এখন আর তৃণমূলের নিয়ন্ত্রণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই৷

আরও পড়ুন : সংসদে দাঁড়িয়ে কি মমতাকে 9 বছর আগের ‘অপমান’ ফেরালেন দীনেশ ত্রিবেদী ?

এর আগে অনেকেই তৃণমূল কংগ্রেসে থেকেই বিদ্রোহ করেছিলেন৷ তাঁদের মধ্যে অনেকেই বিজেপিতে যোগদান করেছেন৷ তার মধ্যে অন্যতম শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ বেশ কয়েকজন৷ এখন দেখার দীনেশ ত্রিবেদীও কি সেই পথে পা বাড়াবেন?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.