ETV Bharat / city

Dilip's Remarks about Mamata : চাঁদে আর বাঁদরে ! মোদির সঙ্গে তুলনা করতে গিয়ে মমতাকে কটাক্ষ দিলীপের - Bengal CM Mamata Banerjee

বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ সেখানেই তিনি মুখ্যমন্ত্রীকে কার্যত বাঁদর বলে কটাক্ষ করেন (Dilip Ghosh Makes Derogatory Remarks About Mamata Banerjee) ৷

dilip gosh makes derogatory remarks about mamata banerjee
Dilip's Remarks about Mamata : চাঁদে আর বাঁদরে ! মোদির সঙ্গে তুলনা করতে গিয়ে মমতাকে কটাক্ষ দিলীপের
author img

By

Published : Apr 20, 2022, 8:56 PM IST

কলকাতা, 20 এপ্রিল : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠল বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে (Dilip Ghosh Makes Derogatory Remarks About Mamata Banerjee) ৷ বুধবার দলের দফতরের এক সাংবাদিক বৈঠকে তিনি মুখ্যমন্ত্রীকে কার্যত বাঁদর বলে কটাক্ষ করেছেন ৷

বুধবার শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit) ৷ এই সম্মেলন গুজরাটে নরেন্দ্র মোদির (Narendra Modi) আয়োজন করা শিল্প সম্মেলনের অনুকরণে করা হয়েছে বলে প্রথম কটাক্ষ করেন দিলীপ ঘোষ ৷ তার পর মোদি ও মমতার তুলনা টানতে গিয়ে তিনি বলেন, ‘‘কোথায় সাইকেল আর মাইকেল, কোথায় নেতাজি আর পেয়াজি ৷ চাঁদে আর বাঁদরে তুলনা হয় না । সারাদিন মিম ঘুরছে। সবাই জানে, এটা একটা নতুন মেলা । কেউ সিরিয়াস নেয় না । মোদি বিদেশ গেলে ওঁকেও যেতে দিতে হবে ।’’

এখানেই না থেমে বাংলার এই শিল্প সম্মেলনের সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷ বলেছেন, আজ বিখ্যাত জলসা দেখলাম । আমি ওর কাছেই সিলিকন ভ্যালি সকালে দেখে এলাম । দুটো হোর্ডিং, 12 লক্ষ 35 হাজার কোটির মৌ স্বাক্ষর হলেও বিনিয়োগ হচ্ছে না । সরকারে কেউ বিশ্বাস রাখে না বলেই বিনিয়োগ নেই ।’’

তাঁর আরও অভিযোগ, ‘‘28 লক্ষ কর্মসংস্থানের হিসেব নেই । মমতা (Bengal CM Mamata Banerjee) বলছেন, ভারতীয়রা বাইরে বসে । শিক্ষিত শ্রমিকরা পরিযায়ী হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বে । শিল্প সংস্থান হলে বিদ্যুৎ লাগবে, বিদ্যুতের এখানে কোনও চাহিদা নেই । জিএসটি বাড়ত, কিন্তু 26-28 হাজার টাকাতেই জিএসটি আটকে । 1 কোটি লোকের জব কার্ড আছে ৷ কেন্দ্রের পাঠানো টাকায় বেঁচে আছে । কালীপুজো, দুর্গাপুজো ছাড়া মমতা কিছু উদ্বোধন করেন না ।’’

আজ শিল্প সম্মেলনের দিন বিজেপি আজ সিঙ্গুরে অভিযান করে ৷ সেই নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘সহযোগিতা চাওয়ার মানসিকতা লাগে । উনি আমাদের সাংসদ, বিধায়কদের মানেন না । আমাদের রাজ্য সভাপতি, বিরোধী দলনেতাকে আমন্ত্রণ করেছেন ? উনি তো আমাদের দুর্গাপুজো কার্নিভালেই ডাকেন না ।’’ উনি সাংসদ গোনেন ৩৬ ৷ লোকসভার ৪২ জন সাংসদকে কেন ডাকা হয়নি, সেই প্রশ্নও তুলেছেন দিলীপ ঘোষ ৷

হাঁসখালির ঘটনায় রাজ্য়ে আসা বিজেপির তথ্যানুসন্ধান কমিটি বাংলায় 355 ধারা প্রয়োগের দাবি তুলেছে ৷ এই ইস্যুতে দিলীপ ঘোষ বলেন, ‘‘রোজ টিভি খুলে খুন দেখতে হয় । আমি টিভি চালাতে ভয় পাই । এই দলকে এক বছর আগেই মানুষ জিতিয়েছে । কিন্তু এখন কী পরিস্থিতি ? এই পরিস্থিতি দেখে কেউ 355 চাইতেই পারেন ।’’

দিলীপ ঘোষের সাংবাদিক বৈঠক

কেন্দ্রীয় এজেন্সি নিয়ে শিল্প সম্মেলন থেকে রাজ্যপালকে মুখ্যমন্ত্রী প্রশ্ন নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘ওঁদের বাড়িতেই যদি গরু, কয়লা পাচারের টাকা থাকে, তাতে সিবিআই-ইডি যাবে । দোষ না করলে ভয় কীসের এত! তৃণমূলের কপাল খারাপ, যত দুর্নীতিবাজ, ওদের ঘনিষ্ঠই হয় ।’’

অন্যদিকে আজ দেউচাপাচামীতে অধীর চৌধুরী যেতে না পারলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (WBLA LoP Suvendu Adhikari) গিয়েছেন ৷ এই নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, ‘‘সবাইকে সব জায়গায় সবাই অ্যালাও করে না । মেনে নেয় না । শুভেন্দুবাবুকে চেয়েছে । অধীরবাবুকে চায়নি । আমরাও চাই শিল্প হোক, মানুষ কাজ পাক । কিন্তু পদ্ধতি মেনে । এই সরকার কিছুই নিয়ম মেনে করে না ৷’’

আরও পড়ুন : Mamata at BGBS 2022 : একি বললেন মুখ্যমন্ত্রী ! প্রীতিলতা ওয়াদ্দেদার হয়ে গেলেন প্রীতিলতা জোয়ারদার

কলকাতা, 20 এপ্রিল : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠল বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে (Dilip Ghosh Makes Derogatory Remarks About Mamata Banerjee) ৷ বুধবার দলের দফতরের এক সাংবাদিক বৈঠকে তিনি মুখ্যমন্ত্রীকে কার্যত বাঁদর বলে কটাক্ষ করেছেন ৷

বুধবার শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Global Business Summit) ৷ এই সম্মেলন গুজরাটে নরেন্দ্র মোদির (Narendra Modi) আয়োজন করা শিল্প সম্মেলনের অনুকরণে করা হয়েছে বলে প্রথম কটাক্ষ করেন দিলীপ ঘোষ ৷ তার পর মোদি ও মমতার তুলনা টানতে গিয়ে তিনি বলেন, ‘‘কোথায় সাইকেল আর মাইকেল, কোথায় নেতাজি আর পেয়াজি ৷ চাঁদে আর বাঁদরে তুলনা হয় না । সারাদিন মিম ঘুরছে। সবাই জানে, এটা একটা নতুন মেলা । কেউ সিরিয়াস নেয় না । মোদি বিদেশ গেলে ওঁকেও যেতে দিতে হবে ।’’

এখানেই না থেমে বাংলার এই শিল্প সম্মেলনের সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷ বলেছেন, আজ বিখ্যাত জলসা দেখলাম । আমি ওর কাছেই সিলিকন ভ্যালি সকালে দেখে এলাম । দুটো হোর্ডিং, 12 লক্ষ 35 হাজার কোটির মৌ স্বাক্ষর হলেও বিনিয়োগ হচ্ছে না । সরকারে কেউ বিশ্বাস রাখে না বলেই বিনিয়োগ নেই ।’’

তাঁর আরও অভিযোগ, ‘‘28 লক্ষ কর্মসংস্থানের হিসেব নেই । মমতা (Bengal CM Mamata Banerjee) বলছেন, ভারতীয়রা বাইরে বসে । শিক্ষিত শ্রমিকরা পরিযায়ী হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বে । শিল্প সংস্থান হলে বিদ্যুৎ লাগবে, বিদ্যুতের এখানে কোনও চাহিদা নেই । জিএসটি বাড়ত, কিন্তু 26-28 হাজার টাকাতেই জিএসটি আটকে । 1 কোটি লোকের জব কার্ড আছে ৷ কেন্দ্রের পাঠানো টাকায় বেঁচে আছে । কালীপুজো, দুর্গাপুজো ছাড়া মমতা কিছু উদ্বোধন করেন না ।’’

আজ শিল্প সম্মেলনের দিন বিজেপি আজ সিঙ্গুরে অভিযান করে ৷ সেই নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘সহযোগিতা চাওয়ার মানসিকতা লাগে । উনি আমাদের সাংসদ, বিধায়কদের মানেন না । আমাদের রাজ্য সভাপতি, বিরোধী দলনেতাকে আমন্ত্রণ করেছেন ? উনি তো আমাদের দুর্গাপুজো কার্নিভালেই ডাকেন না ।’’ উনি সাংসদ গোনেন ৩৬ ৷ লোকসভার ৪২ জন সাংসদকে কেন ডাকা হয়নি, সেই প্রশ্নও তুলেছেন দিলীপ ঘোষ ৷

হাঁসখালির ঘটনায় রাজ্য়ে আসা বিজেপির তথ্যানুসন্ধান কমিটি বাংলায় 355 ধারা প্রয়োগের দাবি তুলেছে ৷ এই ইস্যুতে দিলীপ ঘোষ বলেন, ‘‘রোজ টিভি খুলে খুন দেখতে হয় । আমি টিভি চালাতে ভয় পাই । এই দলকে এক বছর আগেই মানুষ জিতিয়েছে । কিন্তু এখন কী পরিস্থিতি ? এই পরিস্থিতি দেখে কেউ 355 চাইতেই পারেন ।’’

দিলীপ ঘোষের সাংবাদিক বৈঠক

কেন্দ্রীয় এজেন্সি নিয়ে শিল্প সম্মেলন থেকে রাজ্যপালকে মুখ্যমন্ত্রী প্রশ্ন নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘ওঁদের বাড়িতেই যদি গরু, কয়লা পাচারের টাকা থাকে, তাতে সিবিআই-ইডি যাবে । দোষ না করলে ভয় কীসের এত! তৃণমূলের কপাল খারাপ, যত দুর্নীতিবাজ, ওদের ঘনিষ্ঠই হয় ।’’

অন্যদিকে আজ দেউচাপাচামীতে অধীর চৌধুরী যেতে না পারলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (WBLA LoP Suvendu Adhikari) গিয়েছেন ৷ এই নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, ‘‘সবাইকে সব জায়গায় সবাই অ্যালাও করে না । মেনে নেয় না । শুভেন্দুবাবুকে চেয়েছে । অধীরবাবুকে চায়নি । আমরাও চাই শিল্প হোক, মানুষ কাজ পাক । কিন্তু পদ্ধতি মেনে । এই সরকার কিছুই নিয়ম মেনে করে না ৷’’

আরও পড়ুন : Mamata at BGBS 2022 : একি বললেন মুখ্যমন্ত্রী ! প্রীতিলতা ওয়াদ্দেদার হয়ে গেলেন প্রীতিলতা জোয়ারদার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.