কলকাতা, 17 জুলাই : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে হাঁড়িভাঙা আম পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ সেই উপহার পেয়ে আপ্লুত মমতা চিঠি লিখেছেন পড়শি দেশের প্রধানমন্ত্রীকে ৷ গতকাল, শুক্রবার সেই ইস্যুকে তুলে ধরে বাংলার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ ৷ বিজেপির রাজ্য সভাপতি তাঁর দলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পার্থক্যও বোঝালেন ৷ এই কাজ করতে গিয়ে তিনি টেনে এনেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উদাহরণ ৷
আরও পড়ুন : এবার ত্রিপুরা-অসম-পঞ্জাব-উত্তরপ্রদেশ-দিল্লিতেও দিদি, জায়েন্ট স্ক্রিনে একুশে জুলাই
গতকাল এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দিলীপ ঘোষ ৷ সেই পোস্টে একটি ছবি যেমন ছিল, তেমন ছিল কয়েকটি লাইন ৷ ছবিটি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর তরফে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনারস পাঠানোর মুহূর্তে তোলা হয় ৷ দিলীপের সোশ্যাল-পোস্ট অনুসারে, মমতার মতো বিপ্লবকেও আম পাঠিয়েছিলেন শেখ হাসিনা ৷ সেই উপহার পেয়ে মমতার মতোই আপ্লুত হন বিপ্লবও ৷ তাই কৃতজ্ঞতা জানিয়ে পালটা হাসিনাকে আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ৷
আর এই সূত্রেই দিলীপ বোঝাতে চাইলেন যে বাংলার মুখ্যমন্ত্রী একটি চিঠি লিখেই দায় সেরেছেন ৷ আর বিপ্লব দেব শুধু দুই লাইন লিখে দায় সারলেন না ৷ বরং পালটা উপহারও পাঠালেন ৷
আরও পড়ুন : সাংবিধানিক ব্যবস্থায় বিশ্বাস নেই মমতার, অভিযোগ বিজেপির গৌরবের
সোশ্যাল পোস্টে দিলীপ লিখেছেন, ‘‘তফাত ছিল, আছে, থাকবে ৷’’ কীসের তফাতের কথা বলছেন বঙ্গ-বিজেপির সভাপতি ৷ তাঁর পোস্ট অনুসারে, বিজেপি বরাবর ভারতীয় সংস্কৃতিকে মেনে চলে ৷ সেখানে তৃণমূল কংগ্রেস একটি নীতি আদর্শহীন দল ৷ আর বিজেপি ও তৃণমূলের মধ্যে পার্থক্য রয়েছে এই জায়গাতেই ৷
-
1.2 This is the difference between BJP a party which upholds India’s cultural values with a party which lacks values. That is why someone send pineapples back when they receive mangoes and other relieve their responsibility by sending a 2 page letter.
— Dilip Ghosh (@DilipGhoshBJP) July 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">1.2 This is the difference between BJP a party which upholds India’s cultural values with a party which lacks values. That is why someone send pineapples back when they receive mangoes and other relieve their responsibility by sending a 2 page letter.
— Dilip Ghosh (@DilipGhoshBJP) July 16, 20211.2 This is the difference between BJP a party which upholds India’s cultural values with a party which lacks values. That is why someone send pineapples back when they receive mangoes and other relieve their responsibility by sending a 2 page letter.
— Dilip Ghosh (@DilipGhoshBJP) July 16, 2021