কলকাতা, 28 জানুয়ারি : ‘জয় বাংলা’৷ এই স্লোগান দিয়েই গত শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে তাঁর প্রতিবাদ শেষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেদিন নেতাজি-জয়ন্তীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি উঠেছিল৷ তারই প্রতিবাদে সেদিন ‘জয় বাংলা’ বলেছিলেন মুখ্যমন্ত্রী৷
এবার মুখ্যমন্ত্রীর সেই স্লোগান নিয়ে সমালোচনায় সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ৷ বুধবার রাতের দিকে তিনি এই নিয়ে একটি ফেসবুক পোস্ট করেন৷ তাতে লেখা, ‘‘ইসলামিক বাংলাদেশের জাতীয় স্লোগান : জয় বাংলা৷’’ দিলীপ ঘোষের অভিযোগ, ‘‘মাননীয়া লড়ছেন গ্রেটার বাংলাদেশের লক্ষ্যে৷’’
এখানে যে তিনি মাননীয়া বলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই বুঝিয়েছেন, সেটাও ওই ছবি থেকে পরিষ্কার৷ কারণ, শনিবারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর একটি ছবি ব্যবহার করা হয়েছে ওই পোস্টে৷ সেখানে লেখা হয়েছে, ‘‘ মাননীয়ার মুখে বাংলাদেশী স্লোগান৷’’
ওই পোস্টে মমতার বিরুদ্ধে গ্রেটার বাংলাদেশ গড়ার যে অভিযোগ দিলীপ ঘোষ তুলেছেন, তার ব্যাখা স্বরূপ আরও দু’টি ছবি ব্যবহার করা হয়েছে৷ একটি ছবিতে লোকসভায় তৃণমূলের প্রচারে বাংলাদেশের অভিনেতা ফিরদৌসকে দেখানো হয়েছে৷ যা নিয়ে 2019 সালের সাধারণ নির্বাচনের কিছুটা সময় বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল৷
অন্যদিকে কালীপুজোর উদ্বোধনে বাংলাদেশের ক্রিকেটার সাকিব-আল-হাসানের একটি ছবি ব্যবহার করা হয়েছে ওই পোস্টে৷ ওই পুজোর উদ্যোক্তা মধ্য কলকাতার এক তৃণমূল কংগ্রেস বিধায়ক৷ এটা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল কয়েকমাস আগে৷ এর জন্য বাংলাদেশে মৌলবাদীদের হুমকির মুখে পড়তে হয়ে বাংলাদেশের ওই অল রাউন্ডারকে৷ পরে তিনি ক্ষমাও চেয়ে নেন৷
আরও পড়ুন : কৃষক নেতাদের উপর নজর রাখতে গোয়েন্দাদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের
কিন্তু দিলীপ ঘোষের এই পোস্ট নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে৷ অনেকেই এই পোস্টের সমালোচনা করেছেন৷