ETV Bharat / city

Digital Magazine Inauguration: লক্ষ্য নবীন প্রজন্ম, এবার ডিজিট্যালেও 'মার্কসবাদী পথ' - সীতারাম ইয়েচুরি

ত্রৈমাসিক পত্রিকা 'মার্কসবাদী পথ'-এর ডিজিট্য়াল সংস্করণ (Digita Magagine Inauguration) প্রকাশ করলেন সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) ৷ কেন এই পদক্ষেপ করল দল ?

Digital Magazine Inauguration by Sitaram Yechury in Kolkata
Digita Magagine Inauguration: লক্ষ্য নবীন প্রজন্ম, এবার ডিজিট্যালেও 'মার্কসবাদী পথ'
author img

By

Published : Oct 17, 2022, 6:35 PM IST

Updated : Oct 21, 2022, 9:05 AM IST

কলকাতা, 17 অক্টোবর: সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির (Sitaram Yechury) হাতে প্রকাশিত হল ত্রৈমাসিক পত্রিকা 'মার্কসবাদী পথ'-এর ডিজিট্য়াল সংস্করণ (Digita Magagine Inauguration) ৷ সোমবার কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে ভারতের কমিউনিস্ট পার্টির 103তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অনলাইন 'মার্কসবাদী পথ'-এর উদ্বোধন করেন সীতারাম ইয়েচুরি ৷ সোমবার বিকেল পাঁচটা নাগাদ এই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয় ৷

প্রসঙ্গত, 'মার্কসবাদী পথ' হল সিপিএম-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি দ্বারা প্রকাশিত একটি ত্রৈমাসিক পত্রিকা ৷ এবার ছাপার অক্ষরের পাশাপাশি ডিজিট্যাল মাধ্যমেও 'মার্কসবাদী পথ' পড়তে পারবেন পাঠকরা ৷ দলীয় নেতৃত্বের বক্তব্য, মার্কসবাদী, লেনিনবাদী ভাবনা-চিন্তা এবং এ নিয়ে চর্চার পরিসর বাড়াতেই পত্রিকার ডিজিট্যাল সংস্করণ প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয় ৷

আরও পড়ুন: তোলাবাজি, দুর্নীতি আটকাতে 'নজরে পঞ্চায়েত' হেল্পলাইন চালু করল সিপিএম

প্রয়াত সিপিএম নেতা মুজাফ্ফর আহমদের জন্মদিবসে, আজ থেকে 41 বছর আগে (1981 সালের 5 অগস্ট) প্রথম 'মার্কসবাদী পথ' প্রকাশিত হয় ৷ এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন প্রমোদ দাশগুপ্ত ৷ তারপর থেকে দীর্ঘ চার দশক ধরে এই ত্রৈমাসিক পত্রিকা নিয়মিত প্রকাশ করা হচ্ছে ৷ কিন্তু নতুন প্রজন্ম বইয়ের তুলনায় স্মার্টফোনেই বেশি স্বচ্ছন্দ ৷ তাই তাদের কাছে বামপন্থী ভাবধারা আরও সহজে পৌঁছে দিতে চান সিপিএম নেতা-নেত্রীরা ৷ সেই কারণেই 'মার্কসবাদী পথ'-এর ডিজিট্য়াল সংস্করণ শুরু করার কথা ভাবা হয় ৷ অনলাইনে 'মার্কসবাদী পথ' পত্রিকাটি পাওয়া যাবে www.marxbadipath.org ইউআরএল-এ ৷

সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এই প্রসঙ্গে বলেন, "আমাদের পার্টির ত্রৈমাসিক তাত্ত্বিক পত্রিকা 'দ্য মার্কসিস্ট' ৷ ভাষাগত (ইংরাজিতে প্রকাশিত পত্রিকা) কারণে সবাই সেটি পড়তে পারেন না ৷ ঠিক তেমনি এই পত্রিকা সর্বত্র পৌঁছয়ও না ৷ কিন্তু মার্কসবাদ, লেনিনবাদের চর্চায় অনেকের আগ্রহ রয়েছে ৷ এর জন্য বাংলায় আমাদের ত্রৈমাসিক পত্রিকা 'মার্কসবাদী পথ' রয়েছে ৷ এবার সেটি মুদ্রিত সংস্করণের পাশাপাশি ডিজিটাল সংস্করণেও পাওয়া যাবে ৷ দূরত্বের গণ্ডী পেরিয়ে একটি মাত্র ক্লিকেই বহু পাঠকের কাছে পৌঁছে যাবে এই পত্রিকা ৷ এই ওয়েবসাইটে মার্কসবাদের সৃজনশীল প্রয়োগ ও চর্চা করা হবে ৷ বহু লেখকের লেখা পত্র নিয়মিত প্রকাশ করা হবে ৷ নতুন মৌলিক লেখাও থাকবে ৷"

কলকাতা, 17 অক্টোবর: সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির (Sitaram Yechury) হাতে প্রকাশিত হল ত্রৈমাসিক পত্রিকা 'মার্কসবাদী পথ'-এর ডিজিট্য়াল সংস্করণ (Digita Magagine Inauguration) ৷ সোমবার কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে ভারতের কমিউনিস্ট পার্টির 103তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অনলাইন 'মার্কসবাদী পথ'-এর উদ্বোধন করেন সীতারাম ইয়েচুরি ৷ সোমবার বিকেল পাঁচটা নাগাদ এই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয় ৷

প্রসঙ্গত, 'মার্কসবাদী পথ' হল সিপিএম-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি দ্বারা প্রকাশিত একটি ত্রৈমাসিক পত্রিকা ৷ এবার ছাপার অক্ষরের পাশাপাশি ডিজিট্যাল মাধ্যমেও 'মার্কসবাদী পথ' পড়তে পারবেন পাঠকরা ৷ দলীয় নেতৃত্বের বক্তব্য, মার্কসবাদী, লেনিনবাদী ভাবনা-চিন্তা এবং এ নিয়ে চর্চার পরিসর বাড়াতেই পত্রিকার ডিজিট্যাল সংস্করণ প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয় ৷

আরও পড়ুন: তোলাবাজি, দুর্নীতি আটকাতে 'নজরে পঞ্চায়েত' হেল্পলাইন চালু করল সিপিএম

প্রয়াত সিপিএম নেতা মুজাফ্ফর আহমদের জন্মদিবসে, আজ থেকে 41 বছর আগে (1981 সালের 5 অগস্ট) প্রথম 'মার্কসবাদী পথ' প্রকাশিত হয় ৷ এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন প্রমোদ দাশগুপ্ত ৷ তারপর থেকে দীর্ঘ চার দশক ধরে এই ত্রৈমাসিক পত্রিকা নিয়মিত প্রকাশ করা হচ্ছে ৷ কিন্তু নতুন প্রজন্ম বইয়ের তুলনায় স্মার্টফোনেই বেশি স্বচ্ছন্দ ৷ তাই তাদের কাছে বামপন্থী ভাবধারা আরও সহজে পৌঁছে দিতে চান সিপিএম নেতা-নেত্রীরা ৷ সেই কারণেই 'মার্কসবাদী পথ'-এর ডিজিট্য়াল সংস্করণ শুরু করার কথা ভাবা হয় ৷ অনলাইনে 'মার্কসবাদী পথ' পত্রিকাটি পাওয়া যাবে www.marxbadipath.org ইউআরএল-এ ৷

সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এই প্রসঙ্গে বলেন, "আমাদের পার্টির ত্রৈমাসিক তাত্ত্বিক পত্রিকা 'দ্য মার্কসিস্ট' ৷ ভাষাগত (ইংরাজিতে প্রকাশিত পত্রিকা) কারণে সবাই সেটি পড়তে পারেন না ৷ ঠিক তেমনি এই পত্রিকা সর্বত্র পৌঁছয়ও না ৷ কিন্তু মার্কসবাদ, লেনিনবাদের চর্চায় অনেকের আগ্রহ রয়েছে ৷ এর জন্য বাংলায় আমাদের ত্রৈমাসিক পত্রিকা 'মার্কসবাদী পথ' রয়েছে ৷ এবার সেটি মুদ্রিত সংস্করণের পাশাপাশি ডিজিটাল সংস্করণেও পাওয়া যাবে ৷ দূরত্বের গণ্ডী পেরিয়ে একটি মাত্র ক্লিকেই বহু পাঠকের কাছে পৌঁছে যাবে এই পত্রিকা ৷ এই ওয়েবসাইটে মার্কসবাদের সৃজনশীল প্রয়োগ ও চর্চা করা হবে ৷ বহু লেখকের লেখা পত্র নিয়মিত প্রকাশ করা হবে ৷ নতুন মৌলিক লেখাও থাকবে ৷"

Last Updated : Oct 21, 2022, 9:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.