ETV Bharat / city

ZSI : জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার প্রথম মহিলা অধিকর্তা হলেন ধৃতি বন্দ্যোপাধ্যায়

author img

By

Published : Aug 6, 2021, 9:15 PM IST

জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (Zoological Survey of India- ZSI) অধিকর্তা পদে দায়িত্ব নিলেন ধৃতি বন্দ্যোপাধ্যায় ৷ মহিলা হিসাবে এই পদে তিনি প্রথম বসলেন ৷ বাঙালি এই কৃতি জানান, সংস্থার 40 লক্ষ নমুনার খুঁটিনাটি তথ্য জীববিদ্যার ছাত্র-ছাত্রী, গবেষক তো বটেই, সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁর প্রথম এবং প্রধান লক্ষ্য ৷ সেই লক্ষ্যে কাজও শুরু হয়ে গিয়েছে ৷ এই 40 লক্ষ নমুনার ডিজিটাইজ়েশনের কাজ চলছে পুরোদমে ৷

জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার প্রথম মহিলা অধিকর্তা হলেন ধৃতি বন্দ্যোপাধ্যায়
জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার প্রথম মহিলা অধিকর্তা হলেন ধৃতি বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 6 অগস্ট : দু'দিন আগেই জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (Zoological Survey of India- ZSI) প্রথম মহিলা অধিকর্তা হিসাবে ক্যাবিনেট কমিটি (Cabinet Committee of Appointments) ঘোষণা করে ধৃতি বন্দ্যোপাধ্যায়ের নাম ৷ 105 বছরের ইতিহাসে এই প্রথম সংস্থার প্রধান হলেন কোনও মহিলা ৷ এই বাঙালি কৃতি কলকাতার মহাদেবী বিড়লা গার্লস হাইস্কুল থেকে পাশ করে প্রেসিডেন্সি কলেজ থেকে জীববিদ্যায় স্নাতক হন ৷ এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই স্নাতকোত্তর এবং পিএইচডি ।

শুক্রবার তিনি ইটিভি ভারতকে জানান, জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার সংগ্রহে 40 লক্ষের বেশি নমুনা রয়েছে ৷ এই সমস্ত নমুনার খুঁটিনাটি তথ্য সাধারণ মানুষ থেকে শুরু বিশ্বের জীববিদ্যার সমস্ত ছাত্র, গবেষক এবং শিক্ষকদের কাছে পৌঁছনোই তাঁর একমাত্র লক্ষ্য ।

ধৃতি বলেন, "স্পেসিমেন সংরক্ষণের কাজ জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া প্রথম দিন থেকেই করে আসছে । সেই তথ্যই আমরা সাধারণ মানুষ থেকে জীববিদ্যার ছাত্র, গবেষক এবং শিক্ষকদের সামনে তুলে ধরতে চাই ৷ আমরা কী ধরণের কাজ করছি, কীভাবে করছি, কী কী স্পেসিমেন আমাদের সংগ্রহে আছে এবং তাদের খুঁটিনাটি সব তথ্যই মানুষের কাছে পৌঁছতে চাই । এই মুহূর্তে স্পেসিমেন ডিজিটাইজ়েশনের কাজ পুরোদমে চলছে ৷ আমার লক্ষ্য সেই কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা । ব্যাস তাহলেই পৃথিবীর যেকোন প্রান্তের উৎসাহী মানুষ নিজের ঘরে বসেই আমাদের সংগ্রহে থাকা এই 40 লক্ষ স্পেসিমেনের খুঁটিনাটি তথ্য পেয়ে যাবেন ৷"

তিনি আরও বলেন, "হটস্পট চিহ্নিত করে নতুন স্পেসিমেন খুঁজে পাওয়ার কাজে সংস্থার মহিলা বিজ্ঞানীদের কৃতিত্ব সত্যি প্রণিধানযোগ্য । নতুন স্পেসিমেন খুঁজে পাওয়ার কাজ জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া প্রথম দিন থেকে করে আসছে ৷ সাম্প্রতিককালে যত নতুন স্পেসিমেন্ খুঁজে পাওয়া গিয়েছে, তার অধিকাংশ খুঁজে বের করেছেন মহিলা বিজ্ঞানীরা । তবে মহিলা গবেষকদের সংখ্যা পুরুষ সহকর্মীর তুলনায় কম । কিন্তু সংখ্যায় কম হলেও এঁদের কৃতিত্ব বিশাল ৷"

উত্তর-পূর্ব ভারতে নতুন জীববৈচিত্রের খোঁজের একটা খুব বড় পরিকল্পনা আছে । একই রকম প্রকল্প আছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জেও । এই নতুন স্পেসিমেন খোঁজের সার্থক রূপায়ণই আপাতত লক্ষ্য জুলজিক্যাল সার্ভ অব ইন্ডিয়ার প্রথম মহিলা অধিকর্তার । তাঁর এই ছকভাঙা কাজে তাঁকে চিরকালই উৎসাহ জুগিয়ে গিয়েছেন তাঁর স্বামী এবং কন্যা, জানালেন ধৃতি ।

আরও পড়ুন : Tokyo Olympics : নীরজেই কি শেষ হবে ভারতের সোনার পদকের খোঁজ ?

কলকাতা, 6 অগস্ট : দু'দিন আগেই জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (Zoological Survey of India- ZSI) প্রথম মহিলা অধিকর্তা হিসাবে ক্যাবিনেট কমিটি (Cabinet Committee of Appointments) ঘোষণা করে ধৃতি বন্দ্যোপাধ্যায়ের নাম ৷ 105 বছরের ইতিহাসে এই প্রথম সংস্থার প্রধান হলেন কোনও মহিলা ৷ এই বাঙালি কৃতি কলকাতার মহাদেবী বিড়লা গার্লস হাইস্কুল থেকে পাশ করে প্রেসিডেন্সি কলেজ থেকে জীববিদ্যায় স্নাতক হন ৷ এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই স্নাতকোত্তর এবং পিএইচডি ।

শুক্রবার তিনি ইটিভি ভারতকে জানান, জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার সংগ্রহে 40 লক্ষের বেশি নমুনা রয়েছে ৷ এই সমস্ত নমুনার খুঁটিনাটি তথ্য সাধারণ মানুষ থেকে শুরু বিশ্বের জীববিদ্যার সমস্ত ছাত্র, গবেষক এবং শিক্ষকদের কাছে পৌঁছনোই তাঁর একমাত্র লক্ষ্য ।

ধৃতি বলেন, "স্পেসিমেন সংরক্ষণের কাজ জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া প্রথম দিন থেকেই করে আসছে । সেই তথ্যই আমরা সাধারণ মানুষ থেকে জীববিদ্যার ছাত্র, গবেষক এবং শিক্ষকদের সামনে তুলে ধরতে চাই ৷ আমরা কী ধরণের কাজ করছি, কীভাবে করছি, কী কী স্পেসিমেন আমাদের সংগ্রহে আছে এবং তাদের খুঁটিনাটি সব তথ্যই মানুষের কাছে পৌঁছতে চাই । এই মুহূর্তে স্পেসিমেন ডিজিটাইজ়েশনের কাজ পুরোদমে চলছে ৷ আমার লক্ষ্য সেই কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা । ব্যাস তাহলেই পৃথিবীর যেকোন প্রান্তের উৎসাহী মানুষ নিজের ঘরে বসেই আমাদের সংগ্রহে থাকা এই 40 লক্ষ স্পেসিমেনের খুঁটিনাটি তথ্য পেয়ে যাবেন ৷"

তিনি আরও বলেন, "হটস্পট চিহ্নিত করে নতুন স্পেসিমেন খুঁজে পাওয়ার কাজে সংস্থার মহিলা বিজ্ঞানীদের কৃতিত্ব সত্যি প্রণিধানযোগ্য । নতুন স্পেসিমেন খুঁজে পাওয়ার কাজ জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া প্রথম দিন থেকে করে আসছে ৷ সাম্প্রতিককালে যত নতুন স্পেসিমেন্ খুঁজে পাওয়া গিয়েছে, তার অধিকাংশ খুঁজে বের করেছেন মহিলা বিজ্ঞানীরা । তবে মহিলা গবেষকদের সংখ্যা পুরুষ সহকর্মীর তুলনায় কম । কিন্তু সংখ্যায় কম হলেও এঁদের কৃতিত্ব বিশাল ৷"

উত্তর-পূর্ব ভারতে নতুন জীববৈচিত্রের খোঁজের একটা খুব বড় পরিকল্পনা আছে । একই রকম প্রকল্প আছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জেও । এই নতুন স্পেসিমেন খোঁজের সার্থক রূপায়ণই আপাতত লক্ষ্য জুলজিক্যাল সার্ভ অব ইন্ডিয়ার প্রথম মহিলা অধিকর্তার । তাঁর এই ছকভাঙা কাজে তাঁকে চিরকালই উৎসাহ জুগিয়ে গিয়েছেন তাঁর স্বামী এবং কন্যা, জানালেন ধৃতি ।

আরও পড়ুন : Tokyo Olympics : নীরজেই কি শেষ হবে ভারতের সোনার পদকের খোঁজ ?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.