ETV Bharat / city

বেলেঘাটা বিস্ফোরণ নিয়ে নবান্নকে নিশানা ধনকড়ের

author img

By

Published : Oct 14, 2020, 10:52 PM IST

"সরকারের দায়িত্ব নাগরিকদের অধিকার সুরক্ষিত করা । সম্প্রতি যা ঘটেছে, তা ঠিক উলটো ।" রাজ্যপাল জগদীপ ধনকড়ের নিশানায় নবান্ন ।

জগদীপ ধনকড়
জগদীপ ধনকড়

কলকাতা, 14 অক্টোবর : বেলেঘাটায় গান্ধিভবনের পাশে একটি ক্লাবে গতকাল বিস্ফোরণ হয় । বিস্ফোরণে উড়ে যায় ছাদের একাংশ । বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের দাবি তুলেছেন BJP নেতা সায়ন্তন বসু । এবার বেলেঘাটা বিস্ফোরণের ইশুতে রাজ্যপালের নিশানায় নবান্ন । বিস্ফোরণের প্রসঙ্গকে তুলে ধরে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে রাজ্য সরকারকে একের পর এক টুইট বাণ জগদীপ ধনকড়ের ।

টুইটারে রাজ্যপাল লেখেন, "আমি মুখ্যমন্ত্রীকে বেআইনি বোমা তৈরি ও ক্রমবর্ধমান হিংসা নিয়ে সতর্ক করেছিলাম । কিন্তু তখনও বিস্ময়ের বাকি ছিল । প্রথমে মণীশ শুক্লার খুন ও তারপর কলকাতার বেলেঘাটায় বিস্ফোরণে ক্লাবের ছাদ উড়ে গেল । 11 অক্টোবর এবিষয়ে আলোচনা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম ।"

  • Moment I raise issue @MamataOfficial of illegal bomb making; outlaws perpetrating violence; - there is shocker in wait- Manish Shukla killing and now Blast rips roof off club in Kolkata's Beliaghata.

    Urged CM in communication to take steps post our Oct 11 tele conversation. pic.twitter.com/SZPyxqdkiJ

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সংক্রান্ত মুখ্যমন্ত্রীকে লেখা চার পাতার চিঠির ছবিও টুইটারে তুলে ধরেছেন তিনি । তিনি আরও লেখেন, "সরকারের দায়িত্ব নাগরিকদের অধিকার সুরক্ষিত করা । সম্প্রতি যা ঘটেছে, তা ঠিক উলটো । সরকারই অধিকার হনন করছে ।"

  • Flagged @MamataOfficial incremental rise human rights violations, relentless political violence, quelling of opposition, virtual free run to ‘syndicate and police’ santras and corruption, unauthorised infesting of power corridors-all antithesis of democracy and rule of law

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, গতকাল বেলেঘাটার গান্ধিভবনের পাশের ওই ক্লাবের অ্যাসবেস্টসের ছাদ উড়ে যায় । ছাদের পাঁচিলের একাংশ ভেঙে পড়ে । বিস্ফোরণের তীব্রতায় বহুদূর পর্যন্ত ছিটকে পড়ে ইট-সিমেন্ট-অ্যাসবেস্টসের টুকরো ।

এদিকে ফরেন্সিক দলের প্রাথমিক পর্যবেক্ষণ বলছে, কোনও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নয়, বেলেঘাটার গান্ধি ভবন সংলগ্ন ক্লাবের ছাদে রাখা ছিল বোমা । যদিও বোমা রাখা ছিল নাকি বোমা তৈরির মশলা, তদন্তকারীরা সেই বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেননি । তবে যে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে তাতে বোমা তৈরির মশলা থাকার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে । ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল ঘনিষ্ঠ এক নির্মাণ ব্যবসায়ীরও ।

কলকাতা, 14 অক্টোবর : বেলেঘাটায় গান্ধিভবনের পাশে একটি ক্লাবে গতকাল বিস্ফোরণ হয় । বিস্ফোরণে উড়ে যায় ছাদের একাংশ । বিস্ফোরণের ঘটনায় NIA তদন্তের দাবি তুলেছেন BJP নেতা সায়ন্তন বসু । এবার বেলেঘাটা বিস্ফোরণের ইশুতে রাজ্যপালের নিশানায় নবান্ন । বিস্ফোরণের প্রসঙ্গকে তুলে ধরে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে রাজ্য সরকারকে একের পর এক টুইট বাণ জগদীপ ধনকড়ের ।

টুইটারে রাজ্যপাল লেখেন, "আমি মুখ্যমন্ত্রীকে বেআইনি বোমা তৈরি ও ক্রমবর্ধমান হিংসা নিয়ে সতর্ক করেছিলাম । কিন্তু তখনও বিস্ময়ের বাকি ছিল । প্রথমে মণীশ শুক্লার খুন ও তারপর কলকাতার বেলেঘাটায় বিস্ফোরণে ক্লাবের ছাদ উড়ে গেল । 11 অক্টোবর এবিষয়ে আলোচনা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম ।"

  • Moment I raise issue @MamataOfficial of illegal bomb making; outlaws perpetrating violence; - there is shocker in wait- Manish Shukla killing and now Blast rips roof off club in Kolkata's Beliaghata.

    Urged CM in communication to take steps post our Oct 11 tele conversation. pic.twitter.com/SZPyxqdkiJ

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সংক্রান্ত মুখ্যমন্ত্রীকে লেখা চার পাতার চিঠির ছবিও টুইটারে তুলে ধরেছেন তিনি । তিনি আরও লেখেন, "সরকারের দায়িত্ব নাগরিকদের অধিকার সুরক্ষিত করা । সম্প্রতি যা ঘটেছে, তা ঠিক উলটো । সরকারই অধিকার হনন করছে ।"

  • Flagged @MamataOfficial incremental rise human rights violations, relentless political violence, quelling of opposition, virtual free run to ‘syndicate and police’ santras and corruption, unauthorised infesting of power corridors-all antithesis of democracy and rule of law

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, গতকাল বেলেঘাটার গান্ধিভবনের পাশের ওই ক্লাবের অ্যাসবেস্টসের ছাদ উড়ে যায় । ছাদের পাঁচিলের একাংশ ভেঙে পড়ে । বিস্ফোরণের তীব্রতায় বহুদূর পর্যন্ত ছিটকে পড়ে ইট-সিমেন্ট-অ্যাসবেস্টসের টুকরো ।

এদিকে ফরেন্সিক দলের প্রাথমিক পর্যবেক্ষণ বলছে, কোনও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নয়, বেলেঘাটার গান্ধি ভবন সংলগ্ন ক্লাবের ছাদে রাখা ছিল বোমা । যদিও বোমা রাখা ছিল নাকি বোমা তৈরির মশলা, তদন্তকারীরা সেই বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেননি । তবে যে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে তাতে বোমা তৈরির মশলা থাকার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে । ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল ঘনিষ্ঠ এক নির্মাণ ব্যবসায়ীরও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.