ETV Bharat / city

Babul Supriyo Oath : জটিলতা অব্যাহত, অধ্যক্ষকে অপমান করে বাবুলকে শপথবাক্য পাঠ করাবেন না উপাধ্যক্ষ

বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করাতে অস্বীকার করলেন বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় (Deputy Speaker of State Assembly Denied to Read Oath Taking of Babul Supriyo) ৷ জানিয়ে দিলেন, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে তিনি অপমান করতে পারবেন না ৷ ফলে বাবুলের বিধায়ক পদে শপথগ্রহণ আবারও পিছিয়ে গেল ৷

Deputy Speaker of State Assembly Denied to Read Oath Taking of Babul Supriyo
Deputy Speaker of State Assembly Denied to Read Oath Taking of Babul Supriyo
author img

By

Published : May 1, 2022, 4:14 PM IST

কলকাতা, 1 মে : রাজ্যপালের সম্মতির পরেও শান্তিতে নেই বাবুল সুপ্রিয় । কারণ, তাঁর বিধায়ক পদে শপথ গ্রহণ নিয়ে জটিলতা কাটার বদলে, তা প্রতিনিয়ত বাড়ছে । রাজ্যপাল জাগদীপ ধনকড়ের সিদ্ধান্তে আরও একবার জটিলতা দেখা গেল রাজ্য বিধানসভায় ৷ রাজ্যপাল অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে এড়িয়ে উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করানোর অধিকার দিয়েছেন ৷ আর এখানেই বেঁকে বসেছেন উপাধ্যক্ষ ৷ তিনি স্পষ্ট বলেছেন, কোনওভাবেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে অপমানিত করে বা বিধানসভাকে উপেক্ষা করে তিনি কোনও বিধায়কের শপথ বাক্য পাঠ করাতে পারবেন না (Deputy Speaker of State Assembly Denied to Read Oath Taking of Babul Supriyo) ৷

এই পরিস্থিতিতে বাবুল সুপ্রিয় শপথ গ্রহণ অনুষ্ঠানের কী হবে ? তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা ! কে শপথ বাক্য পাঠ করাবেন বালিগঞ্জের নবনির্বাচিত বিধায়ককে ? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন ! আর এই সাংবিধানিক জটিলতার মূলে রাজ্যপাল বলেই অভিযোগ তৃণমূলের ৷ কারণ, তিনিই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে এড়িয়ে উপাধ্যক্ষ আশিস বন্দ্য়োপাধ্যায়কে শপথবাক্য পাঠ করানোর অধিকার দিয়েছেন ৷ আর তাই রাজ্যপাল জাগদীপ ধনকড়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূলের একাংশ ৷

তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ বলছেন, ‘‘এই ঘটনা শুধুমাত্র অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের অপমান নয় ৷ এটা পরিষদীয় চৌহদ্দিতে বিভাজন তৈরি করার স্পষ্ট প্রয়াস - যেটা খুব সূক্ষ্ম ভাবে করতে চাইছেন রাজ্যপাল জাগদীপ ধনকড় ৷ নিজে রাজ্যের সাংবিধানিক প্রধান হয়ে অধ্যক্ষের সাংবিধানিক পদকে অপমান করার প্রয়াস ৷ এটা শুধুমাত্র নিন্দাজনক বিষয় নয়, নজিরবিহীন ঘটনাও ৷ সবচেয়ে বড় কথা এমন ঘটনা একবার নয় ৷ রাজ্যপাল জেনেবুঝে বারবার করছেন ৷ আর সে কারণেই এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া প্রয়োজন ৷’’

আরও পড়ুন : Governor and Babul on Oath Taking : অনুমতি দিলেও শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব ডেপুটি স্পিকারকে দিলেন ধনকড়, পাল্টা বাবুলের

প্রসঙ্গত, শুরু থেকেই বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণ নিয়ে টালবাহানা চলছে ৷ প্রথমে বাবুল সুপ্রিয়র শপথের জন্য ফাইল রাজ্যপালের কাছে পাঠানো হয়েছিল ৷ সেই সময় তিনি তা বিধানসভার সচিবালয়ে ফেরত পাঠিয়ে দেন ৷ পাশাপাশি শর্ত চাপান, তিনি বিধানসভার কাছে যে সমস্ত প্রশ্ন করেছেন, তার উত্তর না পাওয়া পর্যন্ত শপথবাক্য পাঠের অনুমোদন দেবেন না ৷ এ নিয়ে মুখ খোলেন অধ্যক্ষ নিজে ৷ স্পষ্ট ভাবে জানিয়ে দেন, কোনও বেসরকারি বিষয়ে আলোচনা হলে বা সংবিধানের 180 নম্বর ধারায় কোনও আলোচনার বিষয় বিধানসভা রাজ্যপালকে জানাতে বাধ্য নয় ৷

আরও পড়ুন : Babul Supriyo Oath : বাবুল সুপ্রিয়র শপথ নিয়ে জটিলতা, ফাইল ফেরত পাঠালেন রাজ্যপাল

এর পরই রাজ্যপাল অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে এড়িয়ে উপাধ্যক্ষকে শপথবাক্য পাঠ করানোর অধিকার দেন ৷ কিন্তু, তাতেও কোনও ভাবেই সংকট কাটার নাম নিচ্ছে না ৷ এই অবস্থায় এখন দেখার শেষ পর্যন্ত রাজ্যপাল নিজেই বিধানসভায় এসে বাবুল সুপ্রিয়কে শপথ বাক্য পাঠ করান কি না !

কলকাতা, 1 মে : রাজ্যপালের সম্মতির পরেও শান্তিতে নেই বাবুল সুপ্রিয় । কারণ, তাঁর বিধায়ক পদে শপথ গ্রহণ নিয়ে জটিলতা কাটার বদলে, তা প্রতিনিয়ত বাড়ছে । রাজ্যপাল জাগদীপ ধনকড়ের সিদ্ধান্তে আরও একবার জটিলতা দেখা গেল রাজ্য বিধানসভায় ৷ রাজ্যপাল অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে এড়িয়ে উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করানোর অধিকার দিয়েছেন ৷ আর এখানেই বেঁকে বসেছেন উপাধ্যক্ষ ৷ তিনি স্পষ্ট বলেছেন, কোনওভাবেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে অপমানিত করে বা বিধানসভাকে উপেক্ষা করে তিনি কোনও বিধায়কের শপথ বাক্য পাঠ করাতে পারবেন না (Deputy Speaker of State Assembly Denied to Read Oath Taking of Babul Supriyo) ৷

এই পরিস্থিতিতে বাবুল সুপ্রিয় শপথ গ্রহণ অনুষ্ঠানের কী হবে ? তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা ! কে শপথ বাক্য পাঠ করাবেন বালিগঞ্জের নবনির্বাচিত বিধায়ককে ? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন ! আর এই সাংবিধানিক জটিলতার মূলে রাজ্যপাল বলেই অভিযোগ তৃণমূলের ৷ কারণ, তিনিই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে এড়িয়ে উপাধ্যক্ষ আশিস বন্দ্য়োপাধ্যায়কে শপথবাক্য পাঠ করানোর অধিকার দিয়েছেন ৷ আর তাই রাজ্যপাল জাগদীপ ধনকড়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূলের একাংশ ৷

তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ বলছেন, ‘‘এই ঘটনা শুধুমাত্র অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের অপমান নয় ৷ এটা পরিষদীয় চৌহদ্দিতে বিভাজন তৈরি করার স্পষ্ট প্রয়াস - যেটা খুব সূক্ষ্ম ভাবে করতে চাইছেন রাজ্যপাল জাগদীপ ধনকড় ৷ নিজে রাজ্যের সাংবিধানিক প্রধান হয়ে অধ্যক্ষের সাংবিধানিক পদকে অপমান করার প্রয়াস ৷ এটা শুধুমাত্র নিন্দাজনক বিষয় নয়, নজিরবিহীন ঘটনাও ৷ সবচেয়ে বড় কথা এমন ঘটনা একবার নয় ৷ রাজ্যপাল জেনেবুঝে বারবার করছেন ৷ আর সে কারণেই এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া প্রয়োজন ৷’’

আরও পড়ুন : Governor and Babul on Oath Taking : অনুমতি দিলেও শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব ডেপুটি স্পিকারকে দিলেন ধনকড়, পাল্টা বাবুলের

প্রসঙ্গত, শুরু থেকেই বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়র শপথ গ্রহণ নিয়ে টালবাহানা চলছে ৷ প্রথমে বাবুল সুপ্রিয়র শপথের জন্য ফাইল রাজ্যপালের কাছে পাঠানো হয়েছিল ৷ সেই সময় তিনি তা বিধানসভার সচিবালয়ে ফেরত পাঠিয়ে দেন ৷ পাশাপাশি শর্ত চাপান, তিনি বিধানসভার কাছে যে সমস্ত প্রশ্ন করেছেন, তার উত্তর না পাওয়া পর্যন্ত শপথবাক্য পাঠের অনুমোদন দেবেন না ৷ এ নিয়ে মুখ খোলেন অধ্যক্ষ নিজে ৷ স্পষ্ট ভাবে জানিয়ে দেন, কোনও বেসরকারি বিষয়ে আলোচনা হলে বা সংবিধানের 180 নম্বর ধারায় কোনও আলোচনার বিষয় বিধানসভা রাজ্যপালকে জানাতে বাধ্য নয় ৷

আরও পড়ুন : Babul Supriyo Oath : বাবুল সুপ্রিয়র শপথ নিয়ে জটিলতা, ফাইল ফেরত পাঠালেন রাজ্যপাল

এর পরই রাজ্যপাল অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে এড়িয়ে উপাধ্যক্ষকে শপথবাক্য পাঠ করানোর অধিকার দেন ৷ কিন্তু, তাতেও কোনও ভাবেই সংকট কাটার নাম নিচ্ছে না ৷ এই অবস্থায় এখন দেখার শেষ পর্যন্ত রাজ্যপাল নিজেই বিধানসভায় এসে বাবুল সুপ্রিয়কে শপথ বাক্য পাঠ করান কি না !

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.