ETV Bharat / city

রাজারহাট-নিউটাউনে 'দিদিকে বল'-এর দায়িত্বে ডেপুটি মেয়র তাপস - রাজারহাট-নিউটাউন এলাকায় জনসংযোগ

রাজারহাট-নিউটাউন এলাকায় জনসংযোগের দায়িত্ব দেওয়া হল বিধাননগর পৌরনিগমের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়কে ।

তাপস চট্টোপাধ্যায়
author img

By

Published : Aug 17, 2019, 2:39 AM IST

Updated : Aug 17, 2019, 2:33 PM IST

বিধাননগর, 17 অগাস্ট : বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তারপরই রাজ্যজুড়ে শুরু হয় 'দিদিকে বলো' কর্মসূচি । কিন্তু রাজারহাট-নিউটাউন এলাকায় সেই কর্মসূচি শুরু হল গতকাল । অর্থাৎ প্রায় দু'সপ্তাহ পর । কারণ এলাকার তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত সস্ত্রীক বিদেশে ছিলেন । এ বার তাই ওই এলাকায় জনসংযোগের দায়িত্ব দেওয়া হল বিধাননগর পৌরনিগমের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়কে ।

আরও পড়ুন : "নাথিং সিরিয়াস, চার ঘণ্টা বসেছিলাম"; CBI দপ্তর থেকে বেরিয়ে বললেন পার্থ

রাজারহাটে একটি ক্লাবে সাংবাদিক বৈঠক করে গতকাল দলের সিদ্ধান্তের কথা জানান তাপসবাবু । সেই সঙ্গে সব্যসাচীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন । প্রাক্তন মেয়রকে নিশানা করে বলেন, "নিউটাউন বিধানসভা এলাকায় দলের পক্ষ থেকে 'দিদিকে বল' অভিযান পরিচালনা করার কথা আপনার । কিন্তু, দলের পক্ষ থেকে আমাকে বলা হয় । আমি গিয়ে দলের কাছে আবেদন করে চেয়ে নিইনি । " সব্যসাচী প্রসঙ্গে তিনি বলেন, "আমার সঙ্গে উনি যোগাযোগ রাখেন না । পুজো- পয়লা জানুয়ারিতে সৌজন্যতার জন্য ফোন করি ।"

ভিডিয়ো শুনুন তাপস চট্টোপাধ্যায়ের বক্তব্য

আরও পড়ুন : CBI দপ্তরে শিক্ষামন্ত্রীর হাজিরা লজ্জাজনক : সুজন

এক সময় বিধাননগর পৌরসভার মেয়র ও ডেপুটি মেয়র হিসেবে কাজ করেছিলেন সব্যসাচী দত্ত ও তাপস চট্টোপাধ্যায় । কীভাবে তাঁদের মধ্যে এই দূরত্ব তৈরি হল? এবিষয়ে তাপসবাবু জানান, "আমার সঙ্গে ব্যক্তিগত কোনও দূরত্ব ছিল না । পৌরসভা পরিচালনা নিয়ে আমাদের কাউন্সিলদের কিছু বক্তব্য ছিল । আমি সিনিয়র হিসেবে সন্মান পাচ্ছিলাম না । ডেপুটি মেয়র হিসেবে কাজকর্মগুলো ঠিকমত পালন করতে পারছিলাম না । বিষয়টা আমি দলকে জানিয়েছিলাম । "

আরও পড়ুন : আপার প্রাইমারির ইন্টারভিউতে আবারও প্রশিক্ষণহীন চাকরিপ্রার্থী ! হাইকোর্টে মামলা

সব্যসাচীর সঙ্গে দলের যোগাযোগ এখন প্রায় নেই বললেই চলে । মুকুল রায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে তাঁর । গতকাল দিল্লি উড়ে গেছেন তিনি । শুরু হয়েছে দল বদলের জোর জল্পনা ।

বিধাননগর, 17 অগাস্ট : বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তারপরই রাজ্যজুড়ে শুরু হয় 'দিদিকে বলো' কর্মসূচি । কিন্তু রাজারহাট-নিউটাউন এলাকায় সেই কর্মসূচি শুরু হল গতকাল । অর্থাৎ প্রায় দু'সপ্তাহ পর । কারণ এলাকার তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত সস্ত্রীক বিদেশে ছিলেন । এ বার তাই ওই এলাকায় জনসংযোগের দায়িত্ব দেওয়া হল বিধাননগর পৌরনিগমের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়কে ।

আরও পড়ুন : "নাথিং সিরিয়াস, চার ঘণ্টা বসেছিলাম"; CBI দপ্তর থেকে বেরিয়ে বললেন পার্থ

রাজারহাটে একটি ক্লাবে সাংবাদিক বৈঠক করে গতকাল দলের সিদ্ধান্তের কথা জানান তাপসবাবু । সেই সঙ্গে সব্যসাচীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন । প্রাক্তন মেয়রকে নিশানা করে বলেন, "নিউটাউন বিধানসভা এলাকায় দলের পক্ষ থেকে 'দিদিকে বল' অভিযান পরিচালনা করার কথা আপনার । কিন্তু, দলের পক্ষ থেকে আমাকে বলা হয় । আমি গিয়ে দলের কাছে আবেদন করে চেয়ে নিইনি । " সব্যসাচী প্রসঙ্গে তিনি বলেন, "আমার সঙ্গে উনি যোগাযোগ রাখেন না । পুজো- পয়লা জানুয়ারিতে সৌজন্যতার জন্য ফোন করি ।"

ভিডিয়ো শুনুন তাপস চট্টোপাধ্যায়ের বক্তব্য

আরও পড়ুন : CBI দপ্তরে শিক্ষামন্ত্রীর হাজিরা লজ্জাজনক : সুজন

এক সময় বিধাননগর পৌরসভার মেয়র ও ডেপুটি মেয়র হিসেবে কাজ করেছিলেন সব্যসাচী দত্ত ও তাপস চট্টোপাধ্যায় । কীভাবে তাঁদের মধ্যে এই দূরত্ব তৈরি হল? এবিষয়ে তাপসবাবু জানান, "আমার সঙ্গে ব্যক্তিগত কোনও দূরত্ব ছিল না । পৌরসভা পরিচালনা নিয়ে আমাদের কাউন্সিলদের কিছু বক্তব্য ছিল । আমি সিনিয়র হিসেবে সন্মান পাচ্ছিলাম না । ডেপুটি মেয়র হিসেবে কাজকর্মগুলো ঠিকমত পালন করতে পারছিলাম না । বিষয়টা আমি দলকে জানিয়েছিলাম । "

আরও পড়ুন : আপার প্রাইমারির ইন্টারভিউতে আবারও প্রশিক্ষণহীন চাকরিপ্রার্থী ! হাইকোর্টে মামলা

সব্যসাচীর সঙ্গে দলের যোগাযোগ এখন প্রায় নেই বললেই চলে । মুকুল রায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে তাঁর । গতকাল দিল্লি উড়ে গেছেন তিনি । শুরু হয়েছে দল বদলের জোর জল্পনা ।

Intro:

বিধাননগর, ১৬ আগস্ট: দলের কাজে মন নেই তার। রাজ্য জুড়ে যখন দিদি কে বলো কর্মসূচি পালন করছেন তৃণমূল নেতারা তখন তিনি সস্ত্রীক ছুটি কাটাচ্ছেন ইউরোপে। সব্যসাচী দত্ত দায়িত্বে না নেওয়ায় বিধাননগর পৌরনিগমের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের কাঁধ এসে পড়ে সেই দায়িত্ব । রাজ্য জুড়ে শেষের দিকে থাকলেও অবশেষে শুক্রবার প্রায় দুই সপ্তাহ পরে রাজারহাটে শুরু হল দিদিকে বলো। ৩০ জুলাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় শুরু করেছিলেন দিদিকে বলো কর্মসূচি। রাজ্যজুড়ে দিদিকে বলো কর্মসূচি রুপায়ন হলেও আটকে ছিল রাজারহাটে নিউটাউনে।


Body:"আমি দলের কাছে লিখিত আবেদন করে দিদিকে বলো কর্মসূচির দায়িত্ব নেই নি। দল থেকেই আমাকে ফোন করে দায়িত্ব দেওয়া হয়েছে। বলা হল এরা যোগাযোগ করেছে আপনাকে ওদের বাড়িতে যেতে হবে। সব জায়গায় দিদিকে বলো কর্মসূচি হচ্ছে। রাজারহাটে এত দিন হয়ে গেল কিছু হয়নি। যখন দল থেকে আমাকে ফোন করে বলা হলো তারপর সবার সঙ্গে কথা বলে এই কর্মসূচি হচ্ছে। উনি (সব্যসাচী) কখনো যোগাযোগ রাখেন না। সিনিয়র রাজনীতিবিদ হিসেবে আমার খারাপ লেগেছিল। একসঙ্গে আমরা পুরসভায় কাজ করেছি। অথচ উনি যোগাযোগ রাখতেন না। সৌজন্যতার জন্য উৎসব-পার্বণে তাকে মেসেজ করতাম। কিন্তু এখন উৎসব-পার্বণ নেই বলে যোগাযোগটা হয়নি"। রাজারহাটে তার বাড়ির অদূরে একটি ক্লাবে সাংবাদিক সম্মেলনের সময় রীতিমতো সব্যসাচীর বিরুদ্ধে ক্ষোভ ঝরে পড়ছিল তাপস চট্টোপাধ্যায় এর গলায়।


Conclusion:সব্যসাচীর সঙ্গে এখন দলের যোগাযোগ একেবারে নেই বললেই চলে। লোকসভার সময় তাকে দলের কাজ করতে খুব বেশি দেখা যায়নি। ইক্কা দুক্কা জনসভায় হাজির হয়েছিলেন বটে। তারপর যতদিন গড়িয়েছে মুকুল রায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে তার। ততটাই দূরত্ব তৈরি হচ্ছে দলের সঙ্গে। এবার দিদিকে বল কর্মসূচি থেকে একেবারেই ছেঁটে ফেলা হলো সব্যসাচীকে। সব্যসাচীর বিকল্প হিসেবে উঠে আসছেন তাপস চট্টোপাধ্যায়। সব্যসাচীর ঘোর বিরোধী হিসেবে পরিচিত ছিলেন বাম শিবির থেকে তৃণমূলে যোগ দেওয়া তাপস চট্টপাধ্যায়। তৃণমূলে আসার সময়ের সঙ্গে ধীরে ধীরে গুরুত্ব বেড়েছে রাজারহাট গোপালপুর পুরসভার প্রাক্তন পৌর প্রধান এবং বিধাননগর পুরনিগমের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের। এখন রাজারহাট নিউটাউনে সব্যসাচীর বদলে তাপস চট্টোপাধ্যায় দলের কামান সামলাচ্ছেন। সব্যসাচী শুক্রবার দিল্লী উড়ে গিয়েছেন আর সেদিনই দিদিকে বল কর্মসূচির দায়িত্ব হাতে নিয়ে তাপস চট্টোপাধ্যায় বুঝিয়ে দিলেন সব্যসাচী এখন অতীত রাজারহাট নিউটাউনে তৃণমূলের কমান্ড এখন তার হাতেই।
Last Updated : Aug 17, 2019, 2:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.